সতেজ সরষে ফুল ঢেকে বাঁকা আল,
সহ্য করবে শত ফড়িং এর চাল।
দোয়েল বাজায়ে শিস
গাইবে অহর্নিশ
এনেই সে’ হেলে পড়া সোনালী বিকাল।
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’
হলেও শীতের প্রাতে ছাগ তালকানা,
কুহেলী ছড়াবে ঘাসে মুক্তোর দানা।
গোধূলির লাল রবি
আঁকবে বকের ছবি
বাঁকা চোখে দূরে ঠেলে হাঁসের কচাল!
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’
ফাগুনের শাখে মিলে শালিকের মতি,
সাজবে মাতাল ডাকে বাগিচার পতি।
ব্যাকুলে জোনাকি উড়ে
গড়বে সাঁঝের কুঁড়ে
আঁধারের বুকে যেচে সোহাগী চাতাল।
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’
চষলে হুতোম ডেকে ভীতি আড়ে বসি,
উঠবে নিশির ভালে রূপা ঝরা শশী।
নীরদের আলাপন
বাঁধবে পুষির মন
হলেও শ্বাপদী আশা বিরূপে বেতাল।
দেখোই না বলে তুমি ‘হাঁটবে কি কাল!’
ছবিঃ নেট থেকে সংগৃহিত।
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খানিকটা লিমেরীক ফরমে লেখেছেন কবি দা!
বেশ ভাবনাময় অনেক শুভেচ্ছা রইল————–
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মোঃ মজিবর রহমান
শীত বন্দনা ভালো হয়েছে। কাব্যময়তা খুব ভালো লাগ্লো কবি।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
ফারজানা তৈয়ূব
দারুণ।
গ্রামের প্রকৃতি চোখের সামনে দেখতে পাচ্ছি করছে যেনো।
বোরহানুল ইসলাম লিটন
জী গ্রামের প্রকৃতি চিত্রণ!
অফুরাণ ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম আন্তরিক!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মোঃ মজিবর রহমান
জীবনে ভুলের জন্য গ্রামে সেটেল্ড হতে পারছিনা বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
জীবন মানেই ভুলের সমাহার
বুকের বল হারাবেন না
চেষ্টায় থাকুন, একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
হালিমা আক্তার
প্রকৃতির আলাপন। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ছাইরাছ হেলাল
চারিদিকের দৃশ্যান্তরে মাটি ছুঁয়েছে মাতৃগন্ধ।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।