টাকা π

সঞ্জয় মালাকার ১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ০২:১৯:৫৫পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

টাকা,,

জ্বলছে জীবন নিত্য দিন’ই,
মরছে চক্ষুলজ্জা,
মরছে মানব টাকার লোভে
হিংসো প্রতি হিংসা!
নিত্য দিন’ই মরছে বিবেক
সুবিচারে দ্বারা,
মানুষ এখন টাকার পিছু
করছে তাড়াহুড়া!
নিচ্ছে কেড়ে টাকার লোভে
মানুষের ভিতরের মানুষ,
টাকার জন্য হচ্ছে খুন
হচ্ছে কতই গুম.?
জ্বলছে জীবন নিত্য দিন’ই
সচল সমাজ অচল,
ভেঁজাল নোটে বিবেক বুদ্ধি
হচ্ছে সবি অচল।
টাকার নেশায় ভাংছে ঘর
টাকাই টানে মরণ।

সঞ্জয় মালাকার //

১১৭৯জন ১০৪৬জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ