গান-১৪৯

রকিব লিখন ১৭ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১০:০৭:০১অপরাহ্ন সঙ্গীত ৯ মন্তব্য


বাংলার জনতাকে সংগ্রামী চেতনার
যে শোনালো গান
সে আমার জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

তোমার বাণী যুদ্ধ জয়ের
সাত মার্চের সেই ভাষণ
কোটি প্রাণের শক্তি যোগায়
আজো রুখতে দুঃশাসন
ধ্বনিত হবেই বাংলার বুকে
জয় বাংলার স্লোগান

বাংলার বুকে স্বপ্ন তোমার
করবোই আমরা সফল
নিপীড়িত মানুষের আর
ঝরতে দেব না চোখের জল
বাংলার মাটি বাংলার মানুষ
ভুলবে না তোমার অবদান

৬০৩জন ৬০৩জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ