চোখ এবার রাগ করেছে, ভীষণ রাগ
অর্ধ-নির্মিলিত নির্নিমেষ চোখে,
কিছুতেই সে খাবে না ভাত
কবিতা খাবে!
এত্ত এত্ত কবিতা কোত্থেকে আসে/আসবে
কবিতা তাই ভাবতে বসে!!
[এরা ভাবা-ভাবি করুক, করতেই থাকুক, আমরা অন্য কিছু
ভাবি/দেখি/খুঁজি]
চোখ এবার খুলে বসেছে চোখের হৃদ-খাতা
সব পড়ে-টড়ে মুখস্থ-টুখস্থ করে খেয়ে ফেলবে!!
[তা করুক না! যা খুশি, সমস্যা নেই]
আ-দিগন্ত সবুজের মাঝে কৃষ্ণচুড়ার-গাঢ়-লালে চোখ-ছুঁয়ে
চোখ ভেবেছিল আহা জীবন, আহারে জীবন, এইতো জীবন,
বা
যে চোখে, চোখ জ্যোৎস্না-কাজল এঁকেছে, ভেসেছে স্বপ্ন-স্রোতে,
কাল-রাতের গভীর-ঘুমে স্বপ্ন-চোখ কোথায় হারিয়ে গেছে;
এইতো জীবন;
ছোট্ট খাতা ফুড়িয়ে যাবে, সেই প্রিয়ার ঘোলা-চোখ, মদ আর রুটির মত!!
চোখের তখন কী হবে!! চোখ কি পা-ছড়িয়ে কাঁদতে বসবে!!
[চোখ গেল চোখ গেল বলে ডাকা পাখিটি অনেকদিন এদিকে
আসে-না/আসে-নি, পথ হারালো কী-না জানিনা/জানিনি!!]
২২টি মন্তব্য
রিতু জাহান
নাহ! পথ হারাইনি তো। পাখি কখনো কি পথ হারায়?
পাখি কখনোই পথ হারায় না। ডানা মেলে ঠিকই এক দিগন্ত থেকে অন্য দিগন্তে ছুঁয়ে আসার। শুধু সন্ধ্যার ক্ষণে তার ডানা ভাজ করা।
সঙ্গীহীনা এক পায়ে দাঁড়িয়ে থাকে ঠায়। অপেক্ষায় অপেক্ষায় চোখের পাতায় এক ব্যাথা নামে।
অপেক্ষারা অপেক্ষায় থাকে।
আহ! সত্যিই মন ভরে গেলো।
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আপু পাখিও পথ হারায়। পরিযায়ী পাখিদের মধ্যে বেশ কয়েকটি পাখি পথ চিনে ফিরে যেতে পারেনি তাদের গ্রীষ্মকালীন বাসস্থানে। এদের মধ্যে একটা পাখি হলো নর্দান ব্যাল্ড আইবিস। বর্তমানে বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে ইয়্যুরোপে ফিরিয়ে নিয়ে যাবার। কী অদ্ভুত তাই না!
কিছু মনে করোনা তোমার মন্তব্যে এসে লিখে ফেললাম। 🕊
ছাইরাছ হেলাল
আপনি যখন আছেন,
ফিরেয়ে আনা ব্যাপার-না কুন!
নীলাঞ্জনা নীলা
আমি বিজ্ঞানী না। 😎
ছাইরাছ হেলাল
আপনি বিজ্ঞানীর বিজ্ঞানী!!
রিতু জাহান
আমি ওটা জানি আপু। আমার লেখাটাতে ভুল আছে লাইন সাজাতে। আমি দিগন্ত ছুঁয়ে আসার কথাটা বলতে চেয়েছি আসলে।
আল্লাহ্ মনে করব কেনো?
নীলাঞ্জনা নীলা
আপু আসলে একবার লিখতে গিয়ে ভাবলাম তোমাকে বলবো কিনা! কারণ আমি তো জানি তুমি অনেক পড়ো। তুমিও বুঝি আনন্দবাজার পত্রিকা পড়ো?
ছাইরাছ হেলাল
যাক, লিখলেন অবশেষে!!
পাখির ডানা
জানেনা তার শেষের ঠিকানা,
তবু-ও সে উড়ে চলে ব্যাথা পায়ে
ডানার ভাঁজে কষ্ট লুকিয়ে;
মোঃ মজিবর রহমান
ক্লান্তহীন চোখে পড়ে যাই। পথ হারায়মি কিন্তু চোখে কতকিছুই দেখেন প্রকৃতির শ্যামলছায়া, কৃষ্ণচূড়া লাল্ভাব, দুরগিগন্তের সুন্দৈরয্য।
বা হ ! কবি দারুন মনের গহীন থেকে শব্দমালা নিঃসৃত করেন আনেন তাইতো আপনি কবি। -{@
ছাইরাছ হেলাল
ধুর!! আমি কুন কবি-ই না,
কত কিছুই তো লিখতে পারিনি।
হ্যা, স্বীকার করছি, দেখতে পেলে আমারা আনন্দিত-ই হই,
সে এক স্বর্গীয় আনন্দ!
নীলাঞ্জনা নীলা
চোখ, যা দেখে, তাই-ই কি দেখায়? বোঝায়? চোখের কথা বলবো কী আর! চোখ গেলো, চোখ গেলো! আহারর পাখির মন! একখানা আস্ত স্বৈরাচারী, চোখের কথা ভাবেই না।
কুবিরাজ ভাই চোখ নিয়া আমিও বহুৎ মুশকিলে আছি। আপনি তো তবু কবিতা লিখে ফেলতে পেরেছেন। আমি তো তা-ও পারিনা। 😫 ;(
ছাইরাছ হেলাল
চোখ কখনও কখনও আবার স্বার্থপর, যা দেখে তা দেখায় না, বলে-ও না।
অবশ্য বলা যায়- ও না, এই যেমন আপনি বলতে পারেন-নি যা বলতে চান, আমাকে!!
পাখিরা আজকাল খুব দুষ্টু! দূরে বসে ডাকে, পথ হারানোর ভান করে!!
নীলাঞ্জনা নীলা
এই রে কী কথা!
আপনারে বলার জন্য এখন একটাই কথা আছে, বড়ো পানসে জীবন। খাওয়নে কন্ট্রোল করা এত্তো কঠিন ক্যান?
ছাইরাছ হেলাল
আমি এখন পবন হারি বাবা!
নীলাঞ্জনা নীলা
হাওয়া খাওন ভালো।
ছাইরাছ হেলাল
জো হুকুম!
মায়াবতী
হাহাহাহা আহারে চোখ বেচারা!
ছাইরাছ হেলাল
চোখের মায়া-যন্ত্রণা চোখ-ই জানে!
সাবিনা ইয়াসমিন
এ কেমন কবি !! চোখ গুলোকে ভাত খাওয়াতে চায় ! ভাত সে খাবে না, কবিতাও দেওয়া হচ্ছে না,,হাত পা ছড়িয়ে কাদঁতে চায় তাতেও দোষ।
চোখের কি মন নেই ?
ছাইরাছ হেলাল
চোখের মনের খোঁজ কেউ রাখে না, নেয়-ও না।
জিসান শা ইকরাম
চোখের এই অবস্থা!
আপনি জানলেন ক্যামনে? আপনিও কি চোখ?
ছাইরাছ হেলাল
আল্লাহর মাল, আল্লাহ-ই জানিয়ে দেন!