আর কত দীর্ঘ হবে আঁধার যামিনী
আর কত —
আর কত —
রাক্ষস বাজপাখি হররোজ ডিম পেড়ে যায়
আর
সেই ডিম ফেটে বেরিয়ে আসে
জীবন্ত ভিসুভিয়াস
ক্ষ্যাপা হাঙর
দীর্ঘ হয় অবোধ ছারপোকাদের মৃত্যুর মিছিল
বোবা আকাশ কাঁদে
বাচাল বাতাস সেও কাঁদে
পাষাণ প্রতিমার তবু হৃদয় গলে না
দূরবীন শকুন চোখ এতোটূকু ভুল করে না
আক্ষেপ নেই
বিক্ষেপ নেই
প্রক্ষেপ নেই
ভ্রুক্ষেপ, তাও নেই
নেই দু’ছত্র লেখার কবিতার খাতা
তবু
এই বৃক্ষ শাবক নিধনে
ব্যাধের নিশপিশ কর এক বিন্দু ক্লান্ত হয় না
জারজ বেরহম সময় সেও
ঘরে-বাইরে
মসজিদ, মন্দিরে
কোথাও এক চিলতে ঠায় নেই
ঠায় নেই —
ঠায় নেই —!!
১৪টি মন্তব্য
প্রহেলিকা
***পাষাণ প্রতিমার তবু হৃদয় গলে না
দূরবীন শকুন চোখ এতোটূকু ভুল করে না***
লাইনগুলো যে কোন পাঠকের ভাল লাগবে কবি।
শব্দের ব্যবহারে কবি খুব সতর্ক তা কিন্তু বুঝা যায়।
এমন লেখায় মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
শুভেচ্ছা জানবেন কবি। -{@
জসীম উদ্দীন মুহম্মদ
আপনিও শুভেচ্ছা জানবেন প্রিয় কবি । -{@ -{@
মা মাটি দেশ
বরাবরের মতন কবিতা ভাল লাগল -{@ (y)
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন । -{@
স্বপ্ন নীলা
কবি !! দারুন লিখেছেন। দারুন লিখেছেন। সকালেই ভীষণ সন্দর একটি কবিতা পড়লাম —- অনেক অনেক শুভকামনা রইল কবির জন্য —-
জসীম উদ্দীন মুহম্মদ
আপনিও শুভেচ্ছা জানবেন প্রিয় কবি —– -{@ -{@
পুষ্পবতী
ভালো লাগলো।
জসীম উদ্দীন মুহম্মদ
আপনিও শুভেচ্ছা জানবেন দিদি —- । -{@
আগুন রঙের শিমুল
শব্দটা কি ঠাই নেই হবে 🙂
জসীম উদ্দীন মুহম্মদ
ঠিক ধরেছেন শিমুল ভাই; সংশোধন করে নেব । শুভেচ্ছা জানবেন -{@ -{@
বনলতা সেন
প্রতিমার হৃদয় গলানোর কঠিন কাজের ভার না নেয়াই ভাল ।
যদিও লিখেছেন বেশ ।
জসীম উদ্দীন মুহম্মদ
প্রতিমা বলতে এখানে পাষাণ হৃদয়ের মানুষকে বুঝানো হয়েছে দিদি ; আপনি যে অর্থে বুঝেছেন সেই অর্থে নয় !
ধন্যবাদ আপনাকে —— ।
শুন্য শুন্যালয়
শেষের শব্দটি কি ঠাই নেই হবে?
বেশ ভালো লাগলো কবিতাটি। শুভেচ্ছা আপনাকে।
জসীম উদ্দীন মুহম্মদ
আপনাকেও অশেষ ধন্যবাদ —– । শেষের শব্দটি ঠিক করে নেব —- ।।