চশমাওলা শয়তানের মহান বাণী-৩৭:
আসুন আমরা এক সাথে আত্মহত্যা করি। আসবেন?
আপনার কি ধারণা, আমরা বেঁচে আছি……………!!
চশমাওলা শয়তানের মহান বাণী-৩৮:
মনে শরীর থাকে, শরীরে মন থাকে না
চশমাওলা শয়তানের মহান বাণী-৩৯:
তখন আমি প্রতিবাদী ছিলাম, তোমরা আপোষকামী… আজও আমি প্রতিবাদী, তোমরা অর্থবিত্তে সম্মানী
চশমাওলা শয়তানের মহান বাণী-৪০:
ধর্ম দিয়ে মানুষ নয়, মানুষ দিয়ে তার ধর্মকে বিচার করি
চশমাওলা শয়তানের মহান বাণী-৪১:
গতি নাই….. গতি চাই….
মস্তিস্ক…. কথা ক….
চশমাওলা শয়তানের মহান বাণী-৪২:
ভালবাসি এ কথাটা বলতে আর ভাল লাগে না…
ঘৃণা করি এ কথাটা অনেক কষ্টেও বলতে পারি না…
৮টি মন্তব্য
হালিমা আক্তার
সত্যি কথা বলতে কি, আমার কাছে এই বানী বিশেষ করে 42 নং একদম ভালো লাগলো না। এটা কোন আহ্বান হতে পারে কি। বেঁচে আছি বলেই তো ব্লগে লিখতে পারছি। জীবনের ভাবনা গুলো ইতিবাচক হলেই ভালো হয়। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত।
তির্থক আহসান রুবেল
কোন এক বিশেষ সময় হঠাৎ চলে এসেছিল
নার্গিস রশিদ
হতাশায় ভরা কবিতা। আসলে মাঝে মাঝে হতাশা আসে।
তির্থক আহসান রুবেল
একেকটা একেক সময় লেখা, একেক পরিস্থিতিতে
আলমগীর সরকার লিটন
সমকামী তরে মাংকি পক্স
চিন্তার মনে ভাইরাস——————-
তির্থক আহসান রুবেল
খুব জটিল হয়ে গেল বোঝার জন্য
ব্লগ সঞ্চালক
আপনি সোনেলায় এসেছেন ৮ বছর ৩ মাস ২ দিন। এই সময়কালে মোট মন্তব্য করেছেন ১৭০টি। এর মধ্যে অন্যদের পোস্টে মন্তব্য করেছেন ৪টি, আর নিজের পোস্টে ১৬৬টি।
এটি সোনেলা ব্লগ নীতিমালা ১০-এর সাথে সাংঘর্ষিক। আপনাকে পুনরায় নীতিমালা পড়ে নিতে বলা হল।
তির্থক আহসান রুবেল
জ্বি। আমি প্রায় প্রথম দিকের সদস্য। তারপর নানা কারণে আমি গুম থাকি সবকিছু থেকে। সাম্প্রতিক সময় আবার ফিরে আসা গ্রুপের কিছু সদস্যের প্রেরণায়। আমি পেশাগতভাবে এমনভাবে জীবন কাটাতে হয় যে, আমি নিজের জন্য সামান্য কিছু সময় দিতে পারি। ১৬/১৭ ঘন্টা কোন না কোন কাজের মধ্যে থাকতে হয়। এর মাঝে টুকটাক ঢুকে কমেন্ট চেক করি। কিন্তু কোন লেখা পড়ে, তা নিয়ে নিজের মতো ভেবে কমেন্ট করার মতো সেভাবে অবসর মেলে না। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, আমি যে লেখাগুলো বছর ২/১-এ দিয়েছি, কোনটাই নতুন লেখা নয়। এগুলো বেশ কয়েক বছর আগে লিখে ফেলে রাখা। অর্থাৎ আমি নতুন লেখার মতো সময় পাওয়া বা মানসিক অবস্থায় নাই।
ফলে সবকিছু মিলিয়ে আমাকে এই ব্যপারে ছাড় দেয়ার প্রস্তাব রাখছি।