মানুষের জীবনপথ কখনোই সরল পথে অগ্রসর হতে পারে না। আমাদের চলার পথে অনেক সমালোচক থাকবে, কিন্তু এসব সমালোচকদের মধ্যে বেশিরভাগ সমালোচক যারা মানুষ কি করেছে সেগুলো বিচার না করে মানুষ যখন কোন উক্তি করে এবং যেগুলো তাঁদের মনোপুত হয় না সেগুলোর সাহায্যে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে। আমার চলার পথেও এসব সমালোচক রা প্রবল ছিল কিন্তু আমি কখনই বিচলিত বোধ করি নাই। আমার যারা সমালোচক তাদের আমি ( শত্রু) ভাবিনি। কারন আমার আত্মবিশ্বাসের বলে আমার শত্রুপক্ষীয়রা সর্বদাই দুঃখিত হয়েছেন, তারা দেখেছেন আমার বিশ্বাসের কাছে তারাই হেরেছেন। আমি তাঁদেরকে বলে থাকি যে যারা আমাকে আক্রমণ করেছেন/করেন তারা সর্বদাই আমাকে স্মরণ করেছেন/করেন। এখানেই আমি বিজয়ী। আমি এখনোও আমার সামনে যতটা সময় আছে সেগুলো আমি পুরোপুরি ব্যবহার করতে চাই তাদের অতিক্রম করে।
তাই তোমাদের বলছি,,,, জীবন কঠিন সত্য, যারা এ কঠিন সৃষ্টিকারী তাদের মোকাবেলা করে এগিয়ে যাও। আরও মনে রেখো, আমাদের কর্তব্য ভবিষ্যৎ মানুষের জন্য একটি দিকনির্দেশনা দিয়ে যাওয়া।
( আমি একেবারেই অনিয়মিত হয়ে পড়েছি এখানে কারন আমার শারীরিক অসুস্থতা। )
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
জীবনে আত্মবিশ্বাসই আসল, এটি শক্তিশালি হলে শত্রুরা পরাভূত হবেই।
দ্রুত সুস্থতা কামনা করছি।
সৈয়দ আলী উল আমিন
আমিও এটাই বিশ্বাস করি ভাই। আন্তরিক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
বাঁধা ডিঙ্গিয়ে-ই আমাদের এগুতে হয়, এগুই-ই।
এটি-ই জীবনের সার্থকতা,
সবাই হয়ত দিক-নির্দেশনা দিয়ে যেতে পারবে না, তবুও সামনে আমরা এগিয়েই যাব।
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আমাদের সাথে থাকার জন্য নিয়মিত।
মৌনতা রিতু
গঠনমূলক সমালোচনা আমার খুব পছন্দ। আমি মাথা নিচু করে তা শুনি। কিন্তু কেউ যখন আঘাত করে তা সহ্য করতে পারি না। আমি কেন যেন একদম সহ্য করতে পারি না। পরিবার হোক বা তা বাইরে হোক প্রতিবাদ করবোই।
সমালোচনা না হলে আলোচনা না হলেশিখব কি করে! বুঝবোই বা কি করে, আমার ভুল কোথায়।
আমি শিখতে খুব ভালবাসি। সামনে আগাবো সঠিক দিক নির্দেশনায় এটাই কাম্য।
আর যারা কাপুরুষ, অকৃতজ্ঞ তারা পিছনে বসেইসমালোচনা করে। আসলে সমালোচনা না এটাকে কুৎসা রটানোই বলে। যারা শ্রদ্ধা, স্নেহ ভালবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না তারা আসলে কি মানুষ?
তাড়াতাড়ি সুস্থ হোন এই কামনা।
নীহারিকা
সমালোচককে অনেক শত্রুই মনে করে। আমরা ধরেই নেই আমরা ঠিক। আমিই বেস্ট। কিন্ত এই আমি ও আমার কর্মকাণ্ডও যে অন্যভাবে ভাবলে আরও উন্নত হতে পারে তা আমাদের অবস্থান থেকে আমরা বুঝতে পারি না।
ইঞ্জা
আত্মবিশ্বাসই হলো সব চেয়ে বড় শক্তি ভাইজান।
দ্রুত সুস্থতা কামনা করছি।
নীলাঞ্জনা নীলা
সমালোচনার মানেটাই তো আমরা জানিনা। “সমালোচনা” নামক শব্দটাকে নেগেটিভ আকারে তৈরী করে ফেলেছি আমরা। কিভাবে? পেছনে বসে কারো নামে দূর্নাম করাটাকে সমালোচনা হিসেবে দেখি।
সুস্থ হয়ে উঠুন।
শুন্য শুন্যালয়
সমালোচনা কে পজিটিভলিই নেয়া উচিৎ। তবে সত্য হচ্ছে মিথ্যে কথাকেই সবাই পছন্দ করে।
দূর্নাম যারা রটায় তাদের উত্তর যথাযথ কাজেই প্রমাণ করে দেয়া উচিৎ। সুস্থ হয়ে উঠুন শিঘ্রই ভাইয়া। ক্লান্ত লাগলে লিখুন।