
মধ্যরাতে নির্জনে পাশাপাশি দাঁড়িয়ে-
সমুদ্রের গর্জন শোনা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।
চাঁদনী রাতে মুখোমুখি বসে-
চাঁদের আলোয় ভিজা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।
ভোরের নিস্তব্ধতা ভেঙ্গে শিশির সিক্ত –
দূর্বাঘাসে পা রাখা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোকে ভালোবাসি।
মৃদু শিহরণ জাগা প্রত্যুষে সূর্যোদয়ের-
সৌন্দর্য্য অবলোকন করা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।
বিষন্ন ক্লান্ত উদাস দুপুরে ঘেমেঘেটে রান্না করে-
খাবার টেবিলে সাজিয়ে অপেক্ষা করা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।
গোধূলি লগ্নে কাঁধে মাথা রেখে-
রক্তিম সূর্যের টিপ কপালে আঁকা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।
ঘোর সন্ধ্যার ঘুটঘুটে অন্ধকারে জোনাকির-
আলোয় চোখে চোখ রাখা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।
২৩টি মন্তব্য
দালান জাহান
ভালোটা যারা বাসে তারা এভাবেই বাসে। শুধু দরকার পরে একটা পবিত্র হৃদয়ের। আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাটি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ত্রিস্তান
মাথামুণ্ডু যা মনে আসে তাই লিখে যায়…এতো এতো হবে না যদি তবে সেটা কেমন ভালোবাসা? ভালোবাসা ভরা যৌবনের খরস্রোতা প্রমত্তা নদীর মতো, ভালোবাসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মতো, ভালোবাসা উদ্গীরিত আগ্নেয়গিরির মতো বিলিয়ন ট্রিলিয়ন টন চাপ ভেদ করে যদি বিস্ফোরিত হতে না পারে তবে সেটা কেমন ভালোবাসা???
সুরাইয়া পারভীন
ভালোবাসা ভরা যৌবনের খরস্রোতা প্রমত্তা নদীর মতো, ভালোবাসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মতো, ভালোবাসা উদ্গীরিত আগ্নেয়গিরির মতো বিলিয়ন ট্রিলিয়ন টন চাপ ভেদ করে যদি বিস্ফোরিত হতে না পারে তবে সেটা কেমন ভালোবাসা???
বাপরে বাপ! কি তেজস্বী ভালোবাসা 😱😱😱
ত্রিস্তান
হ তাইতো। ভালোবাসা তো সেরকমই। তাই না?
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ উত্তাপময় ভালোবাসা। হবেনা জেনেও ভালোবাসা। ভালোবাসুন, যে যাই বলুক। ভালোবাসা ফিরে আসুক এই কামনা করি
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
অনবদ্য ভালোবাসার কবিতায় ভালো লাগা রেখে গেলাম ।
শুভকামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
এস.জেড বাবু
ভালোবাসার এ আর এক সংজ্ঞা-
ভালোবাসার জন্যই ভালোবাসা-
পবিত্রতম আবেগের বহিঃপ্রকাশ।
চমৎকার আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
ভালবাসার এ প্রতিদান
কেমনে দেব আপু ?
মেলে না উত্তর।
তবু হতে চাই না পর।
অসাধারণ ! শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
অসাধারণ ,পড়ে ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মাহবুবুল আলম
ভালোবাসা এমনই এতে চাওয়া পাওয়ার হিসেব মিলেনা। কবিতা ভাল লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সবসময়
রেহানা বীথি
না হোক কিছু, ভালোবাসা থাকবেই। খুব খুব ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়💓💓
নিতাই বাবু
ভালোবাসার ঊর্ধ্বে আর কিছুই নয় বলে জানি। ভালোবাসার জয় হোক! শ্রদ্ধেয় কবি দাদার জন্য শুভকামনা থাকলো।
সুরাইয়া পারভীন
দাদা আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
বন্যা লিপি
ধুর!! এতকিছু না পাওয়ার পরও ভালবাসি? তবে বাসেন। হঠাৎ চমকে দিয়ে একটা বেলি ফুলের মালা চাই আমার। কাঠখোট্টা বিরস বদনে নিদেন পক্ষে একটা কমদামী সুতির শাড়ি এনে হাতে দিয়ে বলবে,নাও, অনেক তো কষ্ট করছো ছেলে মেয়ের জন্য! এটা তোমার জন্য।
আপনি তো মহা দরদী প্রেমিকা!
দারুন!!
সুরাইয়া পারভীন
ওয়াও আপু
কী দরকার লিখেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো