তুমি হতে পারতে—
আমার ছোট্ট স্বপ্নের পৃথিবীর বিশাল আকাশ
তপ্ত রোদে শীতল স্পর্শ বুলানো একটুখানি বাতাস…
তুমি হতে পারতে—
আমার গাল ফুলানো অভিমানের মিষ্টি কারণ
মাটির হাতে রিনিঝিনি শব্দে ভালবাসার প্রিয় কাকণ…
তুমি হতে পারতে—
আমার হৃদয়ের আঙিনায়, সোনালী ফসলের স্তুপ
আমার সবুজ চত্ত্বরে, হলদে পাখিটি নিশ্চুপ…
তুমি হতে পারতে—
আমার হৃদয় কাননে, ফুটে থাকা গোলাপ কলি
তুমি হতে পারতে______________
(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)
৪৩টি মন্তব্য
আবু জাকারিয়া
আপনার কাছে এলোমেলো মনে হলেও আমার কাছে সুন্দর আর গোছান একটা কবিতা মনে হয়েছে। মনযোগ দিয়ে পড়েছি ও বোঝার চেষ্টা করেছি। সত্যিই অস্বাধারন লেগেছে। তবে মাটির হাত বলতে কি বুঝান হয়েছে তা আমার কাছে একটু অস্পষ্ট লাগছে। খুব ভাল লাগল লেখাটা।
খেয়ালী মেয়ে
মানুষ তো মাটি দিয়ে তৈরি তাই মাটির হাত বলেছি, একটু ভিন্নতা আনার জন্য 🙂
ধন্যবাদ পড়ার এবং বোঝার চেষ্টা করার জন্য 🙂
জিসান শা ইকরাম
হতে পারেনি এটা আমাদের ভাগ্য
হয়ে গেলে এমন কবিতা আমাদের পড়া হতো না 🙂
ছোট,সুন্দর,আবেগ আর ছন্দ মেলানো কবিতা ভালো হয়েছে খুব।
খেয়ালী মেয়ে
জিসান ভাইয়া শুধু নিজেদের ভাগ্যটাই দেখলেন, আমার ভাগ্যের কথা একটুও ভাবলেন না 🙁
বাই দ্যা ওয়ে আমি কিন্তু শিখছি আপনাদের কাছ থেকেই 🙂
বনলতা সেন
হতে পারতে
চোখে লেগে থাকা ভোরের চাহুনি।
হয়ে আছ
একরাশ ভালোবাসার হাতছানি।
ভালোবাসার কবিতা লেখা শিখতে হবে। কত্ত সুন্দর।
খেয়ালী মেয়ে
বাহ!!!!দারুন লিখেছেন (y)
আমি মুগ্ধ -{@
স্মৃতির নদীগুলো এলোমেলো...
সুন্দর, ভালোলাগা রইলো।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ–
ব্লগার সজীব
আর কতদিন যে বুদ্দুটাকে লিখবেন আমাদের পরী আপু 🙁 ভালো লেগেছে আপু।
খেয়ালী মেয়ে
যতদিন না বুদ্ধুটা দৃশ্যমান হয়ে সামনে আসবে ততদিন লিখে যাবো 🙂
ব্লগার সজীব
আমাকে নিয়ে কেই এমন কবিতা লেখে না,আমার কেউ নেই,কেউ কথা রাখেনা 🙁
খেয়ালী মেয়ে
আমাকে নিয়েও কেউ লিখে না 🙁 তাই আমি নিজেই লিখা শুরু করলাম অদৃশ্য কেউ একজনকে ভেবে 🙂
ব্লগার সজীব
আমি কাকে নিয়ে লেখবো? সবাই আমাকে ছেড়ে চলে যায় 🙁 ব্লক করে 🙁
খেয়ালী মেয়ে
এফবিতে লেখা বাদ দিয়ে ব্লগে লিখেন–ব্লক মারার কোন সম্ভাবনা নেই 🙂
ব্লগার সজীব
আচ্ছা আপু,এখানেই তাহলে লেখি 🙂
খেয়ালী মেয়ে
শুরু করে দেন–অল দ্যা বেস্ট 🙂
ছাইরাছ হেলাল
মাত্র চার রকমের হলেই হবে?
হবে হবে,হলেই হয়ে যাবে।
মুগ্ধ করা মন্তব্য করতে সবাই পারে না।
খেয়ালী মেয়ে
আপনার করা মন্তব্যেও আমি মুগ্ধ -{@
নওশিন মিশু
চমৎকার একটি কবিতাকে কেন এলোমেলো ভাবনা বলেছেন ? ;?
খেয়ালী মেয়ে
ভাবনাগুলো তো সব এলোমেলো, কোথায় থেকে কোথায় যাই নিজেই বুঝি না, তাই আমার কাছে সব এলোমেলোই লাগে 🙂
প্রহেলিকা
এতো সুন্দর করে কিভাবে লেখেন, লেখাতেই একটি মিষ্টি মিষ্টি ভাব আছে কারণ লেখার মাঝে আছে আহবান, আর যাইহোক বিরহের লেখার চেয়ে অনেক ভালো।
কিন্তু আরো তাড়াতাড়ি দিতে হবে, এভাবে একেক পর্বের জন্য এতো বেশি অপেক্ষায় রাখা ঠিক না।
এর পরে সে আর কি কি হতে পারতো তা জানার জন্য চাতক চোখে তাকিয়েই থাকবো।
শুভেচ্ছা জানুন।
খেয়ালী মেয়ে
ইশশশশশ কিভাবে লিখতে হয় সেটা আমি শিখছি 🙂
পারি না যে খুব তাড়াতাড়ি কোন কিছু নিয়ে লিখতে তাই দেরি হয়ে যায় 🙁
চাতক চোখে কেউ আমার পঁচা লেখার জন্য তাকিয়ে আছে, জেনে আনন্দ লাগছে \|/
নুসরাত মৌরিন
আহা এত কিছু হতে পারবে জেনেও কেন কিছু সে হচ্ছে না!! 🙁
যাক,না হওয়া পর্যন্ত ভালই।
হয়ে গেলে তো আর আমরা এমন কবিতা পাবো না!! 😀
খেয়ালী মেয়ে
আমার কথা কেউ ভাবলো না ;( সবাই দেখি নিজের কথাটাই ভাবলো 🙁
লীলাবতী
কত কিছুই যে সে হতে পারতো,কিন্তু অভাগা টি কোথায়?আপু খুব সুন্দর কবিতা।
খেয়ালী মেয়ে
কোথায় আছে সে আমিও তো জানি না 🙁
অরণ্য
চিত্তটি দারুন রোম্যান্টিক! (y)
খেয়ালী মেয়ে
আপনি বড্ড দেরি করে বুঝলেন :p
শিশির কনা
খুব সুন্দর কবিতা আপু।কত আবেগ লেখায়।ভাবছি কপি করে কাউকে দেবো কিনা :p
খেয়ালী মেয়ে
হায় হায়!! এমন ভুল করতে যাবেন না, পরে দেখা যাবে উল্টোটাই হয়েছে 🙂
সীমান্ত উন্মাদ
সে হতে পারেনি এটা তার ব্যার্থতা। একান্ত ভাবনায় ভালোলাগা এবং শুভকামনা নিরন্তর
খেয়ালী মেয়ে
অনেক ধন্যবাদ 🙂
তামান্না
তুমি হতে পারতে-
আমার গাল ফুলানো অভিমানের মিষ্টি কারণ।
অনেক সুন্দর
খেয়ালী মেয়ে
ধন্যবাদ…
শিশির কনা
কত কি যে হতে পারতো সে!বড়ই অভাগা সে 🙂
খেয়ালী মেয়ে
সত্যি সে বড়ই অভাগা
খেয়ালী মেয়ে
সত্যি সে বড়ই অভাগা 🙁
শিশির কনা
আপু আসুন অভাগাদের ভুলে যাই 🙂
খেয়ালী মেয়ে
😮
শিশির কনা
কিভাবে ভুলি আপু? বুদ্ধি আছে কোনো? 🙁
খেয়ালী মেয়ে
এটা নিশ্চিত যে, যদি কখনো দুনিয়ার সব গাধাদের নামের লিস্ট করা হয় তাহলে আমার নাম সবার উপরে থাকবে………..বুদ্ধিহীনা মেয়ে আমি 🙁
নিশীথের নিশাচর
আমিও হতে পারতাম কিন্তুু তার আগেই সে বড়লোক পাত্র দেখে বিয়ে করে ফেলেছে 🙁
খেয়ালী মেয়ে
আহা!!! সমবেদনা রইলো আপনার জন্য 🙂