কিছুদিন পুর্বেও আমার ধারনা ছিল যে টরেন্ট দিয়ে শুধু মুভি ডাউনলোড করা হয়। কিন্তু এখন আমি জানি শুধু মুভি নয় মিউজিক, গেইম, সফটওয়ার ( এমনকি পিসির অপারেটিং সিস্টেম ), নাটক ইত্যাদিও টরেন্ট থেকে ডাউনলোড করা যায়।
কেন টরেন্ট দিয়ে ডাউনলোড করবো ? কারন সার্চে ব্যাপক ফলাফল পাই। ডাউনলোড করা শুরু করে আবার বন্ধ করে রাখি, পরে যে কোন সময় আবার ডাউনলোড করি। রিজিউম সুবিধা সবচেয়ে বড় কারন। যে পর্যন্ত ডাউনলোড হয়েছে, পিসি বন্ধ করার পরে, আবার যখন পুনরায় চালু করি, টরেন্ট ডাউনলোড শুরু হয় এরপর থেকে। অর্থাৎ কোন ডাউনলোড মিস হয়না। ভালো কোন কিছু পেলেই হয়, টরেন্টে দিয়ে রাখি, সুবিধাজনক সময়ে ডাউনলোড করি।
আসুন শিখে নেই কিভাবে শুরু এবং শেষ করবো
আমি যেভাবে করি তাই বলবো এখানে, হয়ত এর চেয়ে ভালো কোন পদ্ধতি আছে।
ধাপ – ১
প্রথমেই আপনি এই লিংক থেকে টরেন্ট সফট ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন।
ইন্সটল করার পরে আপনার ডেস্কটপে এমন একটি আইকন দেখবেন।
ধাপ – ২
সফট ওয়ারটি তো ডাউনলোড করে ফেললেন এবার কি করবেন ? ফাইাল ডাউনলোডের জন্য আমি শুধু মুভির কথা লিখবো এখানে। একই ভাবে আপনি অন্যন্য ফাইল ডাউনলোড করতে পারবেন।
টরেন্ট ফাইল সার্চ করার জন্য প্রচুর সাইট আছে। আমি Torrentz ব্যাবহার করি অধিকাংশ সময়। বুকমার্ক্স বারে রেখে দিয়েছি যাতে খুঁজে পেতে সহজ হয়। সাইট গুলো নীচে দেখুন।
Torrentz
Mininova
The Pirate bay
ধাপ – ৩
Torrentz এ গিয়ে সার্চ বক্স এ লিখে সার্চ দিলাম
সার্চের পরে এমন ফলাফল আসলো। অনেক লিংক, বিভিন্ন সাইজের মুভি। আপনি সিদ্ধান্ত নিবেন কত সাইজের মুভি আপনি দেখবেন। যাদের নেটের স্পীড খুব বেশী তাঁরা বড় সাইজের মুভি পছন্দ করবেন। আমি সাধারনত ২ গিগা পর্যন্ত পছন্দ করি। অবশ্যই HD মুভি। প্রাপ্ত ফলাফল থেকে আমি প্রথমটি পছন্দ করলাম, এটি ১৬৮৩ মেগা বাইটের এবং সিড ৪১১ । ক্লিক করলাম ১ নং পছন্দে ।
প্রথম পছন্দে ক্লিক করার পর আর একটি পেইজ আসলো যেখান থেকে আপনি মুভিটি ডাউনলোডটি করবেন । এখানে একটু থমকে দাড়াতে হবে । এত গুলো সাইট থেকে আপনি কোনটা পছন্দ করবেন ? আমি প্রথম পছন্দ kickass , এরপর যথাক্রমে Torrents.net , Torrentcrazy.com . প্রথম পছন্দের Kickass এ ক্লিক করার পরে নিচের ছবির মত আসবে।
এখানে DOWNLOAD TORRENT এ ক্লিক করুন। ছোট একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। এটি কোথায় সেইভ করবেন তা নির্দিষ্ট করে দেয়া ভালো। আমি D ড্রাইভে টরেন্ট ডাউনলোড নামে একটি ফোল্ডার বানিয়ে তাতে সেইভ করি ।
ধাপ – ৪
যে ছোট ফাইলটি ডাউনলোড করলেন, ফোল্ডারে গিয়ে খুঁজে তাতে ডাবলক্লিক করুন। আপনি প্রথমে যে ইউটরেন্ট সফট ডাউনলোড করেছেন, সয়ংক্রিয় ভাবে তা চালু হয়ে যাবে। একটি পেইজ আসবে, ওখানে Ok ক্লিক করুন। শুরু হয়ে গেলো আপনার মুভি ডাউনলোড। আপনি জানলেন কিভাবে টরেন্ট থেকে ডাউনলোড করা হয়। ধুমাইয়া একটির পর একটি করতে থাকুন ডাউনলোড।
বিশেষ কথা:
* মুভি ডাউনলোডের সময় যে মুভির seeds বেশী, তা পছন্দ করুন।
*ডাউনলোড হবার পরে মুভি যেখানে ডাউললোড করেছেন, ওখানে গিয়ে All file select করে, রাইট ক্লিক করে ভাইরাস স্ক্যান করতে ভুলবেন না।
* টরেন্ট ডাউনলোড হয়ে গেলে, রাইট ক্লিক করেই আপনি পেতে পারেন ফাইল লোকেশন।
* ছবি তে ক্লিক করে ছবি বড় করে দেখুন, বুঝতে সুবিধা হবে ।
৪৫টি মন্তব্য
বনলতা সেন
ছবি যখন দেখতেই হবে তখন আর দেরি না করে এখন থেকেই শুরু করব ভাবছি ।
টরেন্টের এই কাহিনী তা না বলে দিলে বেশ সমস্যাই হোত।
সময় মত দিয়ে বাঁচিয়ে দিলেন ।
ব্লগার সজীব
ধুমাইয়া ডাউনলোড করুন বনলতাদি।
সাইদুর রহমান সিদ্দিক
ছোট ফোন ব্যাবহার করি, তাই কিছু করতে পারি না।তবুও টরেন্ট সমন্ধে জানতে পেরে আপনাকে ধন্যবাদ॥
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকেও। পিসি ল্যাপটপ ব্যবহারের সময় কাজে লাগবে এটি।।
মরুভূমির জলদস্যু
আচ্ছা বাংলাটরেন্টের কেউ কি এখানে আছেন? ওদের ওখানে বেশ কিছু বই আছে নামানোর মত, কিন্তু……
ব্লগার সজীব
বাংলাওটরেন্টে নেই আমি। লিংক দিয়েন সম্ভব হলে।
মরুভূমির জলদস্যু
http://www.banglatorrents.com/index.php
ব্লগার সজীব
ধন্যবাদ লিংক দেয়ার জন্য। দেখবো অবশ্যই।
ওয়ালিনা চৌধুরী অভি
লিমিটেড ডাটা ইউজ করি ভাইয়া। তাই আপাতত ব্যবহার করতে পারছিনা। সহজ করে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
ব্লগার সজীব
আনলিমিটেড এক সময় ব্যবহার করবেন, তখন এই লেখা অনুযায়ী ডাউনলোড করবেন আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ (y) ভালো একটি উপকারী পোষ্ট।
ব্লগার সজীব
একা একা যা শিখলাম, জানিয়ে দিলাম সবাইকে 🙂
শিশির কনা
এতটা সহজ করে বোঝানোর জন্য ধন্যবাদ। ধুমাইয়া মানে কি ? সিগারেটের ধোয়া নাকি ?
ব্লগার সজীব
ধুমাইয়া মানে মনে সুখে, কোনদিনে নজর না দিয়ে। সিগ্রেটের বিরুদ্ধে এখানেও ক্যাম্পেইন 😛
শিশির কনা
ঢেকি যেখানেই যায়, ধান ভাঙ্গে :p
ব্লগার সজীব
😀 🙂
শুন্য শুন্যালয়
আপনি দুইদিন আগে কই ছিলেন? আমার কত্তো কস্ট করতে হলো। সাইটগুলো বলে দেয়াতে অনেক সুবিধা হলো, নইলে টরেন্টে ঢুকে কোনটা নেবো এটা বুঝতে আসলেই সমস্যা।
seeds বেশি মানে কি? seeders, leechers কি আপলোডের ডাউনলোডের আরেক নাম?
আমিও কাল lost in translation দিয়ে টরেন্ট যাত্রা শুরু করেছি।
আপনাকে অনেক ধন্যবাদ পন্ডিতে। ঝামেলা হলে নক করবো আবার।
শাদমান সাকিব
তৃতীয় ধাপে লক্ষ্য করে দেখুন । Torrentz এ সার্চ দিলে আপনই ডান দিকে ঊপরে seeders, leechers এর দুটো ঘর দেখতে পাবেন , যত বেশি seeders আপনি তত বেশি স্পীড পাবেন ।
শুন্য শুন্যালয়
আচ্ছা seeders তাহলে স্পিডের জন্য, অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার পরের রিভিউ দিয়ে দিন। vicky cristina bercelona দেখে ফেলেছি। আমিও আপনার সাথে এড করে দিতে পারবো 🙂
শাদমান সাকিব
কালকে দেব ভাবছি । সাথে থাকবেন অবশ্যই । লিখে রেখেছি ।
শাদমান সাকিব
এখান থেকে অনেক বড় ছবি আপনি নামিয়ে দেখতে পারেন । যদি Vicky Cristina Barcelona (2008) লিখে
সার্চ দিলে তিন নম্বরে আপনি ৩০০৯ এম বি এর ফাইল দেখতে পাবেন । এটি নামিয়ে দেখতে পারেন ।
আমি ৫০ জিবির ছবিও দেখি । একবার বড় ছবি দেখলে আর ছোট ছবিতে মন ভরবে না ।
শুন্য শুন্যালয়
আপনি বড় ছবির লিঙ্কগুলোই দিয়ে দিবেন, সাইজ ব্যাপার না। মনমতো দেখবো বলেই টরেন্ট, নইলে অনলাইনেই দেখে নিতাম ।
বনলতা সেন
আচ্ছা খুব লেখাপড়া হচ্ছে দেখছি । এ লাইনে আমাকে নামালে কিন্তু ভাল হবে না বলে দিচ্ছি ।
ব্লগার সজীব
বললতাদিও নেমে পরুন 🙂
ব্লগার সজীব
যাক সঠিক মানুষই জবাব দিয়ে দিলেন, এ নাহলে ব্লগ পরিবার ? ধন্যবাদ শাদমান সাকিব ।
শাদমান সাকিব
কাজের কাজ করে ফেলেছেন দেখছি । টেকি বুঝি ? ভালই হল ।
আপনি দ্রুত ছবি দেখেতে শুরু করুণ ।
ব্লগার সজীব
টেকিনা টেকিনা, টাক খেতে খেতে শিখে ফেলা আরকি 🙂 একে মটর সাইকেল পিটিয়ে আবুল মেকার বলি আমরা। আমিও তেমন এক আবুল :p
ছাইরাছ হেলাল
সব যে টরেন্টু হয়ে মুভিখোর বানিয়ে ফেলছেন ।
চলুক ।
ব্লগার সজীব
অনেকেই লিখছেন মুভি রিভিউ। আরো কয়েকজন যাতে লিখতে পারে, এজন্য টরেন্ট ডাউনলোড নিয়ে লিখলাম। আমাকে দিয়ে মুভি টুভি হবেনা 😀
মিসু
আমি ভাই মোবাইল ইউজার। জেনে নিলাম, অন্য কাউকে ভাব নিয়ে বলতে পারবো, এভাবে এভাবে করতে হবে। ভাব নেয়ার মজাই আলাদা ।
ব্লগার সজীব
হা হা হা হা হা , নিন নিন যত পারুন ভাব নিন 🙂
লীলাবতী
সোনেলায় কি এখন মুভি টাইম চলছে ? টরেন্ট হাতে কলমে শিক্ষা দেয়া হচ্ছে যে, ঘটনাকি ? আচ্ছা শিখে নিলাম, এরপর এমন মুভি রিভিউ লিখবো যে ফাটিয়ে দেবো সোনেলা 😀
শিখে গিয়েছে, কাজে লাগাবো 😛
ব্লগার সজীব
আচ্ছা তাই ? আচ্ছা ফাটিয়ে দিন তাহলে।
আদিব আদ্নান
এ এ্যা কী ? টোল খুলে বসেছেন দেখছি । কাজে লাগবে মনে হচ্ছে ।
ব্লগার সজীব
লাগান কাজে, এরপর একটা মুভি সপ্তাহ পালন করি আমরা, সবাই মুভির পোষ্ট দেব ঐ সপ্তাহে।
জিসান শা ইকরাম
একদম টরেন্ট অ আ ক খ !!
সহজ ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ পেতেই পারেন।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ ভাই।
মিথুন
ইউটরেন্ট ডাউনলোড করে ইন্সটল করেছিলাম। কিন্তু কিভাবে ডাউনলোড করবো বুঝতে পারছিলাম না। ধন্যবাদ আপনাকে। বুঝলাম এখন।
ব্লগার সজীব
ব্যাস, এখন ধুমাইয়া ডাউনলোড করা আরম্ভ করুন।
নীলাঞ্জনা নীলা
চেষ্টা করে দেখবো। আগে এটি বুঝতামনা ।
ব্লগার সজীব
দেখুন, খুব সহজ ।
খেয়ালী মেয়ে
মনে হচ্ছে কত্তো সহজ–কিন্তু আসল কথা হচ্ছে আমি টরেন্ট দিয়ে ডাউনলোড করতে পারি না 🙁
ব্লগার সজীব
আসলেই সহজ,আপনি জটিল ভাবছেন,তাই ডাউনলোড করতে পারছেন না।
খেয়ালী মেয়ে
মোটেও জটিল ভাবছি না..কিন্তু আমি করতে পারছি না 🙁
ব্লগার সজীব
সমস্যা কি বলেন আমাকে আপু।আমি বলে দিচ্ছি।দেখেন আপনার পোলাপাইন কি পারে 🙂 ফিলিং বড় বড় 😛