হৃদয় ঝলসানো কাব্য রোদন যেন মেঘলুপ্ত মার্তন্ড
অভিশপ্ত জীবনে তাই নিজেই নিজেকে দিয়েছি মৃত্যুদন্ড
মাটির মমতা রসে ভরা প্রস্ফুটিত ফুলের সুবাসে
নির্বোধ জীবন মোহে মূহ্যমান কাতর নির্ঘুম অভিলাষে
সুধা আর বিষের অবিরাম বর্ষণে ধর্ষিত বুকের পাঁজর
অভিমানী হৃদয় ভুলে গেছে স্বপ্নবুনা জড়িয়ে মৃত্যুর চাদর
উর্ধ্বপানে দৃষ্টি খাত হয় মসৃণ জমিনের পাটাতন
সসীমে খোঁজে মন নির্ঘুম রাতে অসীমের আয়তন
প্রেমের মূর্চ্ছনায় নীলাভ জ্যোৎস্না মেঘযানে ভাসে
আমার বিবেক দংশিত হয় অমরারথে মৃত্যুর কোরাসে।।
৬টি মন্তব্য
বন্য
একটু কঠিন হয়ে গেলো আমার জন্য। তবে শব্দের ঝংকারে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মত হয়ে ছিলাম, শুভেচ্ছা জানবেন কবি। শুভরাত্রি।
রকিব লিখন
আপনাকেও শুভেচ্ছা।। জীবন এতো জটিল যে সহজ কথায় কাব্য আর সাজানো যাচ্ছে না।। কবিতায় কমেন্টের জন্য ধন্যবাদ।। -{@
অলিভার
কঠিন শব্দে বেশ চমৎকার ভাব তুলে ধরেছেন। অন্যরকম ভালোলাগা কাজ করছিল পড়ার সময়।
শুভ কামনা জানবেন -{@
রকিব লিখন
আপনার প্রতিও রইল অফুরান ভালবাসা আর শুভেচ্ছা।। (3 -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রেমের মূর্চ্ছনায় নীলাভ জ্যোৎস্না মেঘযানে ভাসে
আমার বিবেক দংশিত হয় অমরারথে মৃত্যুর কোরাসে।। -{@
রকিব লিখন
অফুরান ধন্যবাদ।।