আমার অনেক দিনের চখ [শখ] ঘতকালী করবো বাইয়া,
ম্যালা দিনের চখ…
গতকালকে এক পাত্ররে জিগ্যেস করলাম, “কিমুন মাইয়া লাগবো”
সে কইলো, “3S”
আমি কই “মানে কি?”??
কয়, তিনডা “S” = Sweet Soft Sexy
আমার তো চোখ কপালে উইঠা তারপর লাফ দিয়া সুইসাইড করবার লাগছিলো,
Sweet আর Sexy তো বুজলাম, Soft আবার কিতা???
কয়, আরে এই Soft সেই Soft না আপু, এটা অইলো “attitute” Soft হইতে হবে,
হাঁফ ছাইড়ে বাঁচলাম বাবা!!! আমি বেবেচি আবার ধরে ধরে দেকতে হবে কিনা! :v :v
আমি বললাম, “আচ্ছা”
সে বলল, “Soft মানে কিন্তু আসলেই Soft হইতে হবে আপু, আপনার মত পাজি হইলে হবে না কিন্তু”
আমার পিলিংস তকন, “কেউ আমারে মাইরালা, হালায় কয় কি!! :/ ”
তারপর বাবলাম, এ আর এমন কি চাইচে, খুঁজে দেয়া যাবে!!
সে তকন বলল, আপু, আমি কিন্তু খিউত মেয়ে অনেক পচন্দ করি আপু, কতাটা একটু খিয়াল রাকবেন, আর সেমলা (শ্যামলা) হলে আরেত্তু বালো হয়,
আর আপু, মেয়ে কিন্তু বুদ্দিমতি হইতেই হবে আপু, নাইলে একদম চলবে না আপু, আসলে হইচে কি? আমি এত্তু বোকা তো!!!!
আমি তো ততক্ষনে খিঁচ খায়া বইয়া গেছি… আমার মুখ সুকায়া অইয়া গেছে তিন বচরের পুরানা আমশির মতন! আর কিতা কিতা কইতে পারে বাবতাছি…
তারপর সে কইল, আপু, আরেকটা কতা, মেয়ে কিন্তু এত্তু গোছানো হইতে হবে, হইচে কি! আমার এত্তু এলোমেলো করতে বাল্লাগে , আর আপু, ওরে কিন্তু যে কোন পরিবেসের সাতে খাপ-খাওানের খমতা তাকতে হপে আপু, কারন আমি কোন সময় তারে কোন পরিস্তিতিতে নিয়া ফালায়া দেই আমি কিন্তু নিজেও জানিনা… :3
আর আমার কিন্তু ন্যাকামি একদম ভাল্লাগেনা কইয়া দিলাম, তবে মাইয়ার কিন্তু একটু ঢঙ্গী হইতেই হবে! এইতা জেনো মিস না অয় আপু!!!
O.o o.O
সেস আরেকতা কতা আপু, সরত চন্দ্রের একতা বইয়ে পরছিলাম, একতা মানুস আর একতা মানুসকে জানার আগ্রহ এক সাতে চলে, বুজছেন কি কইছি? এক সাতে চলে, জানা সেস হয়ে গেলে কিন্তু আগ্রহ কমতে থাকে… বুজবার পারছেন্নি কি কইবার লাগছি??? অর লাইফের গল্প কিন্তু অফুরন্ত হইতে হপে আপু, আমার আগ্রহ কমে গেলে কি হবে সেতা তো বুজতেই পারছেন, ঝামেলা অইয়া যাবে…
আপু, আমি অবসস এখন এগুলা নিয়া একদম ভাবতেসি না আপু, আমি নতুন একতা ব্যাবসা সুরু করুম নির্বাচনের পরে, আমি এখন এইতা নিয়াই ভাবতেছি…
(না ভাবতেই এই অবস্তা, ভাবতে গেলে কিতা অইব আল্লা-মাবুদ জানে, তয়, আমি একতা জিনিস অ্যাড করতে চাই, পাত্র কিন্তু লম্বা আছে, পাত্রীও লম্বা হইতে হবে…)
আপনাদের চিনার সুবিদার জন্যে বলি, পাত্রের বাড়ি কিন্তু জেলখানার আশেপাশে…
তবে উনি কিন্তু কয়েদি না, উনি সাংঘাতিক…
পাত্রের চাহিদা অনুযায়ী পাত্রী পাইলে কিন্তু আমাকে জানাবেন ভাইয়ারা, আমি একলা কিন্তু পারবনা খুজতে, বুজেন-ই তো 😀
১৫টি মন্তব্য
ব্লগার সজীব
আমার পিলিংস তকন, “কেউ আমারে মাইরালা, হালায় কয় কি!! হা হা হা হা হাহা হা :D) ধারুন মঝা ফেলাম আফু ।
দিলরুবা মুন
😀
তন্দ্রা
যাক আপু যোতুক এখন চাই নাই, বাগে ফেলেন সব উসুল হইব ক্ষণ।
দিলরুবা মুন
আসলে ইনায়ে বিনায়ে আমার কি কি চেঞ্জ করতে হবে তাই জানালো
আর কি!
শুন্য শুন্যালয়
আপু পাত্রী কিন্তু সফট হওয়া লাগবে :p
দিলরুবা মুন
:p 😀
নীলকন্ঠ জয়
চপট পাত্রী কুতায় পাবো? তয় হার্ড হইলে দিবার পারুম।। :p
দিলরুবা মুন
;?
আদিব আদ্নান
চাহিদা শুনে আমিও খিঁচ খাইলাম ।
মাইরালা আম্রে ।
দিলরুবা মুন
\|/
খসড়া
:D) :@
খসড়া
হাসতে হাসতে আমি শেষ এত হাসলাম বলে রাগের ইমো দিলাম যদি কাঁদতে হয়।
ছাইরাছ হেলাল
ফেসবুকিয় ভাষার অপূর্ব ব্যবহার ।
জিসান শা ইকরাম
সকালে পড়ে হাসতে হাসতে অস্থির হয়ে গেছি ।
লেখার উপস্থাপনা দারুন হইছে ।
বনলতা সেন
বেশ মজা করেই লিখছেন দেখছি ।
যাক , ফলাফল জানার অপেক্ষায় রইলাম ।
সব ইমো আপনিই দিয়ে দিলেন !