
বিশ্বাসে বাঁধা ঘর
তবু যেতে পারে নিমিষেই উড়ে
তাণ্ডবে এলে ঝড়!
গাছের শাখায় পক্ষী যুগল
বলে হাসে আলাপনে,
কে আছে নিঠুর আলাদা করবে
যদি জেগে থাকি পণে!
জীবনে মরণে সাথী দোঁহে মোরা
একই বৃন্তের ফুল,
ঠিক সেই ক্ষণে শিকারীর তির
নিশানা করেনি ভুল।
কচু পাতে ছিল দু’ফোটা অম্বু
যেন মমতায় মাতি,
একটু দোলায় বন্ধন ছিঁড়ে
একে হলো হারা সাথী।
ছবি : সোনেলা গ্যালারী থেকে।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বরের এ এক কঠিন খেলা। কখন যে কার কি হয়ে যাবে সে বোঝা বড় দায়। এভাবেই কোনো না কোনো তান্ডবে , শিকারীর নিশানের লক্ষ্য হয়ে জীবনপ্রদীপ নিভে যায়, ছন্নছাড়া হয়ে যায় স্বপ্ন, সুখ। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
বোরহানুল ইসলাম লিটন
প্রিয় কবির প্রথম এবং মূল্যবান মন্তব্যের কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন
আন্তরিক শুভ কামনা রইল অফুরাণ।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনার প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
বিশ্বাস ভালোবাসা নিমেষে উধাও হয়ে যেতে পারে কারো অঙ্গুলি হেলনে।
আমরা মানি বা না-মানি।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন
শুভ কামনা অনন্ত।
আরজু মুক্তা
বিশ্বাসী উবে যায় কারও নির্মম হৃদয়ের শিকারি হয়ে। জীবন জটিল ও কঠিন। লীলাখেলা বোঝা দায় প্রকৃতির।
ছোট হলেও কবিতাটির ভাবার্থ অনেক।
শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে অতিশয় প্রীত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সু্স্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
প্রকৃতির সাথে আমরা বিরুপ আচরন করি বলেই সেও মাঝে মাঝে তান্ডব দেখিয়ে ছাড়ে।
কবিতা সুন্দর হয়েছে শুভ কামনা রইল!!
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
পপি তালুকদার
প্রকৃতির এ যেন নিষ্ঠুরতম খেলা! কত স্বপ্ন কত কল্পনা নিমিষে ই উড়িয়ে দিতে পারে।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো নিরন্তর।
ভালো থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় প্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
কচু পাতে ছিল দু’ফোটা অম্বু
যেন মমতায় মাতি,
একটু দোলায় বন্ধন ছিঁড়ে
একে হলো হারা সাথী।
.
ঝড়ের তাণ্ডবে অগ্নিখেলায় হারিয়ে যায় বিশ্বাস আর ভালোবাসা।
ঈশ্বর, প্রকৃতি সহায় হোক।
.
যথার্থ প্রকাশ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় প্রীত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।