চার্জ

জিসান শা ইকরাম ৯ জুন ২০১৪, সোমবার, ১০:৪৯:৪৬অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

চার্জ না দিলে সব কিছুই অফ হয় –
তা ব্যাটারি হোক বা সম্পর্ক।

সঠিক চার্জের জন্য দরকার চার্জ নিতে সক্ষম একটি ব্যাটরি। আনুসঙ্গিক উপকরন – সকেট, ভালো পিনওয়ালা চার্জার এবং বিদ্যুত। চার্জ নেয়ার সক্ষমতা প্রধান বিবেচ্য বিষয়।

সঠিক সম্পর্কের জন্য দরকার চার্জ নিতে সক্ষম একজন ব্যাক্তি। আনুসঙ্গিক উপকরন – মনযোগ, ভালো চার্জ দিতে পারে এমন এক ব্যাক্তি এবং আন্তরিকতা। চার্জ নিতে সক্ষমতা প্রধান বিবেচ্য বিষয়।

তবে ওভার চার্জড এর বিষয়ে সাবধানতা অবলম্বন আবশ্যক।

৬৯৮জন ৬৯৮জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ