জলজ দিব্যি

হৃদয়ের স্পন্দন ২৮ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৩:০৫:২২পূর্বাহ্ন বিবিধ ২৪ মন্তব্য

আকাশ হতে চেয়েছিলে
চেয়েছিলে নীল পাখি হয়ে উড়তে,
অদম্য ইচ্ছা ছিলো শঙ্খচিল হবার
ছিলো মাছরাঙা শিকারের শখ।

পর্বতশৃঙ্গে দাঁড়িয়ে বলতে চেয়েছিলো অব্যক্ত চরণ ,
নীল সাগরের পানিতে আকড়ে ধরতে চেয়েছো বহুবার
চেয়েছিলে নৌকা ভ্রমণ আমাকে বানাবে মাঝি
তুমি হয়ে আরোহী, দু’জনের মাঝে হবে নিবিড় বিনিময়।

বলেছিলে কাকভেজা বৃষ্টিতে ভিজবো দু’জন
তপ্ত জ্বরে মাথায় বুলিয়ে দিবে শীতল হাত,
কথা ছিলো কোনো এক রাতে দুজনে আদিম হবো
নিষিদ্ধ আনন্দে ছেড়ে যাবো উন্মাদ পৃথিবী।

তবে জানি কিছুই হবে না, পাবো না কিছুই
জানি ভুলে গেছো অপেক্ষা না দেবার জলজ দিব্যি।

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ