জানি, এ প্রশংসার যোগ্য আমি নই
তবুও, মিথ্যে ভালোলাগায় আপ্লুত হই
রোমাঞ্চকর এক সুখানুভূতিতে ডুবে থাকি
যতনে প্রশংসাসূচক শব্দগুলো আগলে রাখি।
জানি, এ অগাধ ভালবাসা আমার প্রাপ্য নয়
তবুও, ভেতরে মিথ্যে আবেগ অনুভূতির জন্ম হয়
শিরায় শিরায় বয়ে যাওয়া অনুভবের শিহরণ দেখি
বুকের উদ্যানে অপ্রতিরোধ্য এক ভাললাগার আবাদ করি।
খুব মন চায়___
নির্ঘুম ক্লান্তিহীন সহস্র রাত পেরিয়ে,
ভালোবাসার মায়ায় জড়িয়ে থাকা এই অধম
মৃত্যুদূতকে এবারের মত ফিরিয়ে দিয়ে বলি__
অনেক কাল বেঁচে থাকবার সাধ জাগে যে__!!
১৬টি মন্তব্য
লীলাবতী
খুব মন চায়___
নির্ঘুম ক্লান্তিহীন সহস্র রাত পেরিয়ে,
ভালোবাসার মায়ায় জড়িয়ে থাকা এই অধম
মৃত্যুদূতকে এবারের মত ফিরিয়ে দিয়ে বলি__
অনেক কাল বেঁচে থাকবার সাধ জাগে যে__!! — কান্না চলে আসলো আপু ।
রিমি রুম্মান
অনেক সময় আমরা যা নই, তার চেয়েও বেশী পাই চারপাশের মানুষগুলো থেকে। এদের ভালবাসা ছেড়ে যেতে হবে… ভাবতেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠে।
নীলকন্ঠ জয়
🙁 অনেক কাল বেঁচে থাকুন। দোয়া করি। -{@
রিমি রুম্মান
সবার দোয়া আর ভালবাসা বাঁচিয়ে রাখবে আমাকে অনন্তকাল…
খসড়া
বা ভালইতো লেখেন প্রশংসার দাবিতো রাখেই।
রিমি রুম্মান
আপনাদের উৎসাহে ভাল কিছু লেখার আকাঙ্ক্ষা জাগে মনে…
জিসান শা ইকরাম
অবশ্যই আপনার প্রাপ্য এসব
আপনি বিনয়ী তাই এভাবে বলছেন ।
ভালো লিখেছেন খুব ।
রিমি রুম্মান
পৃথিবী সুন্দর। মানুষগুলোর ভালবাসা আরও সুন্দর। অনেককাল বেঁচে থাকবার সাধ জাগে যে, ভাইয়া।
মোঃ মজিবর রহমান
সুন্দর আবেদন সৃষ্টি কর্তার নিকট।
সুমধুর জতনে চাওয়া ভালো লাগলো।
ভালো থাকুন।
রিমি রুম্মান
সৃষ্টিকর্তা মহান। তার কাছে আকুতি…
শিশির কনা
খুব ভালো লেগেছে আপু ।
রিমি রুম্মান
ধন্যবাদ, সাথে থাকবার জন্য। -{@
ছাইরাছ হেলাল
অনেক কাল নয় , অনন্ত কাল বেঁচে থাকতে চাই ।
রিমি রুম্মান
বেঁচে থাকা হোক অনন্তকাল…
স্বপ্ন নীলা
ভাল লিখেছেন,,,,,,,,শুভকামনা
রিমি রুম্মান
শুভেচ্ছা নতুন বছরের…