চশমাওলা শয়তানের মহান বাণী-২২:
না দিলে পাওয়া যায়… দিলে সন্দেহ করে…
চশমাওলা শয়তানের মহান বাণী-২৩:
মন ছাড়া শরীর অকার্যকর… মনকে কথা বলতে দাও, দেখবে শরীর কথা বলছে…
চশমাওলা শয়তানের মহান বাণী-২৪:
আমার ভাল লাগে খুলতে… তোমার ভাল লাগে তুলতে
চশমাওলা শয়তানের মহান বাণী-২৫:
পিশাচ চেনো? তাহলে কিভাবে বলো আমাকে চেনো!
চশমাওলা শয়তানের মহান বাণী-২৬:
যখন তুমি শিশু, তখন আমি ভিতু
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
২৫ ছাড়া বাকিগুলোর কিছুই বুঝিনি। মনে হচ্ছে এই বাণী গুলো সব পাঠকের জন্য না।
তির্থক আহসান রুবেল
প্রতিটারই বাস্তবসম্মত ব্যাখ্যা আছে। যেহেতু বিশেষ পরিস্থিতিতে লেখা, তাই সেটা না জানার কারণে বোধগম্য হয় নি। সেটা জানলে আপনিও এই বাণীকে নিজের বাণী বলবেন।
উদাহরণ হিসেবে বলি: প্রথমটার ব্যাখ্যা হচ্ছে: সত্যিই কাউকে ভালবেসে হৃদয় দিয়ে বসলে, অপরজন সন্দেহ করে। আপনাকে দূর্বল ভাবে। কিন্তু আপনি তার সাথে প্রতারণা করে ভালবাসার অভিনয় করলে সব পাবেন।
আলমগীর সরকার লিটন
চমৎকার দাদা
ঈদ মোবারক—————–
তির্থক আহসান রুবেল
ঈদ মোবারক ভাই
মোঃ মজিবর রহমান
বানী ভালোই লাগলো।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
বাণী চলুক আপন গতিতে। শুভ কামনা।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ