এখনও ছিদ্র বরাবর আবেদন করব;
মনে করুন-
রাষ্ট্রের অনেকগুলো ছিদ্র বাহির দিকে
রাষ্টীয় সাধু এসব ছিদ্র উৎস জানেন
খাবি খায় ভেসে তৃতীয়াংশ ছিদ্রমানব।
জনতার সফলতা কেবল হস্তবন্ধন
ছিদ্র পুর্নবাসন প্রক্রিয়াহীন ভোগান্তিতে,
লক্ষ্য করুন রাষ্ট্রপক্ষ-
আপনার ছিদ্রটির এক সফলতা ব্যতীত
বাকিগুলো বালিশে মুখ গুজে বুলি ছুঁড়ে
মৌসুমে- কী অভিনব কায়দায় ছিদ্রখনন?
নেত্রকোণা, ময়মনসিংহ।
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার উপস্থাপন । প্রাঞ্জল I
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো। রাষ্ট্রের এমন গুমোর এভাবে বলে দিলেন!! ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। শুভ সন্ধ্যা
নাজমুল হুদা
সব তো বলতে নাই, যা ভাবনা ধরে তাই বলে দেই।
ধন্যবাদ আপু 💕
নিতাই বাবু
রাষ্ট্রের যত বড় বড় বুলি, সবই ফাঁকা গুলি। সফলতার নামে ছাঁইছুঁই।
ভালো লাগলো দাদা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদাভাই 💞
রেহানা বীথি
চমৎকার লিখলেন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
বন্যা লিপি
রাষ্ট্রের ছিদ্র পুনর্বাসনের চমৎকার ময়নাতদন্ত! যথার্থ।
নাজমুল হুদা
ধন্যবাদ বড় আপু 💕
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় স্যালুট জানাই
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
কামাল উদ্দিন
ছিদ্রমানব
ছিদ্র পুর্নবাসন
কী অভিনব কায়দায় ছিদ্রখনন?
……..ছিদ্রকথন খারপ হয়নি, আমরা এসব ছিদ্রের জন্য নিত্য নতুন কৌসল প্রয়োগ করে যাই সফল ভাবে। বন্ধ করার চেগে খুড়ে যাওয়াতেই শুধু লাভ আর লাম। হোক না সেটা আঁকাবাঁকা পথে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
চমৎকার বর্ণনা করেছেন ❤️
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন
হালিম নজরুল
জনতার সফলতা কেবল হস্তবন্ধন