
জীবনের রঙ কী
বহুপদী
জীবনের রস কী
টক, ঝাল, মিষ্টি।
জীবন কী
বুকে জমে থাকা
সফেদ ফেনিল সাদা
উত্তাল ঢেউ।
জীবন কী
চোখের কোণে জমানো
না দেখা অশ্রু বিন্দু।
জীবন কী
কনে দেখা আলোয়
প্রতীক্ষারত ঘোমটা টানা
লাজুক বধু।
জীবন কী
যোগ বিয়োগের
হিসাব মিলানো
বছর শেষে বদলানো
নতুন হালখাতা।
জীবন মানে কী
শুধু আক্ষেপ আর
হতাশায় কাটানো
দিনলিপি।
জীবন কী
ভাবনার পর ভাবনায়
মিলানো বৃত্তে আবদ্ধ
ঘূর্ণনরত কাঠের লাটিম।
জীবন কী
স্বপ্ন ছোঁয়া কোনো
পরশ পাথর
যার পরশে পলকে
বদলে দেয়া যায়
লাইফ স্টাইল।
জীবন কী
মহামারী, আমপান, কালবৈশাখীর
ঝড়ে লন্ড ভন্ড হয়ে যাওয়া
কৃষকের ক্ষুধার্ত শিশুর
নিষ্পলক চেয়ে থাকা।
জীবন কী
গল্প উপন্যাসে আঁকা
বাস্তব জীবনের
জলছবি।
জীবন কী
তাহলে
দৃশ্য পট বদলে যাওয়া
কোনো সূচারু উপাখ্যান।
ছবি সংগ্রহ- সোনেলা গ্যালারি
২২টি মন্তব্য
বন্যা লিপি
” জীবনরে…তোর ছোঁয়াতে.…মন রাঙাতে এত আয়োন” সব আছে এক জীবনে,,,, নাই কী?
হালিমা আক্তার
তাইতো জীবন যেন এক অলিখিত উপন্যাস। যেখানে সব কিছুই খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
জীবন মানে শিল্পীর আঁকা বর্ণিল চিত্রপট,
জীবন মানের বাঁকা চোখে জাগা ধুসর বালিয়ারী তট।
সুন্দর কবিতা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
জীবন সত্যি রুপ বদলানো বহুরূপী! সহজভাবে কঠিন আখ্যান তুলে ধরেছেন আপু। খুব সুন্দর কবিতা
হালিমা আক্তার
জীবন ক্ষণে ক্ষণে রূপ বদলায়। সব কিছু নিয়ে আবার নতুন করে বেঁচে থাকার আশা জাগায়। কি অদ্ভুত !
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ সকাল।
রোকসানা খন্দকার রুকু
জীবন হলো ফেলে এসে আবার সে পথেই ফিরে যাওয়া।
কোন মানে নেই জেনেও অনবরত ছুটে চলা।।।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। যে পথে আসি, সে পথেই বার বার ফিরে যাই। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সৌবর্ণ বাঁধন
পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নের অবতারণা হয়েছে কবিতার আদলে! একটি লক্ষ সম্ভাব্য উত্তর। যদিও কেউ জানেনা কোনটি সঠিক। শুভকামনা জানবেন।
হালিমা আক্তার
এর উত্তর আমাদের কারোই জানা নেই। তবু উত্তর খুঁজে ফিরি। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
আহ জীবন!
কারো কাছেই নেই তার যথার্থ ব্যাখ্যা বিশ্লেষণ
সুন্দর লিখেছেন
হালিমা আক্তার
অনেক দিন পর আপনাকে পেলাম। লেখা পাইনা কেন। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
মনির হোসেন মমি
বহুরূপী জীবন।
চমৎকার কবিতস
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
জীবনের অর্থ খুঁজে খুঁজেই জীবন ফুরিয়ে যায়, তবুও কারো জানা হয় না জীবনের প্রকৃত মানে কী, কেন এই জীবন! আমার কাছে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার নামই জীবন।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার নাম জীবন। আসলেই বেঁচে থাকার নামই জীবন। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
জীবনের কোন মানেই নাই। জীবন আসে, কিছুদিন খেলাধুলা করে তারপর মহাকালের অতল গহব্বরে বিলীন হয়ে যায়। এই ভাবেই আশা যাওয়ার খেলা চলছে কতদিন কেউ জানেনা। শুভ কামনা।
হালিমা আক্তার
জীবন তো দুদিনের, এর অর্থ খুঁজে বেড়াই হন্য হয়ে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। ঈদ মুবারক।
জিসান শা ইকরাম
কবিতায় জীবনকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করলেন।
ভালো লেগেছে।
শুভ কামনা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
রিতু জাহান
এ পৃথিবীতে আগত সকল কিছুরই যেনো মানে আছে, উদ্দেশ্য আছে।
উদ্দেশ্যহীন কোনো কিছুই যেনো তিনি সৃষ্টি করেননি।
মানুষকে বেদনা দিয়ে তা সইবারও এক চমৎকার ক্ষমতা দিয়ে রেখেছেন।
জীবন নিয়ে আস্ফালন নাকি বৃথা! ধুর,, তবু আমি তাকে নিয়ে আস্ফালন করেই যাব, যা থাকে কপালে।
জীবন নিয়ে নানান ভাবনা ভালো লেগেছে। শুভকামনা আপু,,
হালিমা আক্তার
একদম ঠিক বলেছেন। সাধ্যের বাইরে কষ্ট নাকি আল্লাহ কাউকে দেন না। এটা বিশ্বাস করি। উনি যা ভালো মনে করেন তাই করেন। তবু আমরা তো মানুষ। জীবন নিয়ে না না ভাবনা থাকবেই। শুভ কামনা রইলো।