তুমি এলে ফাগুনে

সাবিনা ইয়াসমিন ২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ০৮:১৫:০৩পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

ঘুমহীন এক রাতে মায়াবী চাঁদের জোছনায়
একেঁ ছিলাম আমার প্রিয়’র ছবি,
তোমার ছবি ।

তুমি এসেছো বসন্ত হয়ে এই ফাগুনে,
স্বপ্ন-সমুদ্র পাড়ি দিয়ে, আর-জনম জয় করে।
অথচ, তোমায় স্বপ্নে দেখবো বলেই বন্ধ রেখেছিলাম
সকল স্বপ্ন-দ্বার !

হৃদয়ে যে ছবি আঁকা ছিলো
সেই প্রতিবিম্ব নিয়েই এসে দাড়িয়েছো সম্মুখে,
যতকথা কথা বলার ছিলো,
তোমার আগমনে
সব ভাষা গেলো হারিয়ে।

তোমায় দেখার পর,
চমকে উঠা হৃদি-যন্ত্রটি যেনো থমকে গেলো
তিল-বিরতি নিয়ে জানান দিলো সে বন্ধ হয়ে যায়নি।

ভীরু হাওয়া নিরবতা ছিন্ন করে দমকা রূপে
হিস-হিসিয়ে ফিস-ফিস করে বলে গেলো
তারও প্রাণ আছে।

আর আমি ?
আকণ্ঠ-ডুবে গেলাম তোমার অথৈ প্রেম-সুধায়।

* বসন্তের অ- কবিতা *

১জন ১জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ