তুমি আসবে বলে

সঞ্জয় মালাকার ২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ০৯:৫৫:৫২পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

তুমি আসবে বলে প্রদীপ টা আজ
নিমু নিমু করে জ্বলছে,
তুমি আসবে বলে ফেরারী মন
প্রাণ ভরে আজ হাসছে।

তুমি আসবে বলে গল্প লিখেছি
স্বপ্ন রাঙ্গা আঁখি
তুমি আসবে বলে পথের প্রাণে
চেয়ে থাকি দীবা রাত্রি।

কখনো ভাবি’নি হবে এমন
তুমি হবে বিদেশিনী
ফুল গুলি আজ সুখিয়ে গেছে
তুমি আসনি-তুমি আসনি বলে।

তুমি আসবে কি না আসবে তুমি
জানিয়ে দিয় আমায়,
তুমি আসবে বলে আজও আমি পথ-
চেয়ে আছি তোমার অপেক্ষায়।

৯৭৭জন ৮৭৪জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ