ঘটনা: এক
বড়দিনের ছুটি সাথে সাপ্তাহিক কয়েকটা ছুটি পাইলাম, ভাবলাম ঘুরে আসি একটু কাছের দূর-দুরান্ত থেকে। ভাবের-সাথে টাব না মিশাইয়া লাইনে গিয়া দাড়াইলাম, ট্রেনের টিকেট কাটবো বলে। মুরুব্বীর কথা বাসি হলেও ফলে তাই বলে মুরুববীদের কথা শুনতে হবে সেই বোকা আমি না, শেয়ালের লেজ কাটা গল্প জীবনের শুরুতেই পড়েছি আর তাই মুরুব্বীরা ক্যামনে জ্বলতে জ্বলতে তামা হইছে বুঝতে পারি। যাকগা আসল কথায় আসি, কোন মুরুব্বী একবার বলেছে যে “মিঠা কথায় চিড়া ভেজে না” আর সবাই এখন এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে, মিঠা কথায় চিড়া ভিজাইতে না পাইরা জোর কইরা জলে চুবাইয়া চিড়া ভেজানোর প্রথা লক্ষনীয়। মাঝে মাঝে এই চিড়া ভেজাতে অস্ত্র-সস্ত্রের প্রয়োজন পরে আর তাই আমি এইডা মানি না। আজকা মিঠা কথাতেই চিড়া ভেজাবো, আর সেই চিড়া ভেজাতে ভেজাতেই লাইনের শেষজন থেকে চলে এসেছি লাইনের মাঝখানে। লাইনে যাদের দাড়ানোর অভ্যাস আছে তারা নিশ্চই জানেন তা কত সাফল্যের। ঠিক মাঝখানটাতে এসেই দেখা পেলাম সেই মহান ব্যক্তির যিনিই কিনা একমাত্র বললেন, “আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব তাড়া, আপনি আমার সামনে এসে দাড়ান”, কিছুটা অবাক হলেও কোনো কথা না বাড়িয়ে পিছনে ঠেলে তার সামনে এসেই দাড়ালাম আর ভাবছিলাম “ইশ এমন যদি সবাই হতো তাহলে আমাকে আর লাইনে দাঁড়ানোর প্রয়োজনই পরত না। পিছনে তাকিয়ে দু-একবার তার মুখের দিকে লক্ষ্য করে বুঝতে পারলাম বেচারা খুব সহজ সরল, আমার আবার এমন মানুষ দেখলে আড্ডা জমানোর এক আকাংখা কাজ করে, তাই সামনে আর আগানোর চিন্তা না করে লাইনে দাঁড়িয়ে তার সাথে গল্প জমানোর চেষ্টা শুরু কিন্তু সে বড়ই বেরসিক, বেহিসাবী শব্দ মুখ দিয়ে বের করতে যেন বড্ড মানা। মুখ দিয়ে যেন তার কোন কথাই আসে না। যাইহোক কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে থাকার পর উনি তার পিছনের জনকেও সামনে নিয়ে এসেছেন। আহ! কি মানুষ। এই মহান ব্যক্তির কথা ভাবতে ভাবতে দীর্ঘ ২৫ মিনিট পর টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম, বিপত্তি বাধে সেখানেই যখন বুঝতে পারি পিছনের পকেটে কেটে সাবাড় করে দিয়েছেন সেই মহান ব্যক্তিটি। তার মহত্ত্বের কবলে আমি সহ আরো তিন জন।
ঘটনা: দুই
পকেট মারের কবলে পরে সারাটা দিন যেন নিজেকেই নিজে দোষারোপ করছিলাম, ইশ! মুরুব্বীদের কথা বাসী হলেও ফলে আগে যদি বুঝতাম তাহলে এমনটি আর হতো না। মন খারাপ করেই লগইন করলাম সোনেলাতে, স্টিকি পোষ্টে ঝুলছে ব্লগ সঞ্চালকের একটি পোষ্ট। দুদিন ধরেই ঝুলছে কিন্তু এটা আমার কোন সমস্যা না, বর্তমানের যুগ বিজ্ঞানের যুগ আর ই বিজ্ঞানের যুগে অসম্ভব শব্দটিকে অভিধান থেকে তুলে দেয়ার তুমুল প্রয়াস চলছে, এখন আমার মনে ভাবনা জন্মালো এই ব্লগ সঞ্চালকটা কে? মানুষ নাকি বিজ্ঞানেরই এক সফলতা রোবট ! কেউ দেখেছে কি না এই ব্লগ সঞ্চালককে, কারো পোষ্টে মন্তব্য নেই, গম্ভীর এক ভাব বজায় রাখেন সবসময়, কথা কম বলাতো দূরের কথা বলতে জানেন কি না তাতেও সন্দেহ জেগে উঠলো হঠাৎ করে, আজকাল বিজ্ঞান কি’বা না পারে!, সবচেয়ে আশ্চর্যজনক হলো ব্লগ সঞ্চালকের সজোরে নিশ্চুপ অবস্থান (সোজা করে যাকে বলে ঘাপটি মারা), অনাকাংখিত যে কোন কিছুতেই অবিলম্বে তার উপস্থিতি টের পাওয়া যায়, এখন মনে প্রশ্ন জাগা কি স্বাভাবিক নয় যে এইভাবে গম্ভীর হয়ে নিশ্চুপ থাকা একজন মানুষের পক্ষে কতটুকু সম্ভব? এইবার আমার ইচ্ছা এই ব্লগ সঞ্চালক যিনি তাকে একবার দেখার! আর কেউ যদি দেখে থাকেন অনুরোধ থাকবে উনার বর্ণনা বর্ণনা করার জন্য।
লেখা শেষ করে বুঝতে পারলাম উপরোক্ত দুটি ঘটনায় একটা বিষয়ের বেশ মিল আছে তা হলো দুটো ঘটনাতেই তারা কথার চেয়ে কাজকে বেশি মূল্য দিয়েছেন অথবা দিয়ে থাকেন।
অবশেষে মুরুব্বীদের সাথে ঠোটে ঠোট মিলিয়ে আজকের মতো বলতে চাই: কথার চেয়ে কাজ বেশি *******************
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
দেখিয়া জটলা, নামাইলাম
পোটলা – শিরোনামটা সেইরাম হৈসে 🙂
মুরুব্বিদের কথা বাসি হলে ফলে, কথাটা কিন্ত সত্য। ১ নং এর উপস্থাপনা দারুন হইছে।
ব্লগ সঞ্চালক আসলে কে? একবার শুনলাম তার ইয়া বড় এক মোচ আছে।
আর একবার শুনলাম তিনি চুলে বেনী করা, পায়ে নুপুর পড়া এক নারী। দুইটাই সত্য হলে, তিনি হচ্ছেন ইয়া বড়ো মোচওয়ালা এক নারী।
আবির
মুরব্বীদের কথা এখন মেনে চলি, ন্যাড়া বেলতলায় একবারই যায় ভাইজান।
এই কি আজব তথ্য দিলেন আপনে! এমনই কি ব্লগ সঞ্চালক???? এইবারতো তাহলে দেখতেই হয় যতোই ঘোমটার আড়ালে থাকুক!! খোলা নিমন্ত্রণ পত্র পাঠাই দিমু একটা।
নুসরাত মৌরিন
হাহাহা।
ভাইয়া আপনি বেশ মজা করে লিখতে পারেন।
প্রথম ঘটনা পড়তে পড়তে আমিও ভাবছিলাম এমন মহীয়সী ব্যক্তি এখনো দুনিয়ায় আচে!! ^:^
ঘটনার শেষে এসে খেলাম টাসকি!! 😮
আর ব্লগ সঞ্চালক আসলে কি জিনিস!!মানে আসলেই মানুষ না অন্য কিছু আমারও খুব জানার শখ।জানলে একটু জানাইয়েন। 🙂
আবির
লেক্তারি না তবে চেষ্টা জারি আছে কায়মনে। আপনি পইড়া টাসকি খাইলেন আর আমিতো জায়গায় দাড়ায় ছিলাম বুঝেন এইবার আমার অবস্থা হালুয়া।
আমি দেখতে পারলে কি আর কইছি! ভাগ্যক্রমে যদি নজরে একবার আসে ছবি তুইলা রাখমু।
ছাইরাছ হেলাল
মুরুব্বী মানা খুব জরুরী এখন বুঝতে পারছেন নিশ্চয়ই।
নিঃশব্দ সঞ্চালক কে আমিও খুঁজছি,আপনি খুঁজে পেলে বা খোঁজ পেলে আমাদের জানান দিয়েন।
আবির
টের পাইছি সময় ফুরাইয়া, মুরব্বী এটাও বলছে বাছা সময় থাকতে বুঝো ,এখন সব বুঝি, মুরুব্বীদের উক্তি সংগ্রহ চলিতেছে।
আমি যদি দেখা পাই এই জনার তইলে সাথে সাথে পাবলিকের সামনে হাজির করা হইবো ,ব্যাপারটা আপনার মাথায়ও রাইখেন ,দেখা হইলে আমার কথাও একবার কইয়েন।
মেহেরী তাজ
বিকেলে আপনার পোষ্ট পড়েছি।ভালো লেগেছে খুব।ব্লগ সঞ্চালক আসলে কে? জানতে চাই আমিও।
আবির
ভালো লাগছে???? আচ্ছা কত দুঃখের থাইকা এই পোষ্ট প্রসব হইছে সেইটা বুজ্জেন তো? একু একটু সহানুভূতিও দিলো না যে বাবা ধর টাকা গেছে গেছে শিক্ষাতো পাইসস ???
জানলে জানামু, আপ্নেও জানাইয়েন।
প্রহেলিকা
অতি ছালাকের গলায় দড়ি! 😀
আবির
ঠিক ঠিক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হা হা হা শুধুই কি হাসলাম।শুরু থেকে এ পর্যন্ত আছি ভাই কে যে সঞ্চালক বলা মুশকিল।তবে যারাই আছেন তারা অতি ভদ্রলোক বলে শুনেছি।আছেন মাটির মমতায় যুদ্ধাপরাধী বিচারের অপেক্ষায়। -{@
আবির
প্রথম থেকে আছেন কিন্তু এখনো দেখেন নাই? সন্দেহ প্রবল আকার ধারণ করেছে, বিস্ফোরণের অপেক্ষায় এখন।
লীলাবতী
ঘটনা ১ এর মহান ব্যাক্তির কৌশল জেনে চমকিত হলাম।আপনি ব্লগ সঞ্চালককে খুঁজছেন? আমি যে ব্লগ সঞ্চালক নই এটি আপনি প্রমান করতে পারবেন?আমিও তো হতে পারি :p ভাইয়া আপনি নন তো? :D)
আবির
ব্লগ সঞ্চালক ইয়া বড় মোচওয়ালা এক নারী, এর বেশি কিছু জানি না, এখন ভাবতাছি আপনি যে সঞ্চালক না তা প্রমান করতে গিয়ে আবার কোন ঝামেলাই না আবার পাকাই ফেলি। আর আমার বেপারে একদম নিশ্চিত থাকতে পারেন, জীবনেও সম্ভব না এমন ঘাপটি মাইরা বইসা থাকোন।
শুন্য শুন্যালয়
হা হা হা, আপনি ভাই সেরাম লেখেন। চুপচাপ মানেই ভয়ংকর আপনার লেখা পড়ে শিইখ্যা ফালাইছি। আর জিসান ভাইয়ের কথা শুইনা তো আমি দুঃস্বপ্ন দেখা শুরু করবো মনে হচ্ছে। সঞ্চালক মোছ ওয়ালা নারী। আগে শুনছিলাম তার শিং আছে, কপালে একটা চোখ ও আছে। কি ব্লগে আইসা পরলাম রে বাবা!!!
আবির
আমি লেখি না জটলা আমারে লেখায়, জটলা মানে আজগুবি চিন্তা। শিংও আছে কন কি? এইডা ভয়ংকর একটা বলগ তাইলে। আপনে দেখলে ছবি দিয়েন।
বনলতা সেন
বড়দের থেকে শিক্ষা নেয়াই ভাল।আমিও খুঁজছি সঞ্চালককে। জানতে পারলে ভালই হত।
আবির
আমি জানি না আপনি জানলে জানাইয়েন।
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহা মজা পেলাম খুব।
আবির
মজা পাইছেন, একটি সহানুভূতি দেখাইলে কি হতো ?
স্বপ্ন
:D) :D) (y) (y) ইমোদিয়ে মন্তব্য করলাম :D)
আবির
আমিও
প্রজন্ম ৭১
হা হা হা হা হা , খুবই মজাদার হয়েছে।
আবির
ধইন্যবাদ।