চোখের-ব্যথা-সুখ

ছাইরাছ হেলাল ২২ অক্টোবর ২০১৮, সোমবার, ০৮:৪৪:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

চোখ এবার রাগ করেছে, ভীষণ রাগ
অর্ধ-নির্মিলিত নির্নিমেষ চোখে,
কিছুতেই সে খাবে না ভাত
কবিতা খাবে!
এত্ত এত্ত কবিতা কোত্থেকে আসে/আসবে
কবিতা তাই ভাবতে বসে!!

[এরা ভাবা-ভাবি করুক, করতেই থাকুক, আমরা অন্য কিছু
ভাবি/দেখি/খুঁজি]

চোখ এবার খুলে বসেছে চোখের হৃদ-খাতা
সব পড়ে-টড়ে মুখস্থ-টুখস্থ করে খেয়ে ফেলবে!!

[তা করুক না! যা খুশি, সমস্যা নেই]

আ-দিগন্ত সবুজের মাঝে কৃষ্ণচুড়ার-গাঢ়-লালে চোখ-ছুঁয়ে
চোখ ভেবেছিল আহা জীবন, আহারে জীবন, এইতো জীবন,
বা
যে চোখে, চোখ জ্যোৎস্না-কাজল এঁকেছে, ভেসেছে স্বপ্ন-স্রোতে,
কাল-রাতের গভীর-ঘুমে স্বপ্ন-চোখ কোথায় হারিয়ে গেছে;
এইতো জীবন;

ছোট্ট খাতা ফুড়িয়ে যাবে, সেই প্রিয়ার ঘোলা-চোখ, মদ আর রুটির মত!!
চোখের তখন কী হবে!! চোখ কি পা-ছড়িয়ে কাঁদতে বসবে!!

[চোখ গেল চোখ গেল বলে ডাকা পাখিটি অনেকদিন এদিকে
আসে-না/আসে-নি, পথ হারালো কী-না জানিনা/জানিনি!!]

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ