জানি না কেমন পারিপার্শ্বিকতা নিয়ে, কতটা মানসিক জোড় নিয়ে, কতটা ধৈর্য্য নিয়ে এগিয়েছেন এই ভাইটি।
পরপর তিনবার ব্যার্থতা! 😮
আমার চারপাশের সকলকে যদি নিজের মনের কাছে সত্য বলতে বলি, তবে কেউ কি এমন আছে যে এটা মেনে নেবে? যার ব্যার্থতা তার চেয়ে বেশি সমস্যা হবে ব্যার্থ ব্যাক্তির চারপাশের লোকজনের। তারা ১ বার ব্যার্থতা তো দূরে থাক, চেষ্টা করার আগেই সেই ব্যাক্তিকে ব্যার্থ বানিয়ে দেবে!
একজন ছাত্র/ছাত্রী অনার্স পাশ করার পরই তার জন্যে কেউ চাকরির দুয়ার খুলে বসে থাকে না। অনার্স শেষ হবার পর অপেক্ষা শুরু হয় নিয়োগ বিজ্ঞপ্তির জন্য। বিজ্ঞপ্তি এলে আবেদন, আবেদন করার পর আবার অপেক্ষা পরীক্ষা কবে হবে তার জন্য।
তার ওপর রয়েছে প্রতিযোগিতা। ১ টা আসনের পরিবর্তে পরীক্ষা দেয় প্রায় ১০০০ পরীক্ষার্থী! ভাবা যায়? তাদের সাথে প্রতিযোগিতা করে ১মবারই কৃতকার্য হতে পারে কজন? খুব কম! কিন্তু যারা একটা পরীক্ষা দিয়েই হতাশ, চারপাশের লোকজন তাদেরকে বলবে, “তুমি আজ পর্যন্ত কৃতকার্য হতে পারো নি।” কিংবা “আজ পর্যন্ত কি পেরেছো ইনকাম করতে?” তাদের জন্য একবালতি সমবেদনা।
আর প্রস্তূতিপর্ব? সেটাও জানেনতো খুব সোজা। অ,অা এগুলো লিখতে জানলেই চাকরী আর ঠেকায় কে? চাকরীতো ছেলের হাতের মোয়া! ৪ আনা হাতে নিয়া বাজারে গেলেই চাকরী খরিদ করা যায়!
হাহাহাঃ আপনি ব্যার্থ হওয়াতে যতটা না কষ্ট আপনার হয়েছে তারচেয়ে আরো বেশি কষ্ট হবে মাছের মায়ের, কিংবা কুমিরের। বিশ্বাস করুন, মাছের মা এমন শোক করবে, যেন তার পুত্র হারিয়েছে, আর কুমিরতো জুড়ে দেবে মায়াকান্না! তারা এমন সুন্দর সুন্দর প্রহসন করবে আপনাকে নিয়ে, যেন আপনি একটা আসামী। চাকরী প্রত্যাশা করে অনেক বড় ভুল করে ফেলেছেন! অনার্স শেষ হয়ে গেছে ৭/৮ মাস হয়ে গেল, এখনো চাকরী হলো না কেন? তাহলে চাকরীর চেষ্টা করে এহেন অন্যায় করার আপনার কী দরকার ছিল? কেন আপনার চারপাশের লোকজনের এতবড় ক্ষতি করলেন আপনি?
আর আপনি যদি মেয়ে হোন,তাহলেতো কথাই নাই! পৃথিবীতে আপনার জন্ম হয়েছে শুধু মাত্র বিবাহ করে সংসার করার জন্য! তা না করে আপনি চাকরী খুঁজছেন? সৎপথে রোজগার করার কথা ভাবছেন? এতো ফাঁসি যোগ্য অপরাধ! আপনার কেন বিয়ে হয়না এই নিয়ে সমাজের কত মাথাব্যথা, তা কি আপনি জানেন? প্রতিদিন তাদের কত টাকার ঝান্ডু বাম কিনে মাথায় লাগাতে হয় আপনার সংসার নেই বলে, সে খবর কি আপনি রাখেন? শীঘ্রই চোখের সামনে যাকে পান, চোখ বন্ধ করে মালা পরিয়ে বলুন কবুল!!!
ওহ, সমাজের চাপে অতিষ্ঠ হয়ে আপনি অবশেষে বিবাহ করে ফেলেছেন? তাহলে বাপের বাড়িতে কি বসে কিসব পড়াশোনা করছেন? জানেন না, বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি হারাম! আপনি কেন শশুড় বাড়ি যান না, এই নিয়া দুঃশ্চিন্তা করতে করতে আপনার আত্নীয় স্বজনরা দুচোখের পাতা এক করতে পারে না! তাদের ঘুম কি আপনি ঘুমাই দিবেন?
বিয়ে হইছে, বেবী কেন হয় না? একটা বেবী হইছে, তো আরো ১০ টা কেন হয় না?…………….
সমাজের মানুষের এসব চাহিদা চলতেই থাকবে। আপনি তাদেরটা খান না, পরেন ও না, তবু তাদের অনেক চাহিদা আপনাকে নিয়ে- আপনি জন্মের পরই বিবাহ করে ফেলবেন, রান্না বান্না এবং কান্না ইত্যাদি করবেন। এতগুলা ছেলেপুলে জন্ম দিবেন এবং পরিশেষে এহেন উপায়ে সমাজকে উদ্ধার করে ফেলবেন!
যাদের আর কোন কাজ নেই, তাদেরই একমাত্র কাজ, অন্যের হাঁড়ির খবর নিয়া খোঁচাখুঁচি করা।কেউ এগুতে চাইলে যত পারা যায়,তাকে টেনে পিছিয়ে রাখা!
এসব লোকের কথাতে আজকাল বড় প্রেরণা খুঁজে পাই। বুঝতে পারি, আমি এখনই অন্যের চোখে উন্নততর কিছু! প্রেরণা যদি নিতে হয়, এমন কটাক্ষ থেকেই নিতে হবে!
সবশেষে অভিনন্দন ভাই।
১৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এটাও এক ধরনের জীবনের অংশ।এখানে ধৈযর্য সাহস অধ্যাবসায় খুব প্রয়োজন।এ সব ঠ্ঘটনার পরই জীবনের আসল রূপ।
নীরা সাদীয়া
ঠিক বলেছেন। অনেক শুভকামনা রইল।
আবু খায়ের আনিছ
প্রেরণা খুজেঁ নিচ্ছেন এটাই বড় কথা। নিজেকে বুঝানোর জন্য হলেও এগুলো বুঝা প্রয়োজন।
নীরা সাদীয়া
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
শ্রম, অধ্যাবশ্যায়, কস্টে যারা অবিচল থেকে চলতে পারে তাঁরা অনেক কিছুই করতে পারে। আমার জানা মত একজন আছে যে ৫-৬ বার সরকারী চাকরীর ভাইভা দেওয়ার পর চাকরী হয়েছে।
শুভেচ্ছা রইল জীবন এখন সামনে আছে স্বারথক হোক মাহমুদ হাসান ভাই। -{@
নীরা সাদীয়া
মাহমুদ হাসান কে?
শুভকামনা জানবেন ভাই।
মোঃ মজিবর রহমান
(y)
নাজমুস সাকিব রহমান
অধ্যবসায়ের গুরুত্ব এ জন্যই হয়তো;
নীরা সাদীয়া
হুম। ভালো বলেছেন।
শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
চাকরী এখন বাস্তবিকই সোনার হরিন হয়ে গিয়েছে,
তবে ধৈর্য্য মানুষকে সুফল এনে দেয়।
ঝান্ডু বাম এর একটি নতুন ব্যবহার জানলাম 🙂
মেয়েদের জন্য জগতটা আমরা খুব কঠিন করে ফেলেছি, বিশেষ করে এই উপমহাদেশে, কাজ কর্ম নেই কেবল মেয়েদের নিয়ে হাজারটা প্রশ্ন এবং চিন্তা।
ভাল লিখেছ।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ দাদা।
শুভকামনা।
সঞ্জয় কুমার
আমি এসব ব্যাপারে একটা কথাই সবসময়ই বলি ।
মানুষ আমাকে নিয়ে কি ভাবলো, সেটা নিয়েও যদি আমাকে ভাবতে হয় । তাহলে মানুষ কি ভাববে ?
নীরা সাদীয়া
আপনার কথাও ঠিক আছে। কিন্তু কেউ যখন সামনা সামনি অপমান করে বসে তখন খুব কষ্ট হয়।
শুভকামনা জানবেন।
নীলাঞ্জনা নীলা
আমি সবচেয়ে ঘেণ্ণা করি পরনিন্দা আর পরচর্চা। প্রিয় মানুষের ভালো কিছু শুনলে ভালো লাগে, খারাপ শুনলে খারাপ লাগে। কিন্তু কেউ কেউ আছে কে কী করলো, না করলো, কীভাবে চললো, কোন পথে হাঁটলো ইত্যাদি আউল-ফাউল নিয়ে। আমার আশেপাশেই ছিলো এমন কিছু মানুষ, অসহ্য লাগতো এদের সঙ্গ। এরা বসলেই কে কীভাবে কথা বলে, চলে, ফিরে, বসে এসব নিয়ে ব্যস্ত।
আপুনি মনের মতো লিখেছো।
নীরা সাদীয়া
কে কে করলো, কোন পথে হাঁটল, এসব নিয়া যারা মাথা ঘামায়, তাদেরকে আমার কাছে নিত্যান্ত অলস বলে মনে হয়। তাদের জ্ঞানের অভাব অাছে বলে আমার মনে হয়।
সুন্দর বলেছেন। ধন্যবাদ।
শুভকামনা রইল।
শুন্য শুন্যালয়
এসব লোকের কথাতে আজকাল বড় প্রেরণা খুঁজে পাই। বুঝতে পারি, আমি এখনই অন্যের চোখে উন্নততর কিছু! প্রেরণা যদি নিতে হয়, এমন কটাক্ষ থেকেই নিতে হবে! একজাক্টলি নীরাপু, এটা বেশ বলেছ। এটা বলতে পারো কারো কারো জন্যে বিনোদনের একান্ত বিষয়, অন্যদের নিয়ে গসিপ করা।
কিছু কিছু ফ্যামিলির মানুষদের দেখেছি, পাশের বাড়িতে কোন কারনে চিল্লাচিল্লি বা ঝগড়া শুনলে, ঘরের টিভি বন্ধ করে কান খাড়া করে রাখে 🙂
ইউ রক ডিয়ার :v
নীরা সাদীয়া
এরকম কত লোক দেখলাম যাদের অন্যের ব্যপারে অাগ্রহ বেশি! অথচ নিজের দিকে কোন খবর নাই।
এসব লোক সর্বদাই আমার অপছন্দের তালিকায়।
শুভকামনা। খুব ভালো থাকবেন দিভাই।
নীরা সাদীয়া
অনেক দিন পর ব্লগে এলাম। তারপর সকলকে প্রতিউত্তর দিলাম। কেউ কিছু মনে করবেন না বিলম্ব হওয়াতে। আসলে চাকরীর পড়া নিয়ে অনেক বিজি থাকি। তাই ব্লগে আগের মতন টাইম দিতে পারিনা। দুঃখিত।
সবাই আমার জন্য প্রার্থনা করবেন, যেন দ্রুত একটা চাকরী পেয়ে যাই। তারপর অবসরে আপনাদের সাথে আবার দেখা হবে আগের মত। (3