
দাও দু’চরণ প্রভু!
থাক না যতোই পাপ কালিমা
মুক্ত করে তবু!
নয় কি তোমার দাস?
ক্যান তবে তার করবে তুমি
বাঞ্ছা যা বিনাশ?
অধম ভেবে রোজ যদি দাও
বক্ষে দুখের ভার,
আসবে জানি হার,
নয় তবে কি সবার তরে
মাগফেরাতের দ্বার?
গন্ধ বা গাদ হতেই পারে
থাকলে জেগে জল,
হোক হয়ে অতল,
তাই বলে কি বন্ধ করো
আষাঢ় মাসের ঢল?
মাফ করে দাও তুমি!
নয় কে তোমার দাস গো প্রভু
আঁধার গেলে চুমি??
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
অনুশোচনায় তারে মিলে।
সুনদর।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
অবশ্যই আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিবেন। সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতি কবি দা
বোরহানুল ইসলাম লিটন
হার্দিক ধন্যবাদ জানবেন কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
সুন্দর প্রার্থনা আল্লাহ সবাইকে ক্ষমা ও সুস্থ রাখুক।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
ভালো থাকি সবাই।
সুপর্ণা ফাল্গুনী
প্রার্থনায় মনের শান্তি মিলুক। ঈশ্বর সহায় হোন সবার । অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
নার্গিস রশিদ
চমৎকার অনুভূতি । ভালো লাগলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।