
কতটা জেনেছি, কতটুকুই-বা জানাতে পেরেছি
সমুদ্রজল আর বালিয়াড়ির সীমানায়!
ভেজা পায়ের ছাপ ফেলে রেখে কতটা পথ পেরিয়েছি,
আকাঙ্ক্ষার কোলাহলে অপরিণামদর্শিতার মত অক্ষর গুণে গুণে,
জমাট শব্দ-কথা-গাথার বুননে বুননে, আকাশকুসুমের বুদবুদে,
স্মৃতির নিকানো উঠোন পেরিয়ে ঐ দূর অবধি যাওয়া হয়নি,
হবে-ও -বা না।
তবুও
সবুজ উপত্যকায় চুপিসারে মৌমাছির শ্রম দেখে দেখে,
অরণ্য আর পাহাড়ে চোখ রেখে, আচ্ছন্ন মগ্নতায়
রঙিন নিসর্গ বাতাসের বিপরীতে গাংচিলের ওড়া-উড়ি
ঠিক-ই দেখতে দেখাতে পারবো।
ছবি নেটের।
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কিছুই জানা বা চেনা হইনি কভু
জানতে আর শিখতেই দিন গেল প্রভু
হইলনা তবু তোমায় সিজদায় ভাবা
দুনিয়াদারীও জানলাম বা শিখলাম না নিলাম পাপের বোঝা।
সুন্দর উপস্থাপন কবি ভাই।
ছাইরাছ হেলাল
পাপ-পুণ্যের মাঝেই আমাদের জীবন চলা।
ভাল থাকবেন আপনি।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
আপনার জন্য শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
আমৃত্যু জানার অপূর্ণতাই থেকে যায়
তারই মাঝে তবু তৃপ্তির শ্বাস খুঁজে ফিরা।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
এই অপূর্ণতাও জীবনের আর এক সৌন্দর্য।
শুভেচ্ছা আপানাকে।
হালিমা আক্তার
বিশাল প্রকৃতির মাঝে কতটা আর পেরেছি জানতে। কতটাই পারবো। অসীমের সীমা যায় না ছোঁয়া, দুর থেকে শুধু একপলক চেয়ে থাকা। শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
দূর থেকে শুধুই ছুঁয়ে দেখা/থাকার ইচ্ছেটুকুই সম্বল আমাদের।
ফাগুনের শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
এক উঠোনে বসে এতকিছুর দেখা পেলে কেই-বা পথ ভুলে দূর-বহুদূরে যায়!
গাংচিল থাকুক অথৈ সমুদ্রের দিশাদার হয়ে।
ছাইরাছ হেলাল
দূর চোখে সমুদ্রের যেটুকু দেখতে পারি সেটি ই তো অনেক।
ভাল থাকুন।