বেদনার সবটুকু আমাকে দিয়ে
সুখ নিয়ে তুমি ফিরে যাও,
তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো
বলবোনা ভালোবাসা দাও,,,,,,,
না, এটি আমার লেখা কোনো কবিতা বা গান নয়। এটি গেয়েছিলেন এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রবী চৌধুরি। তখনকার সময়ে এমন গান শুনিয়ে শুনিয়ে কতো যে প্রেমিক-প্রেমিকাগন তাদের অভিমানি সাথিদের ফিরে পেয়েছেন তার সঠিক হিসেব নেই। দেখেছি তখনকার প্রেমের উপর গানের প্রভাব শক্তির নমুনা। এখনো সেই প্রেম আছে কিনা জানি না। তবে গান শুনি ইচ্ছায়-অনিচ্ছায়,,কানতো আর বন্ধ রাখতে পারি না। এখন একজন প্রেমিক ছ্যাঁকা খেলেই গান ধরে
* মাইয়্যা ও মাইয়্যারে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়্যা দে *
প্রেমিকাও কম যায় না ,,সেও গায়,,
* আমিতো ভালা না
ভালা লইয়্যাই থাইক্কো *
কেউ কাউরে ফিরা চায় বলে মনে হয় না !! এখন আবার ফেসবুকের যুগ। প্রেমে ব্যার্থ হলেই স্ট্যাটাসের বন্যা বইয়ে দেয়। সেসব দেখে মনে হয় এরা প্রেমে ব্যর্থ হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্যেই। একজন ম্যাসেন্জারে জিজ্ঞেস করেছিলো,,আপনি ফেসবুকে কি করেন আপু ?,,,উত্তরে বলেছিলাম এখানে অত্যন্ত সস্তাদরে বহুমুল্য আবেগ বেঁচা-কেনা হয় ,সেটাই দেখি বইন। বলাবাহুল্য আপুটিও প্রায়ই আবেগ ছাড়তো তার স্ট্যাটাসে সাথে আমাকেও ট্যাগ দিতো !!
ফেসবুকে অনেকগুলো বাক্স আছে তার মধ্যে একটা হলো * ইনবক্স *। ফেবুতে এসে এই বক্সের ব্যবহার করেন নাই এমন লোক বিরল। ফেসবুকের স্ট্যাটাসের সাথে এই বাক্স ওতপ্রেত ভাবে জড়িত। এখানেও প্রেম গড়ে-ভাঙে,,তার একটা নমুনা দিচ্ছি,,,
একমেয়ে স্ট্যাটাস দিলো ( একটা গানের লাইন )
* বন্ধু আমার বাড়ি আইসো
প্রেমের বাক্স দিবো খুইলে,,*
ট্যাটাস পড়ে একজন তাকে ফ্রেণ্ড রিকুয়েস্ট পাঠালো,,মেয়েটিও একসেপ্ট করলো। এখন তারা বন্ধু-বান্ধবী হলো। এবার ম্যাসেন্জারে শুরু করলো মনের আদান-প্রদান। গান-কবিতা ছবি দেয়া-নেয়া সবই ঠিক ছিলো,,তারপরেও সম্পর্কটি ভেঙে গেলো। কারন ঐ ইনবক্স ! কি হয়েছিলো বলছি,,,
ছেলে –হাই !
মেয়ে –হ্যালো ।
ছেলে — কি করছো ?
মেয়ে –এইতো,,আমার পেট (পালিত জন্তু pet )নিয়ে খেলছিলাম। তোমার পেট আছে ?
ছেলে –তাই !! হ্যা আমারও একটা পেট আছে।
মেয়ে –বাহ ! আগেতো বলোনি,,এক্ষুনি ছবি পাঠাও দেখবো ।
ছেলে পাঠিয়েছিলো উদোম গায়ের ভুঁড়িওয়ালা গোলগাল এক পেটের ছবি। ছবি দেখে মেয়েটি আর অবাক হওয়ার সময় নেয়নি,,,সোজা ব্লক করে দিয়েছিলো নব্য প্রেমিক বন্ধুটিকে। প্রেম আর পেট সহ-প্রেমিক হারিয়ে মেয়েটি স্ট্যাটাস দেয়াই বন্ধ করেদিলো ।
আমারও আছে এমন একটা বাক্স। প্রথম-প্রথম এই বাক্সটা চুপচাপই থাকতো,,দিনে দিনে বন্ধু-বান্ধবীর (এখানে বাপ-মা, ভাই-বোন সহ যাবতীয় আত্মীয়কে বন্ধুই বলা হয় )সংখ্যা যেমন বাড়তে থাকলো, তেমন ওটার মিউজিকও বেড়ে গেলো।ঐটা হয়ে গেলো মিউজিক বক্স। সারাক্ষন টুংটাং বাজা শুরুহলো। কি দিন-কি রাত টুংটাং আর থামেই না। শেষমেশ অনেক চেষ্টা তদবীরে বাক্সটা নিয়ন্ত্রনে আনতে পেরেছি।
আমি গান শুনতে ভালোবাসি,,নিজে গাইতে পারিনাতো তাই হয়তো একটু বেশিই শুনি। বেদনাময় গান থেকে দুরে থাকি,,গান শুনে যদি মন ভালোই না হয় তাহলে গান শুনে কি হবে,,,,সোনেলার সোনালী বন্ধুদের জন্যে রইলো প্রিয় গানের কিছু লাইন ……
” ভালোবাসা ছাড়া আর আছে কি,
ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের
নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি…
৩৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
প্রেমিক প্রেমিকারা হারানো ধন ফিরে পেয়েছেন তা আপনি জানলেন কী করে!!
আচ্ছা আপনি দেখছি অনেক কিছুর বিশেষজ্ঞ!! ফেবুর ও!!
ফেসবুকে এত্ত এত্ত কিছু হয়!!
এত্ত দিনে কিছুই জানতে পারলাম না!!
এত্ত তথ্য নিয়ে ঘুমান কী ভাবে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে অশেষ নেকি দান করেছেন দেখতে পাচ্ছি।
লেগে থাকুন, উজ্জ্বল হউন!!
সাবিনা ইয়াসমিন
প্রেমিক প্রেমিকারা হারানো ধন আসলেই ফিরে পেয়েছিলো,,নিজের চোক্ষে দেখেছি মহারাজ। তখনতো আর এই ম্যাজিক বক্স থুক্কু ম্যাসেন্জারের যুগ ছিলো না,,ছিলো হস্তে লেখা চিঠির যুগ। গোপন কথা কমই গোপন থাকতো । কয়েক জনের চিঠি পড়া ও লিখে দেওয়ার সুযোগ হয়েছিলো আমার। ( বিনিময়ে ভালো হাদিয়া পেতাম ) সেই চিঠি গুলোতে কথা কম গানের কলি বেশি থাকতো,,চিঠিতো না যেনো একেকটা গীতি-কবিতা !!
বিশেষজ্ঞ হওয়া তেমন কোনো ব্যপার না,,বিশেষ-অজ্ঞতা থেকে জ্ঞান নিয়েও বিশেষজ্ঞ হওয়া যায়।
ফেবুতে থাকলে ফেবুর ঢংঢাং রীতি-নীতি একটু আধটু জানা হয়েই যায় মহারাজ।
তথ্য গুলো মগজে ভরেই রাখি ,,যখন উপচে পড়ার সময় হয় তখন সোনেলার উঠোনে ঢেলে দেই। সোনেলার বিশাল উঠোনের এক কোনায় রেখে জমিয়ে রাখি। জানি এখানকার পাহারাদার খুব আন্তরিকতার সাথেই এগুলোর দেখাশোনা করবে।
আপনার সুনজর আর শুভকামনা থাকলে উজ্বল হয়ে যাবো মহারাজ,,,শুধু ভয় দেখানো একটু কমিয়ে দিয়েন।
অনেক ভালো থাকুন সফলতায় স্বমহিমায়,,, -{@ -{@
ছাইরাছ হেলাল
আপনি দেখছি পত্র-লিখিয়েও, তা মন্দ নয়,
তাই বলে আপনাকে বলতে বলছি না নিজে থেকে কথায় কোথায় কতগুলো লিখলেন!! তা সবিস্তারে বয়ান করুন!
অবশ্য আপনি মোটেই অমন নন!!
ঢং-ঢাং এর রীতিনীতি! মানে ঢংগি!! অরে বাব্বা!! সেতো বিরাট শিল্প!! আপনি শিল্পী!! বহুত গুণ আপনার!
এদের তো ভয় পাই।
আপনাকে কে আবার ভ্য়-টয় দেখাতে পারে, ভয়-ই তো তটস্থ থাকে, আপনার যে সৈন্য-সামন্ত(মেকি)!!
আহারে দুন্নাইডা সোনা দি না, পিত্তল দি!!
সাবিনা ইয়াসমিন
দুন্নাইডা পিত্তল দি অইলেও সোনেলা সোনা দি,,,,এটা আপনাকে স্বীকার করতি হইবে মহারাজ। ( জোর করছি না অবশ্যই )।
জিসান শা ইকরাম
চোখ বুলিয়ে গেলাম কেবল।
লেখা নিয়ে তো আড্ডা দিতে ইচ্ছে করছে 🙂
সাবিনা ইয়াসমিন
এখন আড্ডা দিতে বসলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে 😂
সাবিনা ইয়াসমিন
আপনার চোখ বুলানো শেষ হলে লেখাটি পড়ে মন্তব্য দিন।
জিসান শা ইকরাম
চোখ বুলানো শেষ ভাউ।
সাবিনা ইয়াসমিন
ভাউ ??”!!!??
রিতু জাহান
আর বলিও না গানের কথা। তবে আমার সব সময়ই গজল খুব ভালো লাগে। হিন্দি, বাংলা গজল অসাধারণ লাগে আমার।
আধুনিক গানও বেশ লাগে।
পেট আর পেট পড়ে আমি দুখের মধ্যেও হাসতেছি। দারুন লিখেছো আপু।
সাবিনা ইয়াসমিন
যাক,তোমার মুখে হাসি ফোটাতে পেরেছি বলে খুশি হলাম,,,
দুঃখটা কিসের তা কিন্তু জানা হলো না । ;?
রিতু জাহান
আর বলিও না!! নিত্য সংসারে যা হয়। বড় ননদ হসপিটালে ভর্তি। শশুর বাড়ি কাছে। আজ থেকে সকল ব্যাস্ততা ঝেঁড়ে উঠলাম বলে মনে হচ্ছে। স্থির হতে চাই ব্লগে। এখন নিয়মিত ব্লগে পাবে আশা করছি।
মাহমুদ আল মেহেদী
সব কমন পড়ছে। লেখাটা তো আমার লেখার কথা ছিল। যাক ভালই হল আপনিই লিখে দিলেন। অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
আপনার লেখা আমি লিখেছি !! চোর না বলে ধন্যবাদ দিলেন,, এতেই আনন্দিত হলাম।
এককাজ করুন তাড়াতাড়ি করে আমার লেখাটি আপনি লিখে দিন,, তাহলে শোধ-বোধ হয়ে যাবে আর আমিও আপনাকে অনেএএএএএক গুলো ধন্যবাদ দিয়ে দিবো 😀
কখন শুরু করবেন ?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লেখাটা মোবাইলে পড়েছিলাম পোষ্টের শুরুতেই কিন্তু…..সত্যিই আপনি অতীত মনে করিয়ে দিলেন।তখন আমি নিজেই একটা ভাঙ্গা টেন্ডাষ্টার বানাইছিলাম।ওটাতেই এ গানগুলো শুনতাম তবে কারো প্রেমে পড়ে নয়।তখন প্রেমে আমার বিশ্বাস ছিল না।ছবিঁ আকঁতাম আর গান শুনতাম।আরো আছে…জহির আহম্মেদ এর পাখিরে উড়ে যা,,,,,,তপন,,,শুভ্রদার নীল চাঁদোয়ার আরো কত কত গান।মন ভরে যেত।এক বেলা ভাত না খেয়ে থাকা যেত কিন্তু গান না শুনে বেচে থাকাটা ছিলো অসম্ভব।
সেই সময়ের গানের কথা সূর কণ্ঠ মিউজিক সব ছিল চমৎকর।সব গানেই ছিলো উচ্চাঙ্গ সঙ্গীতের ছোয়াঁ তাই ঐ সব গান এখনো বেচে আছে মানুষের মনে।
সুন্দর মনমুগ্ধকর পোষ্টের জন্য ধন্যবাদ। -{@
সাবিনা ইয়াসমিন
এই রুপালী চাঁদে তোমারই হাত দুটি
মেহেদীর লাল রংগে আমাই সাজিয়ে দিতে চাই,,,,,
যখনই হাতে মেহেদী এঁকেছি মনেমনে গুনগুনিয়ে এই গানটিই গেয়েছি। তখনকার গানে আসলেই যাদু ছিলো। গানগুলো বেঁচে আছে মানুষের মনে-কন্ঠে। এখনো ভালো গান হয়/ হচ্ছে। কিন্তু বেশিরভাগ গানই মাথার উপর দিয়ে যায়,,,কিছু কিছু গান শুনলেতো আমি বসা থেকে দারিয়ে যাই। উঠে গিয়ে গান বন্ধ করার জন্য। 😅
অনেক ভালো থাকুন মমি ভাই,,,শুভ কামনা। -{@
সাবিনা ইয়াসমিন
আমি হবে 😅
ইঞ্জা
লেখাটি আমার বেশ পছন্দ হয়েছে আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান। শুভ কামনা -{@
বন্যা লিপি
পড়তে পড়তে বিচরন করছিলাম আমার সময়ের পথে। আপনার মতোই গানপাগল আমিও। কথাটায় জোড়ালো সমর্থন আমিও দিচ্ছি। গান শুনে যদি মন ভালোই করতে না পারি তাহলে গান শোনার কি দরকার? গাইতে না পারার আফসোসটা তো আছেই!! ভীষন ভালো লিখেছেন কিন্তু! শুভেচ্ছা সতত -{@
সাবিনা ইয়াসমিন
আপনার প্রতি অভিযোগ আছে বন্যা,,আপনি এখন নতুন কিছুই লিখছেন না। এটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না। আপনার লেখা পড়তে চাই,,তাই এখন ধন্যবাদ দিচ্ছি না,,নতুন লেখা পড়েই ধন্যবাদ দিবো 😂
শুভেচ্ছা ভালোবাসা দেয়া-নেয়া চলবে ❤❤❤
জিসান শা ইকরাম
আপনার দেখি ব্যাপক অভিজ্ঞতা,
জানলাম বান্দবীদের চিঠিও লিখে দিতেন। বলা যায় মাস্টার এ বিষয়ে। জানতে ইচ্ছে করছে মাস্টারের চিঠি কি কেউ লিখে দিতো? 🙂
” আমিতো ভালা না
ভালা লইয়্যাই থাইক্কো * “—- এটা কি আসলেই কোনো গান? বাক্যটি অনেকের দেখা দেখি আমিও সময় সুযোগে ব্যাবহার করি। দারুন লাগে এই বাক্যটি।
ফেইসবুক পর্বে পেট এর ছবির ঘটনা এপিক হইছে, হাসতেই আছি সুধু।
ইনবক্স মিউজিক বন্ধ করলেন কেন? বিনা পয়সায় এমন মিউজিক ভালোই তো 🙂
আফসোস আমার ইনবক্সে মিউজিক নাই, আপনাদেরই দিন, আগাইয়া যান।
আপনি ফান লেখায়ও সিদ্ধহস্ত, আপনাকে দিয়ে হবে ভাউ।
আরো লেখুন।
সাবিনা ইয়াসমিন
আমার চিঠি অন্যকেউ লিখবে !! আপনি এমনটা ভাবতে পারলেন ? ( দুঃক্ষের ইমু ) ।
ঐটা আসলেই একটা গান,,প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই কেন জানি গানটাকে অপছন্দ করি।
ফ্রী জিনিস সব সময় ভালো হয়না,,আর বেশি বেশি হলেতো সেটা জান-মালের ক্ষতি ছাড়া কিছুই করতে পারে না। মিউজিক বাক্সের সব মিউজিক শ্রুতিমধুর নাও হতে পারে।
আপনার ভাউ ভাউ সম্বোধনে আমার কেন জানি হাউ-মাউ করে কান্না পাচ্ছে,,,,,এই ভাউ ওও কোন সম্বোধন হয় ? ক্যামনে ? হাউ ?!
জিসান শা ইকরাম
আপনার চিঠি অন্য কেউ লিখতে পারেনি, এর অর্থ আপনিই লিখেছেন 🙂 তা দু একটা চিঠি সোনেলার লেখকদের মাঝে শেয়ার করলে ভালোই হতো ম্যাডাম 🙂 অবশ্য টপ সিক্রেট হলে প্রকাশের দরকার নেই।
ভাই+ বন্ধু মিলে মিশে ভাউ হয়ে গেছে। বন্ধু উচ্চারন করুন এভাবে– বন্ধুউউউউউউ 🙂
সাবিনা ইয়াসমিন
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
মোঃ মজিবর রহমান
গান সব লোকেরই প্রিয়। গানের মধুরতা সময়ে অসময়ে ভাল লাগে। কার ইতিহাস কে বর্ণনা করে। েই ইতিহাস প্রেমিক-প্রেমিকা ছাড়া আরো অনেকের মনেই আকিবুকি করে।
সবাই মন্দ না।
সাবিনা ইয়াসমিন
সুন্দর বলেছেন,, সবাই মন্দ না। ভালো মন্দ নিয়েই এই পৃথিবী।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
-{@ মত ভাল থাকুন।
তৌহিদ
গান আমার খুব প্রিয়। সময়ের তালে তালে গানের মধ্যে নিজেকে হাড়িয়ে ফেলি। লেখাটি পরছিলাম আর নিজেকে কল্পনা করছিলাম সে সময়গুলোতে। দারুন লেখা আপু।
সাবিনা ইয়াসমিন
গান,,,, কথা সুর আর শব্দের সংমিশ্রণ। যদি গানের সাথে মন মিলেযায় তবে ভাবনার রাজ্যে হারাতে হয় বৈকি! আমিও হারাই,,হারিয়ে খুঁজে ফিরি নিজেকে।
শুভ কামনা সহ ধন্যবাদ রইলো ভাই।
তৌহিদ
শুভেচ্ছা জানবেন আপু।
সাদিয়া শারমীন
ভালো বলেছেন। ফেইস বুকের কল্যাণে আবেগ টাবেগ সস্তা হয়ে গেছে।”ইনবক্সেই প্রেম ভাঙে,গড়ে” কথাটা মনে ধরলো।
সাবিনা ইয়াসমিন
পড়ে সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹