জানিনা তুমি বিশ্বাস করবে কিনা
আর তুমিই বা বিশ্বাস করবে কিভাবে
আমিতো নিজেই বিশ্বাস করতে পারছি না,
বর্তমান যুগের ভালবাসা কি কখনো এমনটি হয়,
আর শুধু বর্তমান যুগেই বলছি কেন,
আদিযুগে কখনো কি এমনটি হয়েছিল?
হয়েছিল শুধু কল্প কাহিনীতে।
আমি বুঝতে পারছিনা কিভাবে এমন হল
মনে হয় তুমি আমার হাজার বছরের পরিচিত।
যখন তোমাকে কষ্ট দেই, তোমার উপর রাগকরি
অথবা তোমার বিরুদ্ধে কোন কথা শুনতে পাই
তখন মনে হয় কেউ যেন আমার কলিজায়
কাটা দিয়ে খুচ্রিয়ে খুচ্রিয়ে ক্ষত তৈরি করছে।
সারা শরীর আমার শীতল হয়ে আসে
হাতপা প্রচুর পরিমাণে কাঁপতে শুরু করে।
দাড়াতে পারিনা,হাত দিয়ে কিছু ধরতে পারিনা।
মাথা ঝিম মেরে আসে, ঠিক যেমনটি কেউ গলায় দড়ি দিয়ে
আত্মহত্যা করার সময় অনুভব করে,
মনে হয় আত্মাটা বোধহয় এক্ষুনি শরীর ত্যাগ করবে।
তারপর যখন আমার কাছে মনে হওয়া তোমার ওই
অমৃতের মত কণ্ঠ শুনতে পাই,তখন মনে হয় যেন আমি
সদ্য আমার জীবনটা ফিরে পেলাম।
—–সীমা সারমিন—–
২০-০৯-২০১৩ইং
রাত ৯.৩০
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভালোবাসা এমন ই আবেগময়।
আমার স্বপ্ন ও মনের কথা
হয়তো বা কিন্তু জীবন চলে যাবার মুহূর্তে যে কষ্টটা পায় এতটা কষ্ট ময় আমি কখনো দেখিনি।
খসড়া
🙂
আমার স্বপ্ন ও মনের কথা
;? বুঝতে পারলাম না ঠিক কি বলতে চাচ্ছেন…।
জিসান শা ইকরাম
আপনার সব লেখাগুলোই খুব সহজ এবং সরল আবেগের প্রকাশ
সুন্দর এবং শ্নিগ্ধ ভালোবাসার কথা বলে।
শুভকামনা ।
আমার স্বপ্ন ও মনের কথা
আপনাকে ধন্যবাদ
কাঊকে অনেক ভালোবাসি বোলেই হয়তো এগুলো লিখতে পেড়েছি । 🙂
আদিব আদ্নান
প্রকাশের সহজ ভঙ্গিটি আপনার লেখাটিকে ভিন্ন মাত্রা এনে দেয় ।
সুন্দর , আরও লিখুন ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ সাথে থাকার জন্য । (y)
বনলতা সেন
জীবন ফিরে পাওয়ার আনন্দ লেখায় পুরোপুরিই ফুটে উঠেছে ।
আমার স্বপ্ন ও মনের কথা
হ্যাঁ জীবন ফিরে পাওয়ার অনুভূতিটাই অন্য রকম ।
লীলাবতী
গভীর প্রেমে পরলে এমন হয় আপু :p
আমার স্বপ্ন ও মনের কথা
আমার জানা মতে কাঊকে তো আমনটি হতে শুনি নি বা দেখি নি। আপনারও এমন টি হয় বুঝি……।।
ব্লগার সজীব
অনুভুতির সুন্দর প্রকাশ (y)
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপনাকে।
কৃন্তনিকা
মনে হচ্ছে নিজের আসল অনুভূতি থেকে লেখা… -{@
আমার স্বপ্ন ও মনের কথা
হ্যাঁ একদম ঠিক ধরেছেন……………।। (3
প্রিন্স মাহমুদ
ভাল লেগেছে । লিখে যান
আমার স্বপ্ন ও মনের কথা
আমারও ভালোলেগেছে আপনার মন্তব্য দেয়ার জন্য।