তোমার সঙ্গে এক কদম হেঁটে যাওয়ার ইচ্ছায়
এখনো হেঁটে যাই মৌণ মনে রক্তিম গোধূলীতে
এ বেলা ও বেলা, রাত্রির প্রতি প্রহর
অপেক্ষায় থাকি।
অশ্বত্থের মতো অপেক্ষারা আমার পড়ে থাকে অপেক্ষায়।
রাত্রির জন্য অপেক্ষা রাত্রির নিজস্ব শব্দের
পাতার খসখস
শিশিরের টুপটাপ
নির্জনে ফুটে ওঠা শিউলি
সে অপেক্ষায় হাতছানি দেয় বড্ড গভীর এক ঘুম।
ভোরের রঙও রক্তিম হয়
দিগন্তের সাথে সূর্যের মিলনক্ষন
সন্ধ্যা ও ভোর তা রক্তিম বড়
তোমার পছন্দের কোনো রং জানা হয়নি,
আজ যে শাড়ি জড়াব গায়ে
শাড়ির সে রং তাই আজ ছাইরঙ্গা কালোপাড় হোক
আমার চোখের কাজল
মধ্যমার ছোঁয়ায় তা জড়িয়ে দিয়েছি এ ছাইরঙ্গা পাড়ে।
আজ সাতাশে শ্রাবণ আকাশ মেঘলা কালো ছাই রঙা পাড়ে মোড়া।
দিগন্তের রক্তিম ভোর রক্তিম গোধূলিও মেঘে ঢাকা।
,,,,রিতু,,,
সাতাশে শ্রাবণ।
২০টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
অনেক ভাল লাগা প্রতিটি লাইনে । ধন্যবাদ
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
মেঘ সে তো উড়ে যাবে
পলকা হাওয়ার তোড়ে,
আঙ্গুলে জড়ানো ছাই-পাড়
হাওয়ারা জরিয়ে নাচবে;
অপেক্ষারা শিউলি হয়ে ফুটবে-ই।
মৌনতা রিতু
অপেক্ষারা তো ফুটেই থাকে। বড় অহঙ্কারি যে সূর্য। তাই তো অভিমান শিউলির ঝরে পড়া।
ধন্যবাদ গুরুজি।
ছাইরাছ হেলাল
এ লেখাটি কিন্তু বুঝি-নাই!!
মৌনতা রিতু
গুরুজি বোঝে নাই। এটা মানতে পারলাম না। তবে ঝেড়ে কাঁশতে চাচ্ছে না গুরুজি এটা কিন্তু আমি বুঝেছি।
আগুন রঙের শিমুল
আহা: অপেক্ষা …. সুবর্নরেখা নদী,
গোল্ডকোস্টে সুর্যাস্তের অপেক্ষা, ক্যাম্পফায়ার নিভে গেলে নিরুচ্চার অন্ধকারে মিশে যাবার অপেক্ষা – এক জীবন বাড়িয়ে দিয়ে অন্য জীবন ছোঁয়ার অপেক্ষা … একমাত্র অপেক্ষাই সত্য 🙂
মৌনতা রিতু
চমৎকার বললেন, আসলেই একমাত্র অপেক্ষাই সত্যি। অদৃশ্যমান তবু তা স্পর্শ করা যায়।
ভালো থাকুন। ব্যাস্ততা সফল হোক এই কামনা।
জিসান শা ইকরাম
মেঘ উড়ে যাক…………
অনেক সুন্দর হয়েছে কবিতা।
মৌনতা রিতু
মেঘ উড়ে যাক।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সব সময়।
মোঃ মজিবর রহমান
সাতাশে শ্রাবন কেনো যে এলো!!!!!!
নির্জনে একেলা শিউলি ফুল।
ভাল লাগলো।
মৌনতা রিতু
তাই তো! কেনো যে এলো সাতাশে শ্রাবণ?
ভালো থাকুন মজিবর ভাই। শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
মাথায় আল্লাহ ঘেলু টেলু কিচ্ছু দেই নাই। কি যে করি।
মৌনতা রিতু
^:^ ;?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অন্যের মনের ভাব বুঝা মুশকিল।আন্নেরা যারা হক্ত হক্ত হব্দে খবিতা লিখেন তারা যেন নীচে পাদটিকা দিয়ে দেন।মোর মত মুর্খদের বুঝতে সুবিদা হয়।সাতাশে শ্রবানের শুভেচ্ছা -{@ ^:^
মৌনতা রিতু
হা হা হা। মনির ভাই। যত্তোদিন রম্য পোস্ট না পাইতেছি ততোদিন রক্ষে নেই কারো।
মায়াবতী
রিতু জানো তোমার মত যারা কবিতা লিখতে পারে তাদের কে আমার খুব ই রহস্যময় লাগে ! কি করে পারো অদ্ভুত শব্দ গুলো জোড়া লাগতে ! আহা কি নির্মল ভাল লাগে …
মৌনতা রিতু
কবিতা হয় কিনা জানি না আপু। তবে লিখতে ইচ্ছে করে এমন সব শব্দ নিয়ে। অনেক ভালো থেকো আপু। এত্তোগুলো ভালবাসা রইলো।
তৌহিদ ইসলাম
কত সুন্দর শব্দ চয়নে একখান কবিতা লিখলেন বুবু। প্রানটা জুড়িয়ে গেল। তবে কোথায় যেন একখান রহস্যময়তার ঘ্রান পাচ্ছি। আমার ভুলও হতে পারে।
মৌনতা রিতু
ও বুঝছি তো,” ঐ পছন্দের রঙটা জানা হয়নি” এটাতে আটকে গেছেন। তা কিন্তু মুই বুঝছি ভাইজান।
অজানা সেই ড্রয়ার থাক তালা বন্ধ।
অনেক ধন্যবাদ। এই বুবু ডাকটার জন্য মন থেকে ধন্যবাদ । আমার নিজের কোনো ভাই নেই। ডাকটা তাই খুব ভালো লাগলো। ভালো থাকুন সব সময়।