জীবনের কৃষ্ণগহ্বর

হালিমা আক্তার ৬ অক্টোবর ২০২১, বুধবার, ১২:১৬:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

কৃষ্ণগহ্বর টা ক্রমশ আস্তে আস্তে বড় হা করছে।
মনে হচ্ছে একসাথে সমস্ত আলোর কণা গ্রাস করে নিবে। ভয়ে কম্পিত হয়ে কোজাগরী পূর্ণিমার চাঁদ মুখ লুকিয়েছে।
চারদিকে ঘন কালো আঁধার।

তবু দেখো ওই আঁধারের মাঝে আকাশে জ্বলজ্বল করছে একটি তারা। কি যেন নাম তার। ওহ, সবাই বলে সে নাকি শুকতারা। দিকহারা নাবিকের পথ দেখানোর জন্য রাত জেগে শাস্ত্রীর মতো দেয় পাহারা।
কখনো কখনো তমস্যা ভেদ করে ছুটে চলে নয়নের তারা।
দূরে কোথাও কারা যেন আলোর টিপ পড়ে মিটিমিটি হাসছে।
বলছে। বলছে–ভয় কি বন্ধু, চল আজ হাঁটি একসাথে।

ছবি সংগ্রহ–নেট থেকে।

৫৯৩জন ৪৬৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ