দুরন্ত শৈশবে যখন দেখেছি ঝড়ের উদ্দাম নৃত্য
আমিও স্বপ্ন এঁকেছি একদিন হবো মাতন্ড
অবিনাশী সুরে বাঁজাবো প্রেমের অগ্নিবীণা
শতাব্দী ভেঙ্গে এগিয়ে যাবো শতাব্দীর পথে
অবারিত প্রেম যেখানে খেলবে গোল্লাছুট
কানামাছি-দাঁড়িয়াবাঁধা আমি করেছি অস্বীকার
জীবনের পথ হবে গতির সীমানা পেরিয়ে অসীম
অযুত-লক্ষ-নিযুত-কোটি স্বপ্ন যেখানে দুরত্ব অশ্ব
বিহঙ্গ কলকাকলি মুখরিত হবে জীবনের ক্যানভাস
এমন স্বপ্নে বেঁধেছি আমি আমার বক্ষ পিঞ্জর
হারানোর মাঝে প্রান্তি আমার হারানোর কিছু নাই ।
১২টি মন্তব্য
খসড়া
এমন স্বপ্নে বেঁধেছি আমি আমার বক্ষ পিঞ্জর
হারানোর মাঝে প্রান্তি আমার হারানোর কিছু নাই —– চমতকার।
রকিব লিখন
আপনার চমৎকার কথাটি আমার লেখার গতি আরো বাড়িয়ে দিবে।। আপনাকে আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ।।
আদিব আদ্নান
বাহ্ সুন্দর , আপনার প্রথম লেখাটিই ভাল লেগে গেল ।
আপনি শতাব্দী ভেঙ্গে এগিয়ে যেতে পারবেন ।
রকিব লিখন
আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা।। আমাকে উৎসাহ দেওয়ার জন্য।।
লীলাবতী
স্বপ্ন পুরন হোক । ভালো লেগেছে ।
রকিব লিখন
আমার স্বপ্ন কখনও পূরণ হয় না।।
ছাইরাছ হেলাল
হারানোর যার ভয় নেই এমন বিরল মানুষই আমরা চাই ।
সোনেলায় স্বাগত আপনি ।
রকিব লিখন
আমাকে সোনেলায় গ্রহণ করার জন্য আন্তরিক অভিবাদন।।
নিশিথের নিশাচর
আমার হারানোর মত আর কিছু নেই।
তার আবার হারানোর কিসের ভয়।
হারানোর মাঝে প্রাপ্তি আমার হারানোর কিছু নাই ।
রকিব লিখন
আমার প্রথম লেখায় আপনার মূল্যবান কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ।।
ব্লগার সজীব
স্বপ্ন দেখতেই থাকুন ভাই -{@ (y)
রকিব লিখন
স্বপ্ন আসে স্বপ্ন যায় আমার দিকে না তাকায়।। ;(