চোখে আমার রঙিন স্বপ্ন
সাজাবো কেমন করিয়া
সুখ দুঃখের জীবন সংসার
কাটবে কেমন করিয়া।
জগৎ সংসার ভীষণ কঠিন
সুখ দুঃখের চক্র যেমন
পালাক্রমে দেয় ধাওয়া।
সংসার হল সমরাঙ্গন
জীবন মৃত্যুর সন্ধিক্ষণ
সমর যেমন ধ্বংস করে
অসুর দস্যু হায়েনা।
সংসার হায়েনার কবল থেকে
বাঁচতে আমি চাই।
চোখে আমার রঙিন স্বপ্ন
সাজাবো কেমন করিয়া
দেশ বিদেশের অজানা সব
জানাব কেমন করিয়া।
সংসার যে বড় বাঁধা আমার ভ্রমণে
মুক্ত হয়ে আমি কেমন করে তা জানাব রে।
১২টি মন্তব্য
স্বপ্ন গোধূলি
যে পারে সে সংসারে থেকেই পারে।
চাওয়া পূর্ণ হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
ফয়জুল মহী
নিপুণ শব্দ চয়ন, অপূর্ব ।
অপার মুগ্ধতা ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
বন্যা লিপি
যে পৃথিবী দেখেনি, তাকে ঈর্ষা করা যায়।যার দেখার সাধ, সে সংসারে থেকেও পৃথিবী দেখে নিতে পারে।
লেখায় সাধু চলিতের সংমিশ্রণ দৃষ্টিকটু।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা
মনির হোসেন মমি
ভাল।সাংসারিক দুনিয়াবী থেকে মুক্তি পেয়ে অজানাকে জানতে চান অথচ দেখা হলোনা চক্ষু মেলিয়া।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
সুন্দর হয়েছে। ভালো লাগলো। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
শুভকামনা
আরজু মুক্তা
সংসার ধর্ম বড় ধর্ম। ঐটা আগে করে তারপর বাকি কাজ
জাহাঙ্গীর আলম অপূর্ব
তাই।
শুভকামনা রইল