চেনা পাখির ঠোঁটে কথার নূপুর,
সীমাহীন মধু-গুঞ্জনের শৌখিন স্বস্তিতে;
কে তুমি রাত্রিবিলাসিনী হিজাবের অন্তরালে!
জেগে ওঠে রাত্রি কড়া নাড়া শব্দে, ঘুম-চোখে,
জ্যান্ত মানুষের কঙ্কাল হাতে, কে তুমি?
কোথা যাও? এখানেই বা এলে কী করে?
কী!! নীলকান্ত মেঘের খোঁজে? এই রাতের ঝুম অন্ধকারে?
আকাশী জাহাজের তুমুল দাপটে দীর্ণ হয়েছে সে, সেই কবে!
অন্ধকারে কল্পনার নীলাকাশ!! নীল ফুলের রোশনাই!!
দারুণ দাক্ষিণ্যে পেলেও পেতে পার, পাবেই এমনতো কথা নেই;
৪০টি মন্তব্য
লীলাবতী
চেনা মানুষকে আরো চিনতে হবে? নারীকে চেনা অত সহজ নয়, দেবতারাই পারেননি 🙂 এত সহজ করে আপনি লিখছেন! গানটি তো খুবই সুন্দর। গান যে লেখার একটি শক্তিশালী অংশ হতে পারে আপনি তা আগেও বুঝিয়ে দিয়েছেন।
ছাইরাছ হেলাল
গান নিয়ে আপনার দারুণ পোষ্ট ভুলে যাওয়া সহজ নয়,
একটি বিষয়ে দেবতাদের খাবি খেতে দেখলে ভালোই লাগে,
হ্যা, একটু সহজে বলার চেষ্টা করেছি মাত্র,
নীলাঞ্জনা নীলা
আলো-ছায়ার ভেতর অশরিরী নয়তো! ;?
আজই জানলাম আপনার লেখা থেকে যে, অশরিরীও ভালোবাসতে জানে।
গানটা এই প্রথম শুনলাম। মন ছোঁয়ার মতোই। (y)
ছাইরাছ হেলাল
আশরিরী বলে তাদের সাধ আহ্লাদ থাকবে না এ কেমন কথা!
প্রথমবার শুনেই গানটি আমার খুব পছন্দ হয়েছে,
তাই সবার সাথেই শুনলাম।
নীলাঞ্জনা নীলা
ঠিক কথা! অশরিরী বলে অবশ্যই সাধ-আহ্লাদ থাকবে।
হুম গানখানা আসলেই ভালো লেগেছে।
ছাইরাছ হেলাল
সাধ-আহ্লাদ থাকুক।
ইঞ্জা
বাহ, দারুণ কাব্য। (y)
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ ভাই,
ইঞ্জা
-{@ (3
ছাইরাছ হেলাল
হুম, বুঝলাম,
চাটিগাঁ থেকে বাহার
অনেক সুন্দর লিখেছেন। ভাল লেগেছে।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, ভাল থাকবেন অনেক,
শুন্য শুন্যালয়
দারুন ব্যাপারতো, এই গান খুঁজে পেলেন কোথায়? ইশ্ আগে জানলে আমার লেখাতেই নিয়ে যেতাম, “এমন একটা পাখির ডানা আমার কাছে জমা আছে” আহহা আপনিতো দেখছি তাহলে মানবপাখি 😀 প্রথম শুনলাম গানটা, বেশ লাগলো।
ঘুমের মানুষকে এমন করে জাগিয়ে দিয়ে নীল খুঁজছেন? নীল যে রাত্রিতে কালো দেখায় তা কী কবিকে কেউ বলে দেয়নি? আহারে কত সহজ ব্যাপারও কবির অজানা থাকলো।
কথা হচ্ছে, নীলাকাশ আর নীল ফুলের রোশনাই খুঁজতে খুঁজতে কবি হাড্ডি কংকালসার হয়ে গেছে? পেলে জানিয়েন কিন্তু।
যদিও পাবেন এমন কোন কথা নেই।
লীলাবতীর সাথে একমত, গান যে লেখার শক্তিশালী অংশ হতে পারে, তা আমরা আগেও দেখেছি, কিন্তু এটা যেন সেই হইছে। দারুন জিরাফ ভাউ।
ছাইরাছ হেলাল
আপনাদের দেখাদেখি একটু ভালোলাগা গান দিলাম, আপনি গেয়ে শোনালে
এর থেকেও বেশি ভাল লাগত,
উহ, এখনই পাখি-পুখি বললে হবে না, আরও পাখি জমা আছে, দিয়ে দেব কোন এক সময়,
ভাই, ব্যাপার খানা সহজ হলে আর এভাবে রাত-বিরাতে কঙ্কাল(হেরিকেন) নিয়ে হাতড়ে খুঁজে বেড়াতে হতো না,
কত্ত কিছুই তো অজানা,
তাছাড়া আমার হয়ে আপনি একটু খুঁজে দিলে মন্দ হয় না, যদিও পাবেন না, তা জানাই আছে,
শুন্য শুন্যালয়
কঙ্কাল মানে হেরিকেন? (অবাক হইবার ইমো হইবে), কত্তো কিছু মানে আমার তো দেখি সবকিছুই এখনো অজানা, দেখি অই বাড়িত গিয়া কিছু জানতে পারি কিনা।
আমি গেয়ে শোনালে, পাখি পুখি বেবাকই জমা হবে, মানুষ পালাবে।
ও আপনি পাখি জমান বুঝি?
কি যেন খুঁজে দেব? নীল ফুল? শ্রেক দেখেছেন? শ্রেকের গাঁধা তো নীল ফুল লাল কাঁটার মতো কঠিন জিনিস খুঁজে বের করে এনেছিল, সেই ফুলের নাকি কি জানি কবিরাজি গুনই আছে, কিন্তু আমি যে কই পাই, দেখি একটা কঙ্কাল দেন দেখি, লাল রঙ করা।
ছাইরাছ হেলাল
একটুও দেরি করবেন না যেন, দ্রুত সেথায় গমন করুন রথে চেপে,
আপনার গান শুনে মানুষ পালাক সেটাই চাই, পাখিরাই শুনুক, পাখি হয়ে (সেজে) হাজির হয়ে যাব।
নাহ, পাখি সবাই জমাতে পারেনা, ভুলে দু’একটা উড়ে-ফুড়ে চলে আসে ভুল করে,
হাজির হয়ে যাবে যে কোন সময়,
রক্ষে করুন, কঙ্কাল যে রংয়ের ই হোক, খুব ডরাই, দাক্তাররা কঙ্কাল পোষক হয় শুনেছি!!
শ্রেক দেখিনি ভাই!
ইলিয়াস মাসুদ
অনেক দিন এত সুন্দর নতুন গান শুনিনাই, খুব ভাল লাগলো
জ্যান্ত মানুষের কংকাল নিয়ে কে তুমি ?? এ দেখি জ্যান্ত মানুষেরও কংকাল বানায় ফেলে, সাবধান তার থেকে
ছাইরাছ হেলাল
ভূত-প্রেত থেকে সাবধানে থাকাই ভাল, কখন আবার ঘাড় মটকে দেয়,
গানটি আমার খুব ই পছন্দের।
রিমি রুম্মান
বেশ তো গানটা ! গান এবং লেখা … চমৎকার আইডিয়া পেলাম।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ,
আপনার আইডিয়ার অভাব হওয়ার কোন সুযোগ ই নেই,
গানটি আসলেই সুন্দর।
মৌনতা রিতু
আমি যাব নীলকান্ত মেঘের কাছে।
গানটা এই প্রথম শুনলাম। শেয়ার দিলাম।
ধন্যবাদ এতো সুন্দর একটা গান শেয়ার করার জন্য।
ছাইরাছ হেলাল
নীলকান্ত মেঘ!! আপনার সাহস আছে বলতেই হচ্ছে,
শুনুন গানটি, শেয়ার করার মতই,
প্রজন্ম ৭১
হুম বুঝলাম, মানুষ যখন পাওয়া গেছে থাকুক না সে হিজাবের অন্তরালে, পরিপূর্ন ভাবে পাওয়া যাবেই। আরো নির্দিষ্ট হয়েছে সে রাত্রি হয়ে। নীলকান্ত মেঘের খোঁজ পেলে তো!
ছাইরাছ হেলাল
নীলকান্ত মেঘ পাক বা না পাক, খোঁজা-খুঁজি চালু থাকবে।
আবু খায়ের আনিছ
পাবেই এমনতো কথা নেই; না পাওয়া থাকুক কিছু।
ছাইরাছ হেলাল
কিছু না পাওয়া আমাদের বহন করতেই হয়, আমরা তা করিও,
মোঃ মজিবর রহমান
চমৎকার লেখনি খুব ভাল লাগলো।
ছাইরাছ হেলাল
আচ্ছা, ধন্যবাদ,
মোঃ মজিবর রহমান
আপনাকেও ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আচ্ছা।
লীলাবতী
দাক্ষিন্য আসলেই ভাল হয়েছে 🙂 এতদিন পরে জলের মত স্বচ্ছ একখান একান্ত অনুভুতি পেলাম 🙂
ছাইরাছ হেলাল
আহারে, আমি যা লিখি তাই ই তো কর্দমাক্ত থাকে,
আপনি স্বচ্ছতা কী ভাবে পেলেন কে জানে! তবুও পেয়েছেন এটাই অনেক।
দাক্ষিণ্যের অনেক দায়!
মিষ্টি জিন
হিজাবের অন্তরালে রাত্রি বিলাসি এসেছে কংকাল হাতে..,জীন, ভূত ,ভূতনী এতো আমার ডিপাটমেনট ., আপনার কাছে গেলো কেমন করে? :D)
. নীলকান্ত মনি শুনেছি কিন্তু নীলকান্ত মেঘ এই প্রথম শুনলাম। 😀 কবিদের ব্যাপার স্যাপার আমার বোঝা কম্ম নয়।
তবে অন্ধকারের কাঁছে সব রং ই কালো।
ভাললাগা রইলো।
ছাইরাছ হেলাল
আপনি প্রেত সাধক!!
এদের পাঠিয়ে আমাদের ভয়-টয় দেখাচ্ছেন বুঝি!
কবিদের দেখলেই কিন্তু হাসি, তাই তাদের কথা না বলাই ভাল।
আপনার মূল্যবান প্রেতানুভুতি নিয়ে আমাদের সাথে থাকুন,
প্রেতলেখাখানি দিয়ে দিন ত্বরায়,
মিষ্টি জিন
হা হা :D)
নামটাই তো জিন… ভয় পেয়েছেন বলে তো মনেহয় না।
লেখা লেখি ও মোর কম্ম নয়।
ছাইরাছ হেলাল
এদের নিয়ে আমারও কিছু কায়-কারবার আছে, তাই ডরাই না,
‘লেখা লেখি ও মোর কম্ম নয়’ এভাবে বলতে নাই, পাঠকের কথাও একটু ভাবুন।
শুরু করে দিন,
নাসির সারওয়ার
রাত্রিবিলাসিনীরা আবার হিজাব পরবে কেনো!!
বেশী আন্দারে যাওয়ন ঠিকনা। জ্যান্ত কঙ্কাল ঝাপটে ধরলে নীল আকাশ দেহন লাগবো না।
ছাইরাছ হেলাল
আপনার কাছে কি হিজাববিহীন হয়ে উঁকি দেয়!
সাবধান কিন্তু, অকালে প্রাণ নিয়ে টানা- হ্যাচরায় না পড়ে যান,
কঙ্কাল সবাইকে ধরে না, অবশ্য কুবি পেলে অন্য গপ্পো!
নাসির সারওয়ার
কুবি হয়েইতো মুশকিলে আছি।
সহজ সরল কিছু দেখলেও, কুবিতা এসে পেচগি লাগিয়ে দেয়।
ছাইরাছ হেলাল
সমস্যা নেই, আমরা তো আমরাই সিস্টেমে সব ফকফকা!
একখানা কোবতে দিয়ে দিন, অবশ্য গিলিয়ে দিলেও সমস্যা নেই।