ছোবল

ভোরের শিশির ৪ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৬:১৮:৪৮অপরাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

অশরীরী ছোঁয়ায়

……শরীর কাঁপে!

বুকের পাঁজর

ক্ষত বিক্ষত,

অশরীরী আঁচড়ে!

অশরীরীরা আসে

অস্তিত্ব কাঁপিয়ে!

ছায়ার দেয়ালে

ধোঁয়াটে রক্তিম চাহনিতে!

চাতালে পাতালে

অশরীরী পদচারণ,

অশরীরী আলোড়নে

আতঙ্কিত শ্বাপদ;

আলোর মরণ!

পঁচা, বীভৎস

অনুভূতিরা নাচে

অশরীরীয় উল্লাসে,

মৃত আত্মার

অবৈধ অনুপ্রবেশ

খুবলে খাওয়া

শারীরীক অভিলাষে!

চোখ ঠিকড়ে

অন্ধকারের আলোড়নে

অশরীরী তীব্রতা

ছিঁড়ে ফেলে

সুতীক্ষ্ণ মৌনতার

বৃথা আস্ফালনে!

অশরীরীরা আসে

দেহের দেয়ালে

ছায়ার আবেশে

বাতাসের অন্তরালে,

অশরীরীরা উড়ে

দেয়াল এফোঁড় ওফোঁড় করে,

দেহাত্মা শতচ্ছিন্ন হয়

সাদাটে অবয়বের অন্তিম প্রয়াণে!

অশরীরী বাঁচে

ভয়াল অনুভুতির

ছায়াতলে

অশরীরী হাসে শরীরী পরাজয়ে!

৬০৫জন ৬০৫জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ