পথ চলতে চলতে হঠাৎ থমকে যেতে হয় কোনো কারণ ছাড়া- ই।আবার এক সময় পথ চলাও শুরু হয়।থেমে থাকেনা কিছুই। স্রষ্টার নিয়মের বেড়াজাল। এর মাঝে সুখ- দুঃ খ, হাসি- কান্না, সব কিছুই বিদ্যমান। এসব নিয়েই জীবন তরী সাজিয়ে নিয়েই পথ চলা । তবে কিছু শূন্যতা কখনোই পূরন হবার নয়।
,সকলের ঠোঁটের কোণে কিছুটা হাসির রেখা ফুটে উঠুক ।
হয়তো কম- বেশী সকলের ই এই লেখাটি সম্পর্কে ধারণা আছে।
চোরের রবীন্দ্র ভক্তি ”
রবীন্দ্র অনুরাগী এক চোর আদালতে।
বিচারকঃ তুমি চুরি করেছো?
চোরঃ না হুজুর। আমি কবিগুরুর নির্দেশ পালন করেছি শুধু।
বিচারকঃ তার মানে?
চোরঃ গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো- “আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে” তাই ভাবলাম আমিই বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেরিয়ে পড়লাম।
বিচারক: তারপর?
চোর: একটি খালি বাড়ি হতে আওয়াজ এলো-
“এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে”। সাথে সাথে ঢুকে পড়লাম।
বিচারক: বটে, তারপর?
চোর: ঘরে ঢুকে শুনছিলাম- “ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে”। খানিকটা আনন্দ পেলাম।
তারপর ভেসে এলো- “এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল”।
কবিগুরুর নির্দেশ তো আর অমান্য করা যায় না। সব মালপত্র বেঁধেছি সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো-
“আজি দখিণা দুয়ার খোলা”।
পেছনের দরজা দিয়ে যখন বেরিয়ে পড়লাম তখন এই পুলিশটা এসে আমায় ধরলো। ওকে কত বোঝাবার চেস্টা করলাম আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি। তো ব্যাটা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।
বিচারকঃ ঠিক আছে, তোমাকে ছয় মাসের সাজা দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?
চোরঃ “এ পথে আমি যে গেছি বার বার, ভুলিনিতো একদিন ও….”।
বিচারকঃ জেলে যখন থাকবে, তখন তোমার রবীন্দ্রনাথ কি বলবেন?
চোরঃ “ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?
” (কিছুটা সংগ্রহ করা হয়েছে—- আজি দখিণা দুয়ার খোলা)
১৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বেশ মজা পেলাম।
সুন্দর মননে অনন্য সৃজন।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
উর্বশী
বোরহানুল ইসলাম লিটন ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভাল লাগা, মজা পাওয়াও শরীর ও মনের জন্য কিছুটা দরকার ভাই। সুস্থ মেজাজ বিকাশের সহায়ক হিসাবে কাজ করে।ভাল ও সুস্থ থাকুন। শুভ কামনা সব সময়।
আলমগীর সরকার লিটন
বেশ ভাল রম্য লেখেছেন দিদি
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এ ধরনের রম্যের সাথে মাঝে মাঝে দেখা পাওয়ার দরকার আছে চলমান যান্ত্রিকতার যুগে ভাই।তাতে করে সুস্থ মেজাজ বিকাশের সহায়ক হিসাবে কাজ করে। ভাল থাকুন শুভ কামনা সব সময়।
মোঃ মজিবর রহমান
দারুন মজা পেলাম আবার শিখেও নিলাম। শুভ ব্লগিং।
উর্বশী
,মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
হ্যা,ভাইয়া,মাঝে মাঝে এমন মজা পাওয়ার দরকার চলমান যান্ত্রিকতার যুগে। তাতে সুস্থ মেজাজ বিকাশের সহায়ক হিসাবে কাজ করে। ভাল থাকুন অফুরান শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা দারুন মজা পেলাম। এ গল্প আমি জানতাম না।
আরো এমন সংগ্রহ থাকলে লিখুন!!! শুভ কামনা!!
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক৷ ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
আমারও ভাল লাগলো মজা পেয়েছেন।এমন মজা,কিছু ভাল লাগা চলমান যান্ত্রিকতার যুগে মাঝে মাঝে দরকার।তাতে করে সুস্থ মেজাজ বিকাশের সহায়ক হিসাবে কাজ করে।
সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
অনন্য অর্ণব
আজ চুরি করার মুড নেই….থাক
উর্বশী
অনন্য অর্নব ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
থাক,চুরি করার দরকার নেই এখন,শুধু পড়ে ফুরফুরে মেজাজে থাকুন। ভাল থাকুন সব সময় শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
হা হা দারুন মজা পেলাম আপু। এমন শিক্ষনীয় রম্য রচনা আরো চাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হাসি ও আনন্দে থাকাটাও জরুরী। শরীর ও মনের জন্য ভাল।ফুরফুরে মেজাজে থাকা যায় কিছুটা সময়। অশেষ ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ, লেখাটা পড়ে মনে মনে হাসছি। খুব চমৎকারভাবে রনীন্দ্র নাথের আদেশ পালন করেছে। চোর ব্যাটা বেশ জ্ঞানী মানুষ।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ভাইয়া ,
একদম সঠিক বলেছেন। মাঝে মাঝে শরীর ও মনের খোরাক জোগায় এই রকম কিছু কিছু হাসির রুপরেখায়।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ আপু হাসির খোরাক জোগানোর জন্য।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ভাইয়া,
শুকরিয়া।
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
নার্গিস রশিদ
অনেক মজা লাগলো । অনেক শুভ কামনা।
উর্বশী
.নার্গিস রশিদ আপা,
বিনম্র শ্রদ্ধা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল ও সুস্থ থাকুন,।শুভকামনা সব সময়।