চশমাওলা শয়তানের মহান বাণী-১৭:
কষ্ট সয়ে আর কত ভাল থাকাথাকি… চল এবার নষ্ট হয়ে সুখে থাকি
চশমাওলা শয়তানের মহান বাণী-১৮:
একাকী দিন তোমার আগমনে পূর্ণ হতে পারে… প্রস্তুত সবকিছু, তোমার আগমনের অপেক্ষায়…
চশমাওলা শয়তানের মহান বাণী-১৯:
তোমায় আমি অর্ঘ্য দেই দেবী ভেবে, বিনিময়ে অর্ঘ চাই… সেটাও দেবী ভেবে… এখানে অশ্লিলতার কি আছে!
চশমাওলা শয়তানের মহান বাণী-২০:
শরীর থেকে মন কিংবা মন থেকে শরীর… দুটোই সম প্রেম নির্ধারণ করে…
চশমাওলা শয়তানের মহান বাণী-২১:
আমাকে বাপ-ভাই’র তালিকায় ফেলো কেন! সবার মতোই আমি প্রেম-কাম ঘেরা মানুষ। আমি মানুষ…
৮টি মন্তব্য
নবকুমার দাস
চমৎকার ভাবনা । সাহসী ও দৃঢ়। সিরিজটা চলতে থাকুক।
তির্থক আহসান রুবেল
আশা রাখছি আর ব্লক-টকে না পড়ে চালিয়ে যেতে পারবো
নবকুমার দাস
আচ্ছা বেশ । আপনাকে ফেসবুকে খুঁজছি এখন ।
নবকুমার দাস
আচ্ছা বেশ । আপনাকে ফেসবুকে খুঁজছি এখন ।
রোকসানা খন্দকার রুকু
নষ্ট হয়ে ভালো থাকা ভালো, মন তো চায়-ই!!সমাজের কাছে দেবী পুজো অশ্লীল!! সিরিজ চলতে থাকুক!!
তির্থক আহসান রুবেল
সমাজ বর্তমান সময়ের সবচেয়ে মিস ইউজড আইটেম। আমি বুঝি কারো ক্ষতি না করে, যেমন খুশি ভাল থাকা এবং অপরকে থাকতে দেয়াটাই সভ্যতা
হালিমা আক্তার
বানী কখনো শয়তানের হয় না। মানুষের স্থান অনেক উর্ধ্বে। তাই বানী মানুষের হওয়া উচিত।
তির্থক আহসান রুবেল
এই বাণীগুলো কেন শয়তানের তা একদম শুরুতে জানিয়েছিলাম। তবু ছোট্ট করে এভাবে বলবো: এই কথাগুলোর বেশীরভাগ আমাদের মনে থাকে, কিন্তু আমরা লোকদেখানো ভদ্র সাজতে প্রকাশ্যে বলি না। কাজেই যে বলে বসে সে আর ভদ্র থাকে না। সে শয়তান হয়ে যায়।