তিনটি কবিতা–

তাপসকিরণ রায় ৭ জুলাই ২০১৪, সোমবার, ০৭:৩৭:৩৫অপরাহ্ন কবিতা, সাহিত্য ১০ মন্তব্য

(১)

কতটা দেখেছ তুমি–কতটুকু উদ্ভাস যন্ত্রণায়

রাতের সেতার বাদক আনমনে যে সুর টেনে নেয় বুকে

জীবন বয়ে গেছে রাতের আঁধারে…তবুও কাঙ্ক্ষিত সে রাগ

ধরতে পারে নি সে তার বেহাগ আলাপে

স্ফটিক কক্ষের সাঁঝবাতি নিভে গেল

কাঁচ ঘনত্বে শুধু ফুটে ওঠা সে অভিমানী মুখ !

(২)

তুমিও পার নি–যাত্রা পথ মাঝ পথ থেকে

করেছ বিসর্জন ধূলি পায়ে

আড়মোড়া পোশাকের ভিতর থেকে

চিনে নিলাম যাকে,

নগ্নতায় সে একই একই মুদ্রিত সে রূপ !

(৩)

জন্ম আর মৃত্যুর মাঝখান যদি জীবন

অনন্ত তবে কি ?

শিকলে বাঁধা তবু অমাপ সময়

সে তো বুনে রাখা অনন্ত মাটির বিছানায়

তার মাঝে টানা সে শিকল

অবিকল অনন্তে চলে গেছে সে ধারাবহ…

১জন ১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ