ঘুম ঘুম স্বপ্নীল
খোকাখুকু দেয় ঘুম
হেসে হেসে চাঁদ মামা
কপালেতে দেয় চুম।
মিটি মিটি তারাগুলো
দূর আকাশে জ্বলছে
ঝোপঝাড়ে ঝিঝি পোকা
কার কথা বলছে?
নেচে নেচে পরীগুলো
দেয় শুধু পাহারা
ফুল-পাখি হেসে উঠে
জেগে উঠে সাহারা।
ছপ ছপ দাঁড় বেয়ে
মাঝি যায় অনেক দূর
ভেসে আসে মিনার হতে
আযানের ঐ মিষ্টি সুর।
ঝির ঝির করে বায়ু
সারাক্ষণ বইছে
পাখিগুলো কিচির মিচির
কিবা গান গাইছে!
লাল লাল টুক টুক
সূয্যি মামা উঠবে
খোকাখুকু উঠলেই
পৃথিবীটা জাগবে।
১৬.০৩.২০১৪
১৪টি মন্তব্য
লীলাবতী
খোকা খুকু মনিদের জন্য উপযুক্ত ছড়া। খুব ভালো লিখেছেন আপু।
স্বপ্ন নীলা
অনেক অনেক ধন্যবাদ লীলাবতী আপুনি। সবই বড়দের জন্য লেখা হয়—কিন্তু ছোটদের জন্য খুবই কম লেখা হয়—–এই ভাবনা হতেই ছোটদের জন্য লেখা।
ভাল থাকবেন সব সময়
প্রজন্ম ৭১
সোনামনিদের জন্য উপযুক্ত ছড়া । ছোটবেলায় কত মজার মজার ছড়া পড়তাম 🙁
স্বপ্ন নীলা
আমারও ছোটবেলার কথা অনেক মনে হয়—মনে হয় ছোটবেলার মজার ছড়ার কথা
অনেক অনেক শুভকামনা
শুন্য শুন্যালয়
আমার কিন্তু ছড়া পড়তে বেশ লাগে এখনও.
খুব সুন্দর হয়েছে আপু.. -{@
স্বপ্ন নীলা
অনেক অনেক ধন্যবাদ শুন্য শুন্যালয়। ছোটদের জন্যতো কিছু করা উচিত— এই ভাবনা হতেই লিখা এই আর কি !!
আন্তরিক ধন্যবাদ
নির্বাসিত নীল
এটা বেশী ভাল্লাগছে… 🙂
‘লাল লাল টুক টুক
সূয্যি মামা উঠবে
খোকাখুকু উঠলেই
পৃথিবীটা জাগবে।’
বাকিগুলোও ভালো…। 🙂
স্বপ্ন নীলা
ছড়াটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো —– শুভকামনা সব সময়
মা মাটি দেশ
ছোটরা মজা করে পড়বে খুব সুন্দর হয়েছে। -{@ (y)
স্বপ্ন নীলা
হুমমম ছোটদের পছন্দ হলেই হলো ——- আন্তরিক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য এবং সেইসাথে ভাল লাগার জন্য ———— শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
পক্ষকাল পরে হলেও যে লিখলেন তাতেই আনন্দিত ।
ছড়া পড়তে ভালই লাগে ।
স্বপ্ন নীলা
হুমমম ——- ছোটদের জন্য লিখা — ওদের পছন্দ হলেই হয় —- ভাল থাকবেন নিরন্তর
বনলতা সেন
বাব্বাহ্ ,ছড়াতেই আপনি দারুণ ।
স্বপ্ন নীলা
আপুনি তোমার পছন্দ হয়েছে ছড়াটি !! ছোটরা পছন্দ করবে তো !! ভাল থেক সব সময়