গল্পবন্দী…

মাত্র এককাপ সময় হবে,
অথবা এক টেবিলচামচ?
আমার ছোট্ট একটা অণুগল্প আছে বলার
এক প্লেট আনন্দ আছে,
এক গামলা সুখ
গ্লাস ভরা দু:খ আছে
এক চিমটি কান্নাও পাবে
শুধু এককাপ সময় দেবে গল্প শোনাবার?
এক রাজকন্যা যেমন করে গল্পবন্দী হয়ে গেলো!

হ্যামিল্টন, কানাডা
১২ অক্টোবর, ২০১৭ ইং।