দংশিত বিবেক

রকিব লিখন ২৫ অক্টোবর ২০১৪, শনিবার, ১১:১৮:২৫অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

হৃদয় ঝলসানো কাব্য রোদন যেন মেঘলুপ্ত মার্তন্ড
অভিশপ্ত জীবনে তাই নিজেই নিজেকে দিয়েছি মৃত্যুদন্ড
মাটির মমতা রসে ভরা প্রস্ফুটিত ফুলের সুবাসে
নির্বোধ জীবন মোহে মূহ্যমান কাতর নির্ঘুম অভিলাষে
সুধা আর বিষের অবিরাম বর্ষণে ধর্ষিত বুকের পাঁজর
অভিমানী হৃদয় ভুলে গেছে স্বপ্নবুনা জড়িয়ে মৃত্যুর চাদর
উর্ধ্বপানে দৃষ্টি খাত হয় মসৃণ জমিনের পাটাতন
সসীমে খোঁজে মন নির্ঘুম রাতে অসীমের আয়তন
প্রেমের মূর্চ্ছনায় নীলাভ জ্যোৎস্না মেঘযানে ভাসে
আমার বিবেক দংশিত হয় অমরারথে মৃত্যুর কোরাসে।।

৪৭২জন ৪৭১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ