ছড়া ( সোনামনিদের জন্য )

স্বপ্ন নীলা ১৫ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ১২:৫৫:২৩অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

ঘুম ঘুম স্বপ্নীল
খোকাখুকু দেয় ঘুম
হেসে হেসে চাঁদ মামা
কপালেতে দেয় চুম।

মিটি মিটি তারাগুলো
দূর আকাশে জ্বলছে
ঝোপঝাড়ে ঝিঝি পোকা
কার কথা বলছে?

নেচে নেচে পরীগুলো
দেয় শুধু পাহারা
ফুল-পাখি হেসে উঠে
জেগে উঠে সাহারা।

ছপ ছপ দাঁড় বেয়ে
মাঝি যায় অনেক দূর
ভেসে আসে মিনার হতে
আযানের ঐ মিষ্টি সুর।

ঝির ঝির করে বায়ু
সারাক্ষণ বইছে
পাখিগুলো কিচির মিচির
কিবা গান গাইছে!

লাল লাল টুক টুক
সূয্যি মামা উঠবে
খোকাখুকু উঠলেই
পৃথিবীটা জাগবে।

১৬.০৩.২০১৪

৮১৩জন ৮১৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ