চেতনায় আগুন জ্বলে

নীলকন্ঠ জয় ২৬ মার্চ ২০১৪, বুধবার, ০৩:৪৪:০৯পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

যুদ্ধ দেখিনি আমি,
দেখিনি ২৫ মার্চ কালো রাতের বিভীষিকা,
একাত্তরের রক্ত হলি উৎসব
শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে মৃত্যুর বীভৎস গন্ধ।
দেখিনি গ্রেনেডের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া
হাজার হাজার নিরস্ত্র বাঙালির লাশ নিয়ে
হিংস্র হায়েনার উল্লাস;
রক্তগঙ্গায় ভেসে যাওয়া আমার সোনার বাংলা।
দেখিনি ছোপ ছোপ রক্তে ধর্ষিতা বোনের গলিত লাশ
বুলেটের মুখে অসহায় শিশুর গগনবিদারী চিৎকার
আতঙ্কিত মায়ের মুখ,
প্রতিশোধের আগুন বুকে নিয়ে যুদ্ধে গিয়েছে পাগলা ছেলেটা যার।

যুদ্ধ দেখিনি আমি,
দেখেছি মুখোশের আড়ালে সুকৌশলে লুকিয়ে থাকা
অতি পরিচিত পুরনো হায়েনা,
চিহ্নিত শকুনের জন্য একদল বুদ্ধিবেশ্যার মায়া কান্না।
অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আজ
শকুন আর শকুন
লাল শকুন, নীল শকুন,
হিংস্র দাঁতওয়ালা বিষাক্ত শকুন।
নতুন রণকৌশলে,বাড়িয়ে দিয়েছে দানবিক কালো হাত
গোপন মিশনে নিষিদ্ধ দূতিয়ালি আজো চলছে দিনরাত।

যুদ্ধ দেখিনি আমি,
তবুও রক্তে আমার ধ্বনিত হয় ‘জয় বাংলা’শ্লোগান
চেতনায় জ্বলে আগুন;
তাই একাত্তরের ফেরিওয়ালা হয়ে বেঁচে আছি আজো
তৃষ্ণার্ত রক্তে চেপেছে খুন।
আজ পতাকার কসম খেয়ে বলছি,
‘এই বাংলার স্বাধীনতা নিয়ে ধৃষ্টতা দেখালে,
তোকে চিবিয়ে খাবো শকুন।’

৬০৩জন ৬০৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ