তোমাকে অনেক বার বলেছিলাম ,
আমি রাগী নয় একটু বেশি বিবাগী।
আমার কখনো কিছুতেই রাগ
হয় না,অভিমান হয় ।
তুমি চাইলে সব কিছুই ঠিক হয়ে যেত।
সেই ছোট অভিমান গুলো
তুমি ভাঙ্গালে না বলেই,
আসতে আসতে তাই; পাহাড়সম
হয়েগেল অভিমান ।
তুমি চাইলে তো,
সমতল জনবসতি গড়ে উঠতো।
আজ আমি শুধু একা একা দাঁড়িয়ে রই।
আকাশ ছোঁয়া স্বপ্ন গুলো,
মেঘের ভিতর বুনি।
সেখানে বৃষ্টির জল হয়ে
মাটিতে নেমে আসে ।
তুমি চাইলে শুভ্রাকাশে জ্যোৎস্না ছড়াতো।
সব কিছুতেই আমি এখন
অনেকটা নিস্প্রাণ।
সময় আর অসময়, সব সময় সকলের
সাথে চলে আমার অভিমান ।
তুমি চাইলে খুনসুটির ঝর্ণা ঝরতো।
১৪টি মন্তব্য
বন্যা লিপি
একটা তুমি। যত কল্পনা, অনুভূতির সবটুকু স্বপ্ন সাজানো। চাওয়া না চাওয়ার দ্বিধাদ্ন্দ্বে রয়ে যায় একাকীত্বের বোবা সময়।ঝর্ণা ঝরুক তুমিটার চাওয়ায়। শুভ কামনা।
নিরব সাগর
ভাঁটা পরেছে মনে,ঝর্ণা তো দূরের কথা শিশির পরে না এখন।
শুভ কামনা নিরন্তর
বন্যা লিপি
হা হা হা হা…… ভাটায় জোয়ার আসবেই সময় হলে। সময়ের অপেক্ষা মাত্র
নিরব সাগর
সব কিছুতেই এখন মরাকাটাল চলছে। হহাআহহাহাহ
ভাটির টানেই ছুটেছে সব।
রেজওয়ানা কবির
তুমি চাইলে খুনসুটির ঝর্ণা ঝরতো।কিন্তু তুমি চাওনি।তুমি চলে গেলে সময়কে কেড়ে নিয়ে শুধু রেখে গেলে আমার দুচোখে এক পশলা বৃষ্টি।শুভকামনা।
নিরব সাগর
তুমি চাইলে আর অনেক কিছুই হতো,
মেঘের সাথে উড়া, পাহাড় চূড়া ঘোরা।
শুভ কামনা রইলো প্রিয়
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লেখনশৈলী ।
সুন্দর
নিরব সাগর
ভালবাসা নিবেন প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
তুমি চাইলে ঝর্না ঝরতো, তুমি চাইলে পাহাড় নুয়ে পড়তো, তুমি চাইলে আকাশটা মাটিতে নেমে আসতো, তুমি চাইলে চাঁদ ঘরে এসে পরশ বুলাতো । শুভ কামনা রইলো আপনার জন্য। আশা করি সে ফিরে আসবে আপনার জীবনকে রাঙাতে সেই সাথে তাকেও রাঙাতে।
নিরব সাগর
আসবে না সে আর কোনদিন প্রিয়
আলমগীর সরকার লিটন
অভিমানগুলো বেশ রোমান্টিক কবি দা
নিরব সাগর
অভিমান গুলো অভিমানি হয় রোমান্টিক নয় প্রিয়।
আরজু মুক্তা
আজকাল ঝর্ণাটাও ভালো করে প্রবাহিত হয় না!
নিরব সাগর
ঝর্ণা গুলো কি তাদের বৈশিষ্ট্য বদলে ফেলেছে ?