তুমি চাইলে ঝর্ণা ঝরতো

নিরব সাগর ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১০:৫৫:২৫পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

তোমাকে অনেক বার বলেছিলাম ,

আমি রাগী নয় একটু বেশি বিবাগী।

আমার কখনো কিছুতেই রাগ

হয় না,অভিমান হয় ।

তুমি চাইলে সব কিছুই ঠিক হয়ে যেত।

সেই ছোট অভিমান গুলো

তুমি ভাঙ্গালে না বলেই,

আসতে আসতে তাই; পাহাড়সম

হয়েগেল অভিমান ।

তুমি চাইলে তো,

সমতল জনবসতি গড়ে উঠতো।

আজ আমি শুধু একা একা দাঁড়িয়ে রই।

আকাশ ছোঁয়া স্বপ্ন গুলো,

 মেঘের ভিতর বুনি।

সেখানে বৃষ্টির জল হয়ে

মাটিতে নেমে আসে ।

তুমি চাইলে শুভ্রাকাশে জ্যোৎস্না ছড়াতো।

সব কিছুতেই আমি এখন

অনেকটা নিস্প্রাণ।

সময় আর অসময়, সব সময় সকলের

সাথে চলে আমার অভিমান ।

তুমি চাইলে খুনসুটির ঝর্ণা ঝরতো।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ