
প্রিয় অনুপম!
পচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরে!
তবুও তোমায় লিখছি পড়বেনা জেনেও।
আমার ভালোর জন্যেই ঠেলে দিয়েছো দূরে বহুদূরে!
কেমন ভালো আছি একটু জেনে নিও!
তীব্র দন্তশূল বেদনায়!অসহ্য মর্মপীড়ায়!
কিংবা প্রচন্ড শ্বাসকষ্টের মুহূর্তে!
আজও তোমার মুখটাই মনে পড়ে
দহন নিপীড়নের যার ন্যায্য অধিকার সে তো একচুল ছাড় দেয় না সুযোগের সদ্ব্যবহার।
এই তো সেদিন সাফ সাফ বলে দিলো, আশ্রিতা না স্ত্রী পার্থক্যের ধারেনা ধার।
কাকে বলবো মনের কথা!
ভুল মানুষের বন্দনা করায় সমাজ রক্ষা!
আমার সুরক্ষা?
কে জানতে চায় মেয়ে মানুষের ব্যথা?
তুমি আমায় কেন লড়াইয়ের ময়দানে,
একা ছেড়ে দিলে?
এক তুমিই তো ছিলে,
যে আমায় বুঝতো সান্ত্বনা দিতো!
তোমার শান্তনায় কষ্টগুলি অশ্রুজলে ঝরে যেতো!
আজ আর কান্নার জল ও করুণা করেনা।
লক্ষ্মীটি একটি বার ফিরে এসো না!
প্রায়ই তোমার ছবিটি চোখে পড়ে,
আমি নিজেকে ধরে রাখতে
পারিনা বুক ভাঙ্গা তোলপাড়ে!
এই একটি মুখ দেখে দেখে
অত্যাচার সয়ে ও আমি
বাঁচতে চাই যুগে যুগে।
যা বাবা! তোমায়
জিজ্ঞেস করা
হলোনা!
কেমন
আছ?
নিশ্চয়ই ভালো!
ভালো থাকবে বলেই ছেড়ে গেছো।
প্রিয় অনুপম!
তোমাকে ছাড়া আমি ভালো নেই
একদম!
আজ ইতি
টানছি!
তোমার
অপেক্ষায়
সেই আমি!
৩০/০৫/২০২০ইং
৩৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
“তোমার শান্তনায় কষ্টগুলি অশ্রুজলে ঝরে যেতো!
আজ আর কান্নার জল ও করুনা করেনা।
লক্ষিটি একটি বার ফিরে এসো না!
প্রায়ই তোমার ছবিটি চোখে পড়ে,
আমি নিজেকে ধরে রাখতে
পারিনা বুক ভাঙ্গা তোলপাড়ে!
এই একটি মুখ দেখে দেখে
অত্যাচার সয়ে ও আমি
বাঁচতে চাই যুগে যুগে।
যা বাবা! তোমায়
জিজ্ঞেস করা
হলোনা!
কেমন
আছ?”
লেখার এ ফরমেটটি সুন্দর, ভাল করে ট্রাই করুন। আপনি পারবেন। কঠিন হলেও।
চিঠি বিষয়ে আলাপে যাচ্ছি না। ভাষা আর একটু ক্লাসিক করুন!
খাদিজাতুল কুবরা
কিছু চিঠি অনেক দিন আগের ডায়েরিতে লেখা ছিলো। কাঁচা হাতের লেখা।
ভাবলাম শেয়ার করি।
সুপরামর্শ নিশ্চয়ই অনুস্মরণীয়।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আলমগীর সরকার লিটন
এক নতুনত্ব চিঠির অনুভুতির প্রকাশ এভাবে লেখে যান কুবরা আপু অনেক শুভ কামনা
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ লিটনদা অনুপ্রেরণা দেয়ার জন্য।
আপনার জন্য ও শুভেচছা নিরন্তর
আরজু মুক্তা
মুহূর্ত, প্রচণ্ড, ব্যথা, সান্ত্বনা, করুণ, লক্ষ্মী,
বানানগুলো সম্পাদন করুন
খাদিজাতুল কুবরা
সম্পাদনা করে দিয়েছি।
বানান বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
বিয়ের পর চিঠিটি লিখেছেন প্রেমিক কে? সহজ জিনিস রয় না সহজে। চলে গেলেই তার মর্ম বোঝা যায়।
“স্ত্রী না আশ্রিতা” এভাবে থাকলে মনে হয় ভালো হতো!
আমি আমার মতো বললাম।
শুভকামনা
খাদিজাতুল কুবরা
আসলে একসময় গ্রামের মানুষকে প্রবাসী প্রিয়জনের কাছে চিঠি লিখে দিতাম এবং পড়ে শোনাতাম। তা থেকেই চিঠির প্রতি ভালোলাগা জন্মে। ডায়েরিতে চিঠি লিখতাম। এই চিঠিটি ও অনেক আগে লেখা।
আপনার কথামতো লাইনটি এডিট করে দিয়েছি।
বড় আপুর পরামর্শ বলে কথা।
অনেক ভালো থাকুন আপু।
রেজওয়ানা কবির
অনেকদি পর চিঠি পড়লাম, আমার খুব ভাল। লেগেছে।আপনার লেখা দেখে আমারও চিঠি লিখতে ইচ্ছে করছে।লিখবো এরপর।শুভকামনা আপু।
খাদিজাতুল কুবরা
নিশ্চয়ই লিখবেন। আজই লিখে ফেলুন। আবেগের সুষমামণ্ডিত চিঠিটি পড়ার অপেক্ষায় রইলাম।
অনেক ভালোবাসা রইলো।
সুপায়ন বড়ুয়া
মানুষ যখন কষ্টে থাকে
প্রিয়জনের কথা মনে পড়ে।
আপনার চিঠি যখন পড়ছি
আপুর কথাই মনে পড়ে।
ভাল থাকবেন। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ দাদা আপনাদের উৎসাহ পাই বলেই লিখতে পারি।
ভালো থাকুন সবসময়
সুরাইয়া পারভীন
তীব্র দন্তশূল বেদনায়!অসহ্য মর্মপীড়ায়!
কিংবা প্রচন্ড শ্বাসকষ্টের মূহুর্তে!
আজও তোমার মুখটাই মনে পড়ে
দহন নিপীড়নের যার ন্যায্য অধিকার সে তো একচুল ছাড় দেয় না সুযোগের সদ্ব্যবহার।
এই তো সেদিন সাফ সাফ বলে দিলো, স্ত্রী না আশ্রিতা পার্থক্যের ধারেনা ধার।
এই চিঠি পড়ার পরে নির্বাক নিস্তব্ধ হয়ে
শুধু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকতে ইচ্ছে করে শূন্যে মহাশূন্যে। যন্ত্রণা গুলো অনুভব করতে হয় হৃদয় দিয়ে
আসলে প্রচণ্ড কষ্ট পেলে মানুষ তার প্রিয়জনকেই মনে করে।
আমার প্রশ্ন একটায় যুদ্ধের ময়দানে যে একটা ছেড়ে যায় সে প্রিয়জন হয় কী করে?
সুরাইয়া পারভীন
*একা ছেড়ে যায়
খাদিজাতুল কুবরা
কোন ব্যাপার না। এডিট মিস্টেক আমার ও হয়।
খাদিজাতুল কুবরা
কখনো কখনো হয়না!
খরস্রোতার টানে নিয়তির পদাঘাতে সময়ের ব্যাবধানে প্রিয় মানুষটি হারিয়ে যায় কিংবা দূরে সরতে বাধ্য হয়।
প্রতারককে প্রিয় ভাবার মতো বোকাতো কেউ নয় সোনা!
সবসময় পাশে থাকার জন্য অনেক ভালোবাসা রইলো।
ফয়জুল মহী
বাহ
নিপুণ রচনাশৈলী
ভীষণ ভালো লাগলো।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ মহী ভাইয়া।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল
তৌহিদ
চিঠির ফরমেট কি ইচ্ছে করেই এমন করেছেন লেখা যাতে বড় মনে হয় এজন্য? শেষের দিকে একটি শব্দে একটি বাক্য এরকম মনে হচ্ছে। আদতে এভাবে চিঠি লেখা দেখিনি আগে।
আবেগময় চিঠি পড়ে আপ্লুত হলাম আপু। চমৎকার লিখেছেন।
শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
আসলে এটা ঠিক চিঠির আঙ্গিকে লিখিনি।
চিঠিকাব্য লিখতে চেয়েছি। কতোটুকু পেরেছি জানিনা। লেখাটি ও অনেক আগের।
অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় শুভকামনা সর্বক্ষণ।
তৌহিদ
চমৎকার আইডিয়া পেলাম কিন্তু আমি। ধন্যবাদ আপনার প্রাপ্য।
খাদিজাতুল কুবরা
আমি কিন্তু লজ্জা পেলাম!
আপনার অসাধারণ লেখার সাথে আমার লেখা!
একটু একটু আনন্দ ও হচ্ছে।
ভীষণ অনুপ্রাণিত হলাম ভাইয়া।
তৌহিদ
কি যে বলেন! কি সব হিজিবিজি লিখি আমি! কবিতায়তো পুরাই অপারগ।
খাদিজাতুল কুবরা
আপনার কবিতা ও পড়েছি খুব সুন্দর হয়।
মাঝে মাঝে লিখবেন।
মোঃ মজিবর রহমান
চিঠি আবেগীয় মনের কোন হৃদয়ে ব্যাথা বেদনা, একত্রে বাসের আনন্দ, সৃতি, খুনসুটি, ভাললাগা ও পাশাপাশি অবস্থানের ফলে দুরত্ব হলেই পত্রের মাঝে একেওপরের মনের আদান প্রদান হয়। আপনার পত্রে তাহাই উঠিয়া আসিয়াছে।
একেওপরের প্রয়োজন অনুভুত হয়। সেটা কশটের বা মধুময়। কাছে না পাওয়ার যন্ত্রনা চিঠির মধ্যিখানে অন্তর নিসৃত জ্ঞাত অজ্ঞাত কত কিছুই বহন করে। না পাওয়ার বেদনায় ডুকরে কেঁদেও উঠে , উঠে বুকে মাঝে ঝড় হাহাকার শুন্য অন্তরে না থাকা।
খাদিজাতুল কুবরা
আমার চিঠির চেয়ে ও আপনার মন্তব্য সুন্দর আবেগময় হয়েছে ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
আরো আবেগীয় পত্র লিখুন পড়ার অপেক্ষায় র ইলাম।
সুপর্ণা ফাল্গুনী
আবেগে ভেসে গেলাম চিঠি পড়ে। শব্দচয়নে আরো সমৃদ্ধি ঘটানো যেত । আরো চিঠি লিখুন , আমাদের উপহার দিন । শুভ কামনা রইলো অহর্নিশি
খাদিজাতুল কুবরা
সুপরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই।
অনেক আগের কাঁচা হাতের লেখা চিঠি ডায়েরি থেকে শেয়ার করলাম।
ভালো থাকুন সবসময়।
শামীম চৌধুরী
ভালোবাসার টানপোড়নে এমনটিই হয়। চিঠিতে আপনি সুন্দর করে তা প্রকাশ করেছেন। অনুপম পত্র পাঠ না করিলেও আমরা করলাম।
খুব ভাল লাগলো পত্র পাঠে।
খাদিজাতুল কুবরা
অনুপ্রেরণা পেলাম ভাইয়া।
অনেক আগের লেখা চিঠি পুরনো ডায়েরি থেকে শেয়ার করলাম।
অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
ওরে বাবা! এর মধ্যে আবার ছবিও আছে। লুকিয়ে রাখা নিশ্চয়ই অনেক কষ্টের এবং সাধনার।
পুরো চিঠেতে চাওয়া আর না পাওয়ার হাহাকার। প্রেম ব্যাপারটা এমনই। ভালোবাসা, মনের কান্না একজনের জন্য আর বেঁচে থাকা অন্যভাবে।
আপনি আসলেই যা লিখছেন তাই অসাধারণ।
চালিয়ে যান। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
হুশ!
এতো খুঁটিয়ে পড়তে আছে?
গোপন কথাটি রবেনা গোপনে….
চুলে পাক ধরেছে আপু প্রেম এখন খায় না মাথায় দেয় এমন প্রশ্ন বোধকে এসে দাঁড়িয়েছে।
কিছু চিঠি পুরনো ডায়েরিতে পড়ে ছিলো তা থেকেই পোস্ট করেছি।
তাছাড়া পাঠক প্রিয়তার লোভ ও আছে খানিকটা।
অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা নেবেন।
রেহানা বীথি
পুরোনো প্রেম যেন জেগে উঠছে আপু আপনার আবেগী চিঠি পড়ে! আমিও লিখব না-কি একখানা?
খুব ভালো লাগলো আপু আপনার চিঠি। আপনার চিঠির সুবাদে অনেকদিন পর চিঠি পড় হল।
খাদিজাতুল কুবরা
অবশ্যই লিখবেন আপু। আপনার চিঠি পড়ার জন্য তর সইছেনা আজই লিখে ফেলুন। চিঠি মানেই আবেগের স্রোতধারা।
আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম আপু।
পুরনো চিঠি শেয়ার করেছি।
অনেক ধন্যবাদ এবং ভালোবাসা নেবেন আপু।
হালিম নজরুল
ভুল মানুষের বন্দনা করায় সমাজ রক্ষা
খাদিজাতুল কুবরা
সেইতো অলিখিত নিয়ম।
পড়ে মন্তব্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।