আমাদের সমাজে এখন ভালো মানুষ আছে বলেই সমাজ টা এখন বেঁচে আছে । আমার জীবনে যা কখনো ঘটেনি তা আজ ঘটে গেলে !! আমি কখনো ই আমার কোন কিছু হারিয়ে তা আর পাইনি বা কেউ দিয়ে যায় নি । আজ তেমন ই একটি ঘটনা ঘটলো যা দেখে আমি নিজকে বিশ্বাস ই করতে পারতেছি না তাও কি সম্ভব ?? ক্লাস শেষ করে সন্ধ্যা বেলায় আমি আর আমার দুই বন্ধু Ashique Mustafa ও Ahmad Jalal সহ বেইলি রোডে চা খাচ্ছি, চা খাওয়া শেষে বিল দিয়ে সামনে এগিয়ে চললাম , একটু সামনে গিয়ে তিন জনে মিলে আবার নাস্তা করলাম বিল দেওয়ার সময় বিল দিতে গিয়ে দেখি আমার মানি ব্যাগ নাই । !! কি আর করার বন্ধুরা বিল দিয়ে দিল আর আমার মানি ব্যাগ হাওয়া !! একটু পরে দেখি আমার ফোনে কল আসলো আপনি কি আজিজ বললাম হা আমি আজিজ ।। আপনার কি মানি ব্যাগ হারা গিয়েছে হ্যাঁ গিয়েছে , আপনি যেখানে বসেছে সেখানে আসুন মানি ব্যাগ নিয়ে যান । কি আর বলবো গিয়ে দেখি ভাইয়াটা বসে আসে হাত বাড়িয়ে বলল আমি মুন্না এই আপনার মানি ব্যাগ দেখেন সব ঠিক আছে কিনা । বললাম দেখার দরকার নাই আমি জানি সব ঠিক আছে । যে রাস্তায় পাওয়া মানি ব্যাগ পেয়ে ফোন করতে পারে তার কাছে সব কিছুই ঠিক থাকতে পারে । তারপর অনেক কথা হলো , আড্ডা হলো । কি আর বলবো অনেক ভালো লাগলো । জয় হোক সততার ।।
৫টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
হুম ভাইয়া সততার জয় হওয়াই উচিৎ………………………। (y)
আদিব আদ্নান
এমন সততা এখন প্রায় দূর্লভ হয়ে উঠছে ।
ছাইরাছ হেলাল
সততার অভাব এখন শতত ই ,
ব্যতিক্রমের ই শুধু দেখা মেলে ।
খসড়া
সততা বড়ই দূর্লভ বস্তু যেন সোনার হরিণ।
জিসান শা ইকরাম
ভালো লাগে এমন খবর শুনে
এখনো ভালো মানুষ আছে দেশে 🙂