
কৃষ্ণগহ্বর টা ক্রমশ আস্তে আস্তে বড় হা করছে।
মনে হচ্ছে একসাথে সমস্ত আলোর কণা গ্রাস করে নিবে। ভয়ে কম্পিত হয়ে কোজাগরী পূর্ণিমার চাঁদ মুখ লুকিয়েছে।
চারদিকে ঘন কালো আঁধার।
তবু দেখো ওই আঁধারের মাঝে আকাশে জ্বলজ্বল করছে একটি তারা। কি যেন নাম তার। ওহ, সবাই বলে সে নাকি শুকতারা। দিকহারা নাবিকের পথ দেখানোর জন্য রাত জেগে শাস্ত্রীর মতো দেয় পাহারা।
কখনো কখনো তমস্যা ভেদ করে ছুটে চলে নয়নের তারা।
দূরে কোথাও কারা যেন আলোর টিপ পড়ে মিটিমিটি হাসছে।
বলছে। বলছে–ভয় কি বন্ধু, চল আজ হাঁটি একসাথে।
ছবি সংগ্রহ–নেট থেকে।
১৮টি মন্তব্য
বন্যা লিপি
মনে হচ্ছে একসাথে সব আলোর কণা গ্রাস করে নেবে….. তারপরেও আশায় বাঁধা মন আলো খুঁজতেই থাকে জীবনের কালো গহ্বর থেকে উত্তরণের…..
ভাবার্থে কিছুটা ঐ আকাশের নক্ষত্রের মতই….
হালিমা আক্তার
আশা নিয়েই তো বেঁচে থাকা। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতির ছোঁয়ায় সুন্দর জীবন দর্শন।
অশেষ মুগ্ধতা নিয়ে গেলাম পাঠান্তে।
আন্তরিক শুভ কামনা জানবেন সততত।
হালিমা আক্তার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুক তারা আমাদের চলার পথে আলোর দিশারি হয়ে রইবে
। ধন্যবাদ।
হালিমা আক্তার
সেজন্যই রাতের আকাশে শুকতারা জেগে থাকে। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জ্বি আপু আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
শুকতারার সাথে আমাদের একটি ধ্রুবতারার ও খুব দরকার,
পথহারা নাবিকের মত।
হালিমা আক্তার
তাহলে তো আরো ভালো হয়। খুব সহজেই আঁধার রাতে নিব পথ খুঁজে। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
এই কৃষ্ণ গহ্ববর সব আলো জ্বালিয়ে দিক সমস্ব ধরায়। আমরা চল্ব নিশ্চিন্তে পথ। ভালো লাগলো।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
উর্বশী
মিটিমিটি হেসে ই বলছি— আচ্ছা চলুন একসাথে হাঁটি।কোনো ভয় নেই।
তবে আপনার লেখা চুরি হওয়ার ভয় কিন্তু রয়েই গেল।
আপনি অন্য কোনো গ্রুপ বা কোনো পোর্টালে দিয়েছিন কি প্রিয় আপা? এই লেখা আমি আগেও পড়েছি এবং এপ্রুভ করেছি।
গ্রুপে বা অন্য কোথাও পোষ্ট দিলে সেখানে তারিখ উল্লেখ না করলেও নিজের খসড়া কপিতে তারিখ উল্লেখ করে রাখবেন। তাহলে চোর ধরতে আমাদের সুবিধা হবে।
চমৎকার আলী আঁধার নিয়ে লেখা।একবার পড়লে দ্বিতীয় বার পড়তে বাধ্য হতে হয়।অনেক ভালোবাসা রইলো। ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ একসাথে হাঁটার জন্য। না আপা , এ লেখাটি শুধু আমার টাইম লাইনে পোস্ট করেছি। লেখাটি সম্প্রতি লিখেছি। লেখাটি আপনি অন্য গ্রুপে অ্যাপ্রুভ করেছেন এবং পড়েছেন শুনে আমারও কিছুটা খটকা লাগছে। শব্দ কুহক, শব্দপুরি সাহিত্য অঙ্গন ও পেন্সিল এর লেখা পড়ি। প্রথম দুটি তে আমি লেখাও পোস্ট করি। এছাড়া মাত্র কয়েক দিন আগে পরানের কথা নামে একটি গ্রুপের সাথে যুক্ত হয়েছি। একই রকম লেখা অন্য গ্রুপে প্রকাশ, আসলেই বুঝতে পারছি না।
আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন থেকে লেখায় তারিখ দিয়ে রাখবো। শুভ কামনা রইলো।
উর্বশী
আলো- আঁধার।
আলো — লিখতে ভুল হলো।
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
টিপ হলেও আলো ছড়ায়, পথ দেখায় কখনো কখনো। আলোর টিপেরা হেসে উঠুক খিলখিলিয়ে। আঁধার কেটে যাবার অপেক্ষায় আছি। অফুরন্ত শুভকামনা রইলো
হালিমা আক্তার
আলোর শক্তি অনেক। একবিন্দু আলোও আঁধারে পথ দেখাতে পারে। ধন্যবাদ দিদি। শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
চাহিদার সীমা যতোই অসীম হোক ভালো একজন বন্ধু যদি হাতে হাত রেখে সাহস যোগায় তবে জীবনের পরিধি অতিক্রম করা কোন সমস্যাই না। শুভকামনা সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।