
🌙 ও চাঁদ _তুই যে আজ নাই,
আকাশ লাগছে ফাঁকা,
ও জোছনা _তুই কি দেখিস নাই ?
আমার মনটা একা-একা !!!
তোকে নিয়ে লিখছি আজ শূন্যতার কবিতা,
প্লিজ _ মাঝরাতে একবার এসে দিয়ে যাস দেখা !!!
কাল তো জোনাকি ছিলো,
তোকে ছিলাম ভুলে !
সরি বলছি _ আর হবে না,
তোরে দেখবো তৃতীয় চক্ষু মেলে !!!
২২টি মন্তব্য
শাহরিন
সবাই এভাবে সময় মতো বুঝতে পারলে খুব ভালো হতো। পড়ে ভালো লেগেছে।
মোস্তাফিজুর খাঁন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । 💝
নিতাই বাবু
আশায় থাকতে হচ্ছে। আসুক সে তার নিজের ইচ্ছে।
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ,,, স্যার ।
নিতাই বাবু
স্যার নয়, দাদা। এতে আমি খুব খুশি থাকি।
মোস্তাফিজুর খাঁন
দাদা ।
নিতাই বাবু
অজস্র ধন্যবাদ। সাথে এক নদী ভালোবাসা। প্রার্থনায় শুভকামনা।
আরজু মুক্তা
আমাকে সাথে রাখবেন, আপনাদের সাথে? মাঝরাতের কবিতা শুনবো।
মোস্তাফিজুর খাঁন
আপু, মাঝ তো এটাই ! চলে আসেন । 🤗
আরজু মুক্তা
সত্যিই!!!
শুভকামনা
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, আপু ।
সাবিনা ইয়াসমিন
জ্বোনাকি পেয়ে চাঁদকে ভুলে যাওয়া ঠিক না। তৃতীয় নয়ন সব সময় খুলে রাখা ভালো।
ছোট্ট লেখা ভালো হয়েছে খুব ☺
মোস্তাফিজুর খাঁন
তাই তো “সরি” বললাম চাঁদকে ।
অসংখ্য ধন্যবাদ,,, আপু
ছাইরাছ হেলাল
সহজে সুন্দর কবিতা।
তৃতীয় নয়ন উপমা ভালো লেগেছে।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ,,, ভাইয়া 💗💖💕
মনির হোসেন মমি
কাল তো জোনাকি ছিলো,
তোকে ছিলাম ভুলে !
সরি বলছি _ আর হবে না,
তোরে দেখবো তৃতীয় চক্ষু মেলে !!!
খুব সুন্দর হয়েছে।
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ,,, ভাইয়া
সঞ্জয় মালাকার
তোকে নিয়ে লিখছি আজ শূন্যতার কবিতা,
খুব ভালো লাগছে দাদা,
অনেক অনেক শুভকামনা রইল।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ । দাদা
মোহাম্মদ দিদার
যাক শেষে নিজের ভুলটা বুঝতে পেরে।
অনুশোচনায় ভুগেছেন।
এটা জেনে হয়তো!
চাঁদ না এসে থাকতে পারবে না।
মন্ত্রমুগ্ধের মতো হলাম আপনার ছোট্ট লেখা টি পরে।
মোস্তাফিজুর খাঁন
ভালো যে লেগেছে, এটাই আমার অনেক বড় পাওয়া । আপনার এমন সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম,,, ভাই ।
মোহাম্মদ দিদার
ভালোবাসা রইলো প্রিয়