(১)
কতটা দেখেছ তুমি–কতটুকু উদ্ভাস যন্ত্রণায়
রাতের সেতার বাদক আনমনে যে সুর টেনে নেয় বুকে
জীবন বয়ে গেছে রাতের আঁধারে…তবুও কাঙ্ক্ষিত সে রাগ
ধরতে পারে নি সে তার বেহাগ আলাপে
স্ফটিক কক্ষের সাঁঝবাতি নিভে গেল
কাঁচ ঘনত্বে শুধু ফুটে ওঠা সে অভিমানী মুখ !
(২)
তুমিও পার নি–যাত্রা পথ মাঝ পথ থেকে
করেছ বিসর্জন ধূলি পায়ে
আড়মোড়া পোশাকের ভিতর থেকে
চিনে নিলাম যাকে,
নগ্নতায় সে একই একই মুদ্রিত সে রূপ !
(৩)
জন্ম আর মৃত্যুর মাঝখান যদি জীবন
অনন্ত তবে কি ?
শিকলে বাঁধা তবু অমাপ সময়
সে তো বুনে রাখা অনন্ত মাটির বিছানায়
তার মাঝে টানা সে শিকল
অবিকল অনন্তে চলে গেছে সে ধারাবহ…
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবিতাত্রয় পড়ে ভালো লাগায় মন ভরে গেলো দাদা
তাপসকিরণ রায়
পড়ে ভাল লাগলেই লেখার সার্থকতা–ধন্যবাদ।
ইকু
বাহ… অনেক ভালো লাগলো 🙂
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ ভাই !
মা মাটি দেশ
-{@ (y)
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ।
আগুন রঙের শিমুল
১ম ছবিটা না দিলে আরেকটু সুন্দর হইতো
তাপসকিরণ রায়
মন মত ছবি না পেয়ে এ মত আবস্থা–ধন্যবাদ আপনাকে।
কাজী সোহেল
চমৎকার @ তাপসকিরণ রায়
তাপসকিরণ রায়
মন্তব্য ভাল লাগল। ধন্যবাদ ।