জ্যোৎস্না

ছাইরাছ হেলাল ৯ জুন ২০১৪, সোমবার, ০৮:২৩:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

রাত্রির পবিত্রতা দিয়েছে উদ্বেল স্থির স্থবিরতা , অপলক চাঁদ চেয়ে আছে অন্তহীন চোখে ।
জেগে উঠে সরবে নিঃস্বরে ধরেছে গান বুলবুলি থেকে বনানী , নদী হৃদ পাহাড়-পর্বত ।
প্রবহমান নদীস্রোতের বিপরীতে থমকে দাঁড়িয়েছে স্বচ্ছ ক্ষীণ দেহের জলপরীদের দল ।
কোমল জ্যোৎস্নায় স্নান শেষে নমনীয় আলো পোয়াচ্ছে ধরণী ।
যন্ত্রণা নয় ঠিক , যন্ত্রণা অনুভবের ঔচিত্য , এই সংকীর্ণ করে আনা বোধটাই দণ্ডকারণ্যে রেখেছে ফেলে,
স্যাঁতসেঁতে বিষণ্ন চোখে নিরাবরণ রুদ্ধশ্বাস উজ্জ্বল কুমারী উর্বরতায় ।

৫৩৫জন ৫৩৬জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ