মাত্র এককাপ সময় হবে,
অথবা এক টেবিলচামচ?
আমার ছোট্ট একটা অণুগল্প আছে বলার…
এক প্লেট আনন্দ আছে,
এক গামলা সুখ
গ্লাস ভরা দু:খ আছে
এক চিমটি কান্নাও পাবে
শুধু এককাপ সময় দেবে গল্প শোনাবার?
এক রাজকন্যা যেমন করে গল্পবন্দী হয়ে গেলো!
হ্যামিল্টন, কানাডা
১২ অক্টোবর, ২০১৭ ইং।
২৪টি মন্তব্য
ইঞ্জা
সুন্দর ভাবনা।
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া ভাবনাটা যে পছন্দ হয়েছে, তার জন্য ধন্যবাদ।
ইঞ্জা
শুভেচ্ছা প্রিয় আপু
নীলাঞ্জনা নীলা
অনেক ভালো থাকবেন আমার হ্যান্ডপাম্প ভাইয়া।
মৌনতা রিতু
ঐ চোখেই তো আটকে গেলাম। এতো সুন্দর চোখ! কি নিস্পাপ! লেখার কথা তো কি বলবো আর। এক কথায় চমৎকার। (3 -{@
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আপু ওই চোখ আর নেই কোথাও।
লেখাটা গভীর আবেগের। কারণ ওখানে এই “নিজেকে” রেখেছি তো!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুধু এককাপ সময় দেবে গল্প শোনাবার?
এক রাজকন্যা যেমন করে গল্পবন্দী হয়ে গেলো!
বলে যান দিদি,,,এখানে কোন বাধা নেই।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই বলেছি তো। না-বলা কথাগুলো এতোটাই সহজ যে, না বোঝার কোনো কারণই নেই।
অনেক ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
আচ্ছা এই অবস্থা!
আমার খুব ক্ষুধা লাগছে,
প্লেটে গামলা থেকে তিন চামচ সুখ দেতো, পেট পুরে খাই।
নীলাঞ্জনা নীলা
তোমার জন্য তিন চামচ সুখের দামে ৩০% সেল আছে। এবং সাথে আরেকটা ফ্রি, সেটা হলো এক গ্লাস দুঃখ। 😀
নানা প্লেটে সুখ এবং পানীয় হলো দুঃখ। ঠিক আছে?
অনেক ভালো থেকো, মাঝে-মধ্যে খবর রেখো। -{@
শুন্য শুন্যালয়
এক কাপ অথবা এক চামচ সময় তো দিলাম। অনুগল্পের নাম করে এতো বিশাল বড় এক গল্প বলে কতো সময় নিয়ে গেলে হিসাব করো!!
অসাধারণ! এর বেশি বলতে পারছিনা।
নীলাঞ্জনা নীলা
এরপর থেকে তাহলে বড়ো গল্পই বলবো। ওহ শোনো আমার একটা কিউট বন্ধু আছে। আমাকে বলে “তুই এত্তো বড়ো লিখিস যে, আজ পর্যন্ত পুরোটা পড়া হয়নি।” এই পোলাটা দুনিয়ার শয়তান, বই পড়তোনা। ভগবান জানেন কীভাবে পাশ করেছে! তবে নকলও করেনি। আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বল তো পাশ করলি কীভাবে? বলে পাশ করার জন্য শুধু ক্লাশই যথেষ্ট। অসম্ভব মেধাবী, কিন্তু কাজে লাগালো না বান্দরটা।
নাও কেমন বড়ো গল্প লিখে তোমাকে শুনিয়ে ফেললাম। 😀
শুন্য শুন্যালয়
হি হি। তুমি জানো, এরকম মেধাবী ছেলেরা বেশি পড়লে পাশ করতে পারেনা? 🙂
আমার প্রমাণ আছে।
আমিও তো তোমার কিউট বন্ধু 🙂
নীলাঞ্জনা নীলা
আপু তুমি নিজে যে মেধাবী, তাই তুমি তো জানবেই। 🙂
মোঃ মজিবর রহমান
কয়েকটা পাতিলে একজিবন এর গল্প।তাঁর চেয়েও বেশি হল ভাবনা। দারুন।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই ফাটাফাটি মন্তব্য কিন্তু আপনার।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আমিতো ভাবতেই পারিনা, আপু। -{@
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই আপনি ভাবতে পেরেছেন এবং দারুণ বলেছেনও।
নাজমুস সাকিব রহমান
কবিতা ভালো হয়েছে। কবির প্রতি শুভেচ্ছা রইল।
-{@
নীলাঞ্জনা নীলা
হার্দিকতার সাথে এক গোলার্ধ্ব ধন্যবাদ।
অনেক ভালো থাকবেন।
শুন্য শুন্যালয়
ওমা গল্পের ভেতর বন্দী করে তুমিই দেখি নাই।
নীলাঞ্জনা নীলা
আছি তো!
ছুঁয়ে পাওয়া যাবেনা,
তবে আ-ছোঁয়ার হিরণ্ময় স্পর্শের ভেতর দিব্যি চলাফেরা করছি। 🙂
শুন্য শুন্যালয়
সব্বোনাশ!! মরলে কবে যে ভূত হয়ে গেলে?
নীলাঞ্জনা নীলা
“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলো যে সে মরে নাই”…এখন কি সেটাই করতে হবে আপু? 😀