থমকে দাঁড়ানো বটগাছ

ছাইরাছ হেলাল ৩০ এপ্রিল ২০১৭, রবিবার, ১২:৫৩:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

গাঢ় নীল পাখিটি ডেকে যায়, ডেকে ডেকে থেমেও যায়, ক্লান্ত-দুপুর সতেজ রৌদ্রস্নানে তন্দ্রা-ছন্ন হয়,
ক্ষয়ে যাওয়া চারাগাছটি ঝিমোয়, এক সুটকেস ক্লান্তি হেলায় পড়ে রয়,

বিস্তৃতের পথ ধরে ঝাপসা চোখে কত কী ই না দেখি! সমাপ্ত সংলাপের বেশে দৃষ্টিহীনের দৃষ্টি নিয়ে থমকে দাঁড়াই ক্ষণকাল,
দু’চোখের বিপ্লবী ঝিলে চুপিসারে মাছরাঙ্গার ব্যস্ততা।
অপেক্ষা চাঁদের সঙ্কেতের, অপেক্ষা ঘাস-শিশিরের নগ্ন মিতালীর, ঝাঁক ঝাঁক অন্তহীনের পথ চেয়ে তুমুল নৈবদ্যের,
ঘুমের মসলিনেও অনিঃশেষ শুভেচ্ছা জানান দেয় স্বাতী অরুন্ধতী; অথচ কোকিল ডাকে-না ডাকে-নি বহুকাল!
আলাদার একাকীত্বে থমকে দাঁড়ানো একটি ঝুড়ি-হীন বটগাছ,

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ