ঘুমের অ-ঘুম

ছাইরাছ হেলাল ৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ০৯:০৯:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

হোঁচট খেতে খেতে অনেকটা পথ হেঁটে-হেঁটে এসেছি,
অনেকেই সাথে ছিল, আছে এখনও অনেকেই;
ছুঁয়ে এসেছি মনোলোভা কালচক্র,
ফেলে এসেছি হেলাফেলায় শঙ্খচূড় সাপের মনি,
মসৃণ অ-মসৃণ ছোট/বৃহৎ ঢিবি, অপুষ্ট/সুপুষ্ট জলধি,
হাতে ধরা নাটাইয়ের সুতোর দূর প্রান্তে
আকাশ-ঘুড়িটি সাথে নিয়েই চলছি;
শুধু ফেলে এসেছি আয়না-জলে লেখা খাতাটি।

পলক-অপলক চোখে ঘুরে-ঘুরে ফিরেছি
আনন্দ-বিহারে, চেনা-অচেনা বদ্বীপে,
আলতো পায়ে সন্তর্পণে পিছু নিয়ে পেখম-ময়ূর ছুঁয়েছি,
তন্ময়-ধ্যান-বৃষ্টিকে হাঁপাতে হাঁপাতে হাসতে দেখেছি,
উল্লাসে-সোল্লাসে;
ধ্যান-মগ্ন-সিঁদুর-বক দেখছি বিষম-চোখে,
রঙয়ের-তুলিতে-বিভোর শিল্পীর রাত-জাগা-উষ্ণ-চোখ দেখেছি;

শুধু ঘুমের অ-ঘুমকে একটু ঘুমুতে বলেছি,
ঘুমুতে দেখিনি;

৪৭৩জন ৪৭৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ