জিবনপথ

সৈয়দ আলী উল আমিন ৯ জুন ২০১৭, শুক্রবার, ০৬:০৫:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

মানুষের জীবনপথ কখনোই সরল পথে অগ্রসর হতে পারে না। আমাদের চলার পথে অনেক সমালোচক থাকবে, কিন্তু এসব সমালোচকদের মধ্যে বেশিরভাগ সমালোচক যারা মানুষ কি করেছে সেগুলো বিচার না করে মানুষ যখন কোন উক্তি করে এবং যেগুলো তাঁদের মনোপুত হয় না সেগুলোর সাহায্যে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে। আমার চলার পথেও এসব সমালোচক রা প্রবল ছিল কিন্তু আমি কখনই বিচলিত বোধ করি নাই। আমার যারা সমালোচক তাদের আমি ( শত্রু) ভাবিনি। কারন আমার আত্মবিশ্বাসের বলে আমার শত্রুপক্ষীয়রা সর্বদাই দুঃখিত হয়েছেন, তারা দেখেছেন আমার বিশ্বাসের কাছে তারাই হেরেছেন। আমি তাঁদেরকে বলে থাকি যে যারা আমাকে আক্রমণ করেছেন/করেন তারা সর্বদাই আমাকে স্মরণ করেছেন/করেন। এখানেই আমি বিজয়ী। আমি এখনোও আমার সামনে যতটা সময় আছে সেগুলো আমি পুরোপুরি ব্যবহার করতে চাই তাদের অতিক্রম করে।

তাই তোমাদের বলছি,,,, জীবন কঠিন সত্য, যারা এ কঠিন সৃষ্টিকারী তাদের মোকাবেলা করে এগিয়ে যাও। আরও মনে রেখো, আমাদের কর্তব্য ভবিষ্যৎ মানুষের জন্য একটি দিকনির্দেশনা দিয়ে যাওয়া।

 

( আমি একেবারেই অনিয়মিত হয়ে পড়েছি এখানে কারন আমার শারীরিক অসুস্থতা। )

৯৯২জন ৯৯২জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ