জলছবি বাতায়নের বর্ষপূর্তি ও একুশ সংখ্যা এ মাসেই (জানুয়ারি, ২০১৪) প্রকাশিত হচ্ছে।
এ সংখ্যায় যারা লিখেছেন :
বিশেষ রচনা : ইলা মিত্রের জবানবন্দী .. নীলকণ্ঠ জয়
বিশেষ রচনা : সক্রেটিসের শেষ বিদায় … মাঈনউদ্দিন মইনুল
ভ্রমণ কাহিনী : আমার দেখা নায়েগ্রা ফলস… ফেরদৌসী বেগম শিল্পী
স্মৃতিচারণ : তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ… লুৎফর রহমান রিটন
স্মৃতিচারণ : করমজলের স্নিগ্ধজলে… কে এম শহীদুল হক
অণুগল্প : আলাপন … মো: কবির হোসেন
গল্প : আলাপন .. গৌতম মোহাম্মদ কৃষ্ণঈসা
গল্প : টুম লোকটার ভূত .. তাপস কিরণ রায়
রম্য গল্প : প্রেস্টিজ পাংচার .. মো: শেমভীল হোসেন
রম্য গল্প : ভুল .. শহীদুল ইসলাম প্রামাণিক
গল্প : সত্যপীরের গান .. জিয়াউল হক
গল্প : মালবিকা ..এস এম পাশা
কবিতাগুচ্ছ:
জুনান নাশিত, নাসির আহমেদ কাবুল,মোহাম্মদ ইউসুফ,মিজানুর রহমান তাসলীম, নীলসাধু, রোদের ছায়া, কাজী মেহেদী হাসান, গাজী তারেক আজিজ, তানি হক, এশরার লতিফ, আমিনুল ইসলাম, আজিম হোসেন আকাশ, ফেরদৌসী বেগম শিল্পী, মো: মোসাদ্দেক হোসেন, আলমগীর সরকার লিটন, অলোক আচার্য স্বপ্নিল, আযাহা সুলতান, হাসান ইকবাল, তরুণ কর্মকার, গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা, অংকুর, আহমেদ রব্বানী, চারু মান্নান, জসীম উদ্দীন মুহম্মদ ও ইকবাল মাহমুদ।
শিশুতোষ গল্প :
গল্প : ছায়ামানুষ …জহিরুল ইসলাম
গল্প : আদীব ও ফুলপরী … মো: জাহাঙ্গীর আলম
ছড়া :
দীপক সাহা, আহমেদ রব্বানী, হামিদুর রহমান ও রোদেয়া ছায়া
একুশে বইমেলায় জলছবি বাতায়নের এ সংখ্যাটি পাওয়া যাবে ম্যাগনাম ওপাস বুক স্টলে।
সংখ্যাটির দাম ১৫০ টাকা।
১০টি মন্তব্য
নীলকন্ঠ জয়
তথ্যগুলো যোগ করে দিন দাদাঃ
সম্পাদকঃ নাসির আহমেদ কাবুল।
প্রকাশকঃ জহিরুল ইসলাম।
প্রকাশনায়ঃ জলছবি প্রকাশন।
পরিচিতজন এবং লেখকরা কিনতে পারবেন মাত্র ১০০টাকায়।
আগামী সংখ্যা খুব শিঘ্রই পাওয়া যাবে। এছাড়া কবি ইউসুফ ভাইয়ের কবিতার বই আসছে একই সাথে।
আগামী ২০১৫ বইমেলায় জলছবি বাতায়নের নিজস্ব স্টল থাকছে খুব করে আশা করছি।
প্রতি বছর প্রিন্ট প্রকাশনা থাকবে এখন থেকে ৪টি করে।
অনেক ধন্যবাদ শেয়ার দেওয়ার জন্য।
মা মাটি দেশ
ভাল উদ্দ্যেগে থাকতে মুন চায় (y)
খসড়া
বাহ , খুব ভাল লাগলো।
জিসান শা ইকরাম
ভালো প্রশংসনীয় উদ্যেগ ।
চলমান থাকুক এই সুন্দর প্রচেস্টা
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
খুব ভালো উদ্যোগ ..
জলছবি বাতায়নের জন্য অনেক শুভ কামনা.
বইটি কি নামে পাওয়া যাবে?
নীলকন্ঠ জয়
‘জলছবি বাতায়ন’ বর্ষপূর্তি এবং একুশ সংকলন নামে।
মোঃ মজিবর রহমান
শুভকামনা রইলো
-{@ -{@ -{@
রিমি রুম্মান
শুভ কামনা… -{@
শিশির কনা
সোনেলা ব্লগের ব্লগারদের জন্য কমিশন নেই কোন ?
নীলকন্ঠ জয়
অবশ্যয়ই আছে। প্রথম মন্তব্যটি দেখুন ড শিশির কনা। 🙂