
“ আজকের সকালটা অপূর্ব। বুকের ভেতর বিরাজ করছে আত্ববিশ্বাস, আমি পারবো, আমি পারি। পূর্ব দিগন্তে জেগে ওঠা ভোরের সূর্যের মতো আমারও ভেতরটা জেগে উঠতে শুরু করেছে অপার বিস্ময়ে”— কথাগুলি আমার নয়!! তিনি একজন, যিনি সকালের মতো মোলায়েম, সুন্দর, নিভৃতচারিণী।
যাঁর কথা- “ স্বল্প জীবনে কাউকে কষ্ট না দেই, অপমান না করি, অহংকার, লোভ, হিংসা ত্যাগ করি।” আমি তাকে আমার পোষ্টে সমালোচনা করতে বলেছিলাম। তিনি বলেছেন- এ তার কম্য নয়। তিনি এতোটা সময় পার করেছেন সবার শুভ কামনায়।
সোনেলায় তাঁর প্রথম পোষ্ট “ স্বপ্নের দার” এবং তিনি নিবন্ধন করেছেন- ১ বছর ৭ মাস ২৫ দিন আগে, পোষ্ট লিখেছেন- ২০২টি, মন্তব্য করেছেন- ৭২৭৬ টি, পেয়েছেন- ৫৩৬৫ টি। তাঁর লেখা এবং মন্তব্যই বলে দেয় সোনেলায় তাঁর বিচরন কতটা সাবলীল।
অথচ মানুষটির নেই কোন হইচই, নেই আত্নম্ভরীতা, নেই অভিযোগ কিংবা অনুযোগ। তিনি আমাদের সোনেলা ব্লগ ফেসবুক গ্রুপের সম্মানিত এডমিন, একজন স্বল্পভাষিনী, ভোরের সূর্যের মতো স্নিগ্ধ এবং সবার অতি প্রিয় ব্লগার “ সূপর্ণা ফাল্গুনী”।
তিনি কবিতা লিখতে পছন্দ করেন। তাঁর লেখায় প্রেম, বিরহ, আবেগ সবটাই রয়েছে। তবে আমি যতগুলো গদ্য পড়েছি অসাধারণ তার ভাষাবোধ। আমি তো অবাকই হই লেখা পড়ে। কারন তিনি সর্বশেষ লিখেছেন ‘সাইবার বুলিং’ নিয়ে যা অতি গুরুত্বপূর্ণ ও সুন্দর।
তাঁর জন্য আজকের আমার এ লেখা অতি নগন্য। আমি এক ‘সাহসীকার’ জন্য ছোট্ট সাহসী পদক্ষেপ নিয়েছি মাত্র। কারণ যাই বলি বা লিখি খুবই কম হবে। তিনি সবসময়ই ভালো খারাপ যে কোন লেখা এবং আমাদের সবার লেখার অনূপ্রেরণাদাত্রী।
সোনেলা পরিবার, সকল উপদেষ্টা, এডমিন, মডারেটর ও ব্লগারদের পক্ষ থেকে এই জ্বলজ্বলে স্টারকে দুইশত পোষ্ট এর মাইল ফলক পেড়িয়ে যাবার জন্য জানাই অপার ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা ও তাঁর মতোই স্নিগ্ধ ফুলেল শুভেচ্ছা!!!
ছবি- চুরি করা( সূপর্না ফাল্গুনীর ওয়াল থেকে)।
৩৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সত্যি বলছেন তো!!
আমার তো বিশ্বাস হতেই চায় না, ক্যামনে এত এত লেখা লেখে!!
অনেক অনেক শুভেচ্ছা তাঁকে। আমি তার পাঠক হতে পেরে আনন্দিত হচ্ছি।
আপনাকে ধন্যবাদ, এমন করে আমাদের জানানোর জন্য।
রোকসানা খন্দকার রুকু
ঘটনা তিন সত্যই। চুপিসারে সাংঘাতিক ঘাতক।
ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
নিজে তো হাজারের ঘর ছুঁই ছুঁই করছেন, শুধু চোখের সমস্যার কারনে বাধাগ্রস্ত হচ্ছে হাজারি শুভেচ্ছা বার্তা। তাড়াতাড়ি কোর্স শেষ করুন আমরা একটু মিষ্টি মন্ডাই খাই। এ আমার পরম পাওয়া যে আপনি নিজেকে আমার পাঠক ভেবে আনন্দিত হচ্ছেন। প্রথম থেকে আজ অবধি আপনার অনুপ্রেরণা ও আশীর্বাদে সিক্ত হয়েছি। ধন্যবাদ দিলে কম দেয়া হবে । অতুলনীয়, অসাধারণ সে প্রাপ্তি। ভালো থাকুন নিরাপদে থাকুন। অফুরন্ত শুভকামনা রইলো
সুপর্ণা ফাল্গুনী
ওরে বাফরে এতো বিশাল চমক! রম্য আফা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ও ধন্যবাদ। কৃতজ্ঞতার শেষ নেই। এভাবে আমাকে এতোটা সম্মান দেয়ায় অভিভূত, আনন্দিত । সত্যিই কি এতোটা ভালোবাসা পাবার যোগ্য? তাহলেতো আমার ঠিকানায় উপহার চলে আসার কথা , তাতো আসলো না 😭😭😭😭😭😭😭😭😭😭😭। আপু শুভেচ্ছা পোস্টের জন্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি আবারো। ভালো থাকুন নিরাপদে থাকুন। পরের বার শুভেচ্ছা পোস্টের সাথে সুন্দর সুন্দর গিফট চাই তানা হলে ……….কি যে করুম আমি নিজেও জানিনা।
রোকসানা খন্দকার রুকু
যাই থানায় একটা জিডি দিয়া আসি। খুনখারাপীর আলামত পাওয়া যাচ্ছে।
সুপর্ণা ফাল্গুনী
হয় হয় কড়া একখান মামলা করা লাগবে এক নামের বানান ভুল, দুই গিফট না দেয়ায়, তিন ছবি চুরি করার অপরাধে। অপরাধ তো অপরাধ ই তাইনা আপু? ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম ❤️❤️❤️❤️❤️
রোকসানা খন্দকার রুকু
আমার ফেরেন আছে ‘ উৎপলা ফাল্গুণী’ ম্যাজিস্ট্রেট। বাইর হইতে সময় লাগবে না। বানান সারাজীবন ভুলই চলবে।
সুপর্ণা ফাল্গুনী
কঠোর শাটডাউন দিয়ে ফেরেন এর পথ আগলে দেয়া হবে। 😂😂😂। ভালো থাকুন নিরাপদে থাকুন
সুরাইয়া পারভীন
অনেক অনেক শুভেচ্ছা রইলো দিদিভাই। এই দুইশত পোস্ট যেনো দুই হাজারে পৌঁছে যায় সেই কামনা রইলো। ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিমা আক্তার
অনেক অনেক শুভকামনা কবি সুপর্ণা ফাল্গুনী দিদি। দিদির কবিতার শব্দ চয়ন, ভাষা শৈলী মনমুগ্ধ কর। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু
তৌহিদুল ইসলাম
ব্লগার সুপর্ণা ফাল্গুনী সোনেলায় নিজের জায়গা করে নিয়েছেন তার লেখার মাধ্যমেই। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুব তাড়াতাড়ি ট্রিপল সেঞ্চুরি করুন এটাই চাই।
আপনাকেও ধন্যবাদ চমৎকার শুভেচ্ছা পোষ্ট লেখার জন্য।
শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়ায় রাখবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রেজওয়ানা কবির
অসাধারণ এত অল্প সময়ে এত্তগুলা লেখা সত্যি অবাক করার মত। শুভেচ্ছা এবং অভিনন্দন ফাল্গুনী আপুকে। এভাবে এত মিষ্টি করে মন্তব্যে সবসময় আমার মনটা ভরে যায়। আরও অনেক সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম দিভাই।আর রুকু আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য । শুভকামনা দুজনের জন্য।
রোকসানা খন্দকার রুকু
জী আপনিও লিখতে বসে যান আর আমরাও শুভেচ্ছা পোষ্টে তৈরি। শুভ কামনা আপনার জন্যও
সুপর্ণা ফাল্গুনী
আপনিও অনেক মিষ্টি করে মন্তব্য করেন। অসংখ্য ধন্যবাদ আপু। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
আরজু মুক্তা
দিদিকে অভিনন্দন ২০০ পোস্টের জন্য।🌹🌹
আর আপানাকেও শুভেচ্ছা সুন্দর করে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও ধন্যবাদ অনেক অনেক।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
সাবিনা ইয়াসমিন
এক বছর সাত মাসে দুই শত পোস্ট!!
অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!
অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শান্ত স্নিগ্ধ প্রশংসনীয় ব্লগার সুপর্ণা ফাল্গুনীকে।
তিনি একজন সম্মৃদ্ধ কবি, এবং সর্বপরি তিনি সোনেলার অপরিহার্য ব্লগার। দুইশত পোস্টের মাইলফলক ছোঁয়া তার সাফল্যকে অভিবাদন জানাই, তিনি দ্রুত এই সংখ্যাকে বাড়িয়ে তুলবেন এটাই প্রত্যাশা করি ❤️❤️
সুন্দর উপস্থাপনায় চমৎকার একটি শুভেচ্ছা পোস্ট দিয়ে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য আপনাকেও ধন্যবাদ রুকু ম্যাডাম। ভালো থাকুন দুজনেই।
শুভ কামনা অবারিত 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপনাকেও। দিদির জন্য আরো চমৎকার কিছু হওয়া উচিত ছিলো।
সুপর্ণা ফাল্গুনী
আপু প্রথম থেকেই আপনার অনুপ্রেরণা ও আশীর্বাদ পেয়েছি। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
মনির হোসেন মমি
আমাদের সবার প্রিয় ব্লগার সুপর্না ফাল্গুনী আপুর প্রায় সবগুলো লেখাই নিজস্ব সরল মনের ভাবার্থ কখনো কবিতায় কখনো গদ্যে প্রকাশ করেছেন।নারী প্রেম বিরহ রাষ্ট্রীয় অসংগতি সামাজিক দায়বদ্ধতা জীবনের সব বিষয় তার লেখায় দেখতে পাই যা ভাষার নান্দনিক কারুকার্যে অত্যান্ত সুন্দর ভাবে তুলে ধরেন।
দুইশততম পোষ্ট মাত্র এক বছর সাত মাসে ।।অভিনন্দন এবং শুভ কামনা অবিরত।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অনুপ্রেরণায় এতো দূর আসতে পেরেছি, সোনেলার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
লগার সুপর্ণা ফাল্গুনী সোনেলায় তাঁর স্থান তাঁর লেখার জাদুকরিতেই উজ্জ্বলমান। তাঁর অনেক কবিতায় আমি নিজেই লেখা খুজে পেয়েছি। ২০০ পোষ্ট তাঁর জন্য অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। আরও সুন্দর সুন্দর লেখা পাব ইনশা আল্লাহ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনাদের এমন অনুপ্রেরণা আর আশীর্বাদে এখন পর্যন্ত সোনেলার সাথে থাকতে পেরেছি । পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর
মোঃ মজিবর রহমান
ইনশা আল্লাহ সঙ্গে আছি।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
জিসান শা ইকরাম
নিভৃতচারিণী, শান্ত ব্লগার সুপর্ণা ফাল্গুণী,
লেখা নিয়ে তার তেমন কোনো উচ্ছাস নেই, অহমিকা নেই।
নিজে যেমন লেখেন, সবার পোষ্টে মন্তব্য দিয়ে উৎসাহ যোগানে তার তুলনা নেই।
কবিতায় স্বাচ্ছন্দ তিনি। তবে তার শেষ সাইবার বুলিং নিয়ে লেখায় তিনি নিজের স্বরূপকে চিনিয়েছেন।
দুইশত পোষ্ট হয়ে গেলো তার!
এই তো সেদিন মাত্র এলো সোনেলায় মনে হয়।
অতি দ্রুত ট্রিপল সেঞ্চুরী পোষ্ট চাই এবার।
দুইশত পোষ্টের মাইল ফলক স্পর্শ করার জন্য সুপর্ণা ফাল্গুণীকে অনেক অনেক শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
দাদাভাই এর সম্পূর্ণ কৃতিত্ব আপনার। আপনি শিখিয়েছেন, পথ দেখিয়েছেন, অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন, ব্লগের প্রতিটি বাঁক দেখিয়েছেন, আদায় করে নিয়েছেন। ব্লগ নিয়ে আমার বিন্দুমাত্র জানাশোনা ছিল না। সেখান থেকে আজ আমি এই পর্যন্ত এসেছি আপনাদের সবার অনুপ্রেরণায়, ভালোবাসা আর আশীর্বাদে। সোনেলার সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
জিসান শা ইকরাম
সহ ব্লগারকে নিয়ে এত সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ @রোকসানা খন্দকার রুকু।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
আমিও অবাক হয়েছি কখন এ ঘটনা ঘটাইলো। ধন্যবাদ ও শুভকামনা দাদা। ভালো থাকবেন সবসময়!!!