আকাশ হতে চেয়েছিলে
চেয়েছিলে নীল পাখি হয়ে উড়তে,
অদম্য ইচ্ছা ছিলো শঙ্খচিল হবার
ছিলো মাছরাঙা শিকারের শখ।
পর্বতশৃঙ্গে দাঁড়িয়ে বলতে চেয়েছিলো অব্যক্ত চরণ ,
নীল সাগরের পানিতে আকড়ে ধরতে চেয়েছো বহুবার
চেয়েছিলে নৌকা ভ্রমণ আমাকে বানাবে মাঝি
তুমি হয়ে আরোহী, দু’জনের মাঝে হবে নিবিড় বিনিময়।
বলেছিলে কাকভেজা বৃষ্টিতে ভিজবো দু’জন
তপ্ত জ্বরে মাথায় বুলিয়ে দিবে শীতল হাত,
কথা ছিলো কোনো এক রাতে দুজনে আদিম হবো
নিষিদ্ধ আনন্দে ছেড়ে যাবো উন্মাদ পৃথিবী।
তবে জানি কিছুই হবে না, পাবো না কিছুই
জানি ভুলে গেছো অপেক্ষা না দেবার জলজ দিব্যি।
২৪টি মন্তব্য
প্রহেলিকা
আপনার এতো দিন যে পোষ্টগুলো পড়েছি তার মধ্যে আজ একটি লাইন কোট করছি।
**কথা ছিলো কোনো এক রাতে দুজনে আদিম হবো***
এই লাইনটি আজ পর্যন্ত আমার কাছে সর্বসেরা একটি লাইন যেখানে ভাবনার কিছু আছে, আছে শব্দ ব্যবহারে নান্দনিকতা। ভালো লাগা জানাচ্ছি, শুভ কামনা জানবেন। চর্চা চালু থাকুক। শুভ কামনা। -{@
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ ভাইয়া .. আপনি পাশে থাকলে আরো ভালো কিছু করবো ইনশাল্লাহ
মাহামুদ
এইটা বেশ ভালো লিখেছেন ভাই।
শব্দগুলো যেনো পুরো যেখানে বসার কথা সেখানেই বসেছে…
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ ভাইয়া
এটার কৃতিত্ব বড় ভাইয়ার্। ফেসবুকে বলেছি
মোঃ মজিবর রহমান
আশার প্রতিক্ষায় কবির
খুব সুন্দর ভাললাগা রইয়ে গেল।
শুভেচ্ছা অবিরত।
হৃদয়ের স্পন্দন
শুভেচ্ছা আপনার জন্যও . ভালো থাকুন প্রিয় লেখক
নওশিন মিশু
“জলজ দিব্যি” মানে কি …?
হৃদয়ের স্পন্দন
সোজা করে বলতে গেলে জলের কসম বলা যায় আপু
অরণ্য
“পর্বতশৃঙ্গে দাঁড়িয়ে বলতে চেয়েছিলো অব্যক্ত চরণ ” – আমার কিছু একটা মনে পড়ল। ক’জন এ প্রতিধ্বনি শুনতে পেয়েছে জানিনা। যে এই মন্তব্যটি পড়বে তাকে বলব এ অভিজ্ঞতা না থাকলে নিয়ে নিতে একবার, যদি সুযোগ থাকে।
হৃদয়ের স্পন্দন
হা হা হা আমিও নিলাম ভাইয়া
ঘুমন্ত আমি
শেষ নিস্বাস ত্যাগ করার আগে কোন কিছুই শেষ না। সব প্রত্যাশা পুরোন হবেই অপেক্ষার প্রহর শেষে!
হৃদয়ের স্পন্দন
যেনো সত্য হয় আপনার কথা। শুভ কামনা রইলো
আবু জাকারিয়া
পড়ে ভাল লাগল। আরো একটু দীর্ঘ হলে ভাল হত।
হৃদয়ের স্পন্দন
যেহেতু এবার হয়নি পরবর্তীতে বড় করার চেষ্টা অবিরত
খসড়া
যে দিব্যি জলে জন্মে তা জলেই বিলিন হবারই কথা। ভাল থাকুন।
হৃদয়ের স্পন্দন
আপনিও সাথে সহমত .
ভালো থাকবেন
বনলতা সেন
আশাই জীবন। চাতক পাখি!
হৃদয়ের স্পন্দন
মেঘ ছাড়া হয়না খাওন
জিসান শা ইকরাম
হৃদয়ের স্পন্দনকে আজ আলাদা ভাবেই জানলাম
খুবই ভালো লেগেছে।
হৃদয়ের স্পন্দন
আমি জেনেছি অন্য কাউকে ভাইয়া
শুন্য শুন্যালয়
বেশ ভালো হয়েছে এবারেরটা। চাওয়াগুলো পাওয়ার চাইতে বড়ই হয় সবসময়।
হৃদয়ের স্পন্দন
এজন্য মানুষ চায়মেঘ বৃষ্টি তে খুজে প্রাপ্তি
ধন্যবাদ আপুনি
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তবে জানি কিছুই হবে না, পাবো না কিছুই
জানি ভুলে গেছো অপেক্ষা না দেবার জলজ দিব্যি। -{@
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ ভাইয়া। এ অংশ ভালো লেগেছে জেনে আনন্দিত