যুদ্ধ দেখিনি আমি,
দেখিনি ২৫ মার্চ কালো রাতের বিভীষিকা,
একাত্তরের রক্ত হলি উৎসব
শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে মৃত্যুর বীভৎস গন্ধ।
দেখিনি গ্রেনেডের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া
হাজার হাজার নিরস্ত্র বাঙালির লাশ নিয়ে
হিংস্র হায়েনার উল্লাস;
রক্তগঙ্গায় ভেসে যাওয়া আমার সোনার বাংলা।
দেখিনি ছোপ ছোপ রক্তে ধর্ষিতা বোনের গলিত লাশ
বুলেটের মুখে অসহায় শিশুর গগনবিদারী চিৎকার
আতঙ্কিত মায়ের মুখ,
প্রতিশোধের আগুন বুকে নিয়ে যুদ্ধে গিয়েছে পাগলা ছেলেটা যার।
যুদ্ধ দেখিনি আমি,
দেখেছি মুখোশের আড়ালে সুকৌশলে লুকিয়ে থাকা
অতি পরিচিত পুরনো হায়েনা,
চিহ্নিত শকুনের জন্য একদল বুদ্ধিবেশ্যার মায়া কান্না।
অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আজ
শকুন আর শকুন
লাল শকুন, নীল শকুন,
হিংস্র দাঁতওয়ালা বিষাক্ত শকুন।
নতুন রণকৌশলে,বাড়িয়ে দিয়েছে দানবিক কালো হাত
গোপন মিশনে নিষিদ্ধ দূতিয়ালি আজো চলছে দিনরাত।
যুদ্ধ দেখিনি আমি,
তবুও রক্তে আমার ধ্বনিত হয় ‘জয় বাংলা’শ্লোগান
চেতনায় জ্বলে আগুন;
তাই একাত্তরের ফেরিওয়ালা হয়ে বেঁচে আছি আজো
তৃষ্ণার্ত রক্তে চেপেছে খুন।
আজ পতাকার কসম খেয়ে বলছি,
‘এই বাংলার স্বাধীনতা নিয়ে ধৃষ্টতা দেখালে,
তোকে চিবিয়ে খাবো শকুন।’
৫টি মন্তব্য
প্রহেলিকা
কবিতার প্রতিটি শব্দে যেন বাঘের গর্জন শুনা গেছে। তারা এমনি এক বর্বর জাতি যা আর বিশ্বের কোনো দেশে দেখা যায় না। আমি আসলে বুঝতে পারব না ওদের বর্বরতা। আপনার কবিতা পড়ে এটুকু বুঝতে পারলাম যে আমাদের দেশে আজও সব তরুণ তলিয়ে যায়নি। শুভেচ্ছা রইল সাথে মুগ্ধতা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন।
শুন্য শুন্যালয়
অসাধারন নীলকন্ঠ … (y)
ছাইরাছ হেলাল
তারুণ্যের এমন উচ্চারণই আমাদের কামনা ।
আমারা এগিয়ে যাব ই ।
কবি যখন বুকার তখন আমাদের মত সেকেলেদের কিছু হারানোর ভয় থাকেই ।
ব্লগার সজীব
খুব ভালো লেগেছে ।
হতভাগ্য কবি
আপনি কই গেলেন? কই ? এভাবে ডুব দিলেন কই?
হুংকারের কবিতা ভাল লেগেছে, দেশটাকে ম্যালা ভালবাসি। -{@ -{@