তুমি হতে পারতে-(২)

খেয়ালী মেয়ে ১ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ০৭:৪০:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

তুমি হতে পারতে—
আমার ছোট্ট স্বপ্নের পৃথিবীর বিশাল আকাশ
তপ্ত রোদে শীতল স্পর্শ বুলানো একটুখানি বাতাস…
তুমি হতে পারতে—
আমার গাল ফুলানো অভিমানের মিষ্টি কারণ
মাটির হাতে রিনিঝিনি শব্দে ভালবাসার প্রিয় কাকণ…

তুমি হতে পারতে—
আমার হৃদয়ের আঙিনায়, সোনালী ফসলের স্তুপ
আমার সবুজ চত্ত্বরে, হলদে পাখিটি নিশ্চুপ…
তুমি হতে পারতে—
আমার হৃদয় কাননে, ফুটে থাকা গোলাপ কলি
তুমি হতে পারতে______________

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)

৮০৭জন ৮০৬জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ