কাঁচের গাড়ীতে চড়ে বাড়ী ফিরবো না
বোঝাই করা ফুলে ঢাকতে দেবোনা শরীর
আকাশ দেখবে না বন্ধ চোখ আমার
কিছুতেই আমার নিথর শরীরকে
তোমার কাছে নিতে দেবোনা ।
এ মনে তুমি নদী পেয়েছিলে ।
মনে পড়ে একদিন বলেছিলে ,
“ফুল , তোমার মন তো নদী ;
বয়েই চলে…
এঁকেবেঁকে কুল ভাঙ্গে আর ভাসিয়ে নিয়ে যায় ।”
যে নদীতে তুমি ডুবেছো বহুবার
কখনো চরা পড়তে দেখোনি
আকন্ঠ তৃষ্ণা মিটিয়েছো যে নদীর জলে
কি করে তোমাকে নিথর এই আমাকে দেখতে দেই বলো ?
যে চোখের লজ্জ্বা তোমার শান্ত স্থিরতাকে অশান্ত করতো
জ্বলে উঠতো আগুণ
পোড়াতে এবং পুড়তে
আস্ত একটি মেঘ কি করে ঢেকে দিতো চন্দ্রিমা
সে তো এই আণত চোখ অনুভব করেছে ।
কিছুতেই তাই কাঁচের গাড়ীতে বাড়ী ফিরবো না ।
নিথর শরীর নয় ,
তোমাকে আষাঢ়ের বাঁধ-ভাঙ্গা নদী-ই দেবো ।
হ্যামিল্টন , কানাডা
১২ নভেম্বর , ২০১৪ ইং
২৮টি মন্তব্য
নওশিন মিশু
আমার কোথাও ফিরতে ইচ্ছা হয়না…..
অভিমানী লেখা ….. 🙂
নীলাঞ্জনা নীলা
🙂 ধন্যবাদ মিশু -{@
রিমি রুম্মান
কিছুতেই তাই কাঁচের গাড়ীতে বাড়ী ফিরবো না__ কি জোরালো “না” ! সুন্দর
নীলাঞ্জনা নীলা
অনেক অনেক ধন্যবাদ……… রিমি রুম্মান -{@
ব্লগার সজীব
অনেক অনেক ভালো লাগা কবিতা (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ …………………সজীব
মামুন
অনেক দিন পরে খুব সুন্দর একটি লিখা পড়লাম।
একটু প্রগলভ হলাম… কিছু চিন্তার অবকাশ দিলো এই কবিতাটি।
শুভকামনা রইলো নিরন্তর… -{@
নীলাঞ্জনা নীলা
পড়ার জন্য ধন্যবাদ……… মামুন
ছাইরাছ হেলাল
কাচের গাড়িতে ফিরতে কেউ চায় না, কিন্তু ফিরতেই হয় উচ্ছলতা ছুড়ে ফেলে অনিচ্ছায়।
নীলাঞ্জনা নীলা
অনিচ্ছায় অনেক কিছুই করতে হয়,জীবন হয়ত এমনই।
খেয়ালী মেয়ে
কিছুতেই তাই কাঁচের গাড়ীতে বাড়ী ফিরবো না–এত্তো অভিমান?..
অনেক ভাল লিখেছেন (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ…………… খেয়ালী মেয়ে
কৃন্তনিকা
“যে নদীতে তুমি ডুবেছো বহুবার
কখনো চরা পড়তে দেখোনি
আকন্ঠ তৃষ্ণা মিটিয়েছো যে নদীর জলে
কি করে তোমাকে নিথর এই আমাকে দেখতে দেই বলো ?”
ভীষণ সুন্দর লাইনগুলো… (y)
নীলাঞ্জনা নীলা
আপনার প্রফাইল পিকচারে তাকিয়ে থাকি আমি…… কৃন্তনিকা
অরণ্য
“নিথর শরীর নয় ,
তোমাকে আষাঢ়ের বাঁধ-ভাঙ্গা নদী-ই দেবো ।”
দুবার পড়লাম। ভালো লাগলো। শেষ দুটি লাইনে একটা স্পার্ক্লিং আছে। দীর্ঘজীবি হোক এই অকৃপণ সত্ত্বাটি। ভালো থাকবেন।
নীলাঞ্জনা নীলা
আপনাকে ধন্যবাদ ……… অরণ্য
জিসান শা ইকরাম
অনেক ভালো লেগেছে।
নীলার অনেক ভালো লেখার মাঝে এটি একটি।
নীলাঞ্জনা নীলা
আমার কোনো লেখা তোমার কাছে খারাপ লেগেছে নানা? 🙂
লীলাবতী
মুগ্ধ পাঠ দিদি (y) -{@
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… লীলাবতী
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
িকছুেতই তাই কঁােচর গাড়ীেত বাড়ী িফরবা না । িনথর শরীর নয় , তামােক আষােঢ়র বঁাধ-ভাা নদী-ই দেবা । ভালো লেগেছে নীলাদি।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ …… মেঘ 🙂
হৃদয়ের স্পন্দন
যে নদীতে তুমি ডুবেছো বহুবার
কখনো চরা পড়তে দেখোনি
আকন্ঠ তৃষ্ণা মিটিয়েছো যে নদীর জলে
কি করে তোমাকে নিথর এই আমাকে দেখতে দেই বলো ?
আসলেই কি করে দিবো………
ভালো লিখেছেন শুভ কামনা জানবেন
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… স্পন্দন
সীমান্ত উন্মাদ
মন কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… সীমান্ত
শুন্য শুন্যালয়
অসম্ভব সুন্দর কবিতা আপু। এমন তীব্র ইচ্ছে পূরণ না হয়েই যাবেনা। শরীর নিথর হয়ে গেলেও যে চোখের নদীতে কেউ ডুবে আর যে জেগে উঠতে পারেনা। অনেক সুন্দর আপু।
নীলাঞ্জনা নীলা
কবিতার ভিতরে প্রবেশ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে……… শুন্য।