বইঃ কয়েকটি মৃত্যু
লেখকঃ জহির রায়হান
প্রকাশনিঃ অনুপম প্রকাশনী
মূল্যঃ ৫৪ টাকা
পাঠ্য প্রতিক্রিয়াঃ জহির রায়হান-একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।এছাড়াও চলচ্চিত্র আর সাহিত্যের অবদানে অনেক অনেক পুরষ্কার লাভ করেন।
“কয়েকটি মৃত্যু” হচ্ছে জহির রায়হানের একটি ছোট গল্প। গল্পের প্রধান চরিত্র আহমদ আলী শেখ; সংসার, সন্তান, সম্পদ সব কিছু নিয়ে তিনি খুব সুখী মানুষ, সর্বক্ষেত্রেই পেয়েছেন সাফল্যের ছোঁয়া। তিনি চোখ ভরে মন ভরে নিজ সংসারের দিকে তাকিয়ে থাকেন। শেষ বয়সে যখন মৃত্যু তাকে হাতছানি দেয় তখন তিনি স্বপ্নে দেখতে থাকেন তার মৃত পূর্ব পুরুষরা তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এসেছে এবং তখনই তার পরিবার পরিজনদের আসল রূপ প্রকাশ পেতে থাকে। গল্পটি শেষ হয় খুব চমৎকার ভাবে।
আমরা জীবন থেকে মূলত কি চাই ! আমাদের এতো চাওয়া – পাওয়া কিন্তু মৃত্যুই হচ্ছে কঠিন সত্য, আমরা মৃত্যুকে ভুলে থেকে সব করতে চাই আর যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন বুঝতে পারি নিজেদের ভুল গুলো।
“মানুষ শ্রেষ্ঠ জীব” এই তত্ত্ব থেকে মানুষ কতোটা সরে এসেছে সেটা লেখক এই গল্পের মধ্য দিয়ে আমাদের মানসিকতার গালে চড় মারার মতো করে বুঝিয়েছেন; ছোট বড় সবারই উচিৎ একবার হলেও ‘জহির রায়হান’ এর ছোট গল্প “কয়েকটি মৃত্যু” পড়ে দেখা। তাই বইটি সংগ্রহ করুন এবং পড়ুন।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।
২০টি মন্তব্য
ইঞ্জা
প্রথমেই জানাই অভিনন্দন আপু, দাওয়াত পাই নাই তো কি হয়েছে, দোয়া কিন্তু সবসময় রয়েছে।
লেখার বিষয়ে বলি, খুব সুন্দর, সুনিপুণ ভাবে চমৎকার রিভিউ দিলেন, খুব ভালো লাগলো আপু, বইটি অবশ্যই কালেকশনে নেবো।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ ভাইয়া
ইঞ্জা
শুভেচ্ছা আপু
তৌহিদ
বইটি পড়ার ইচ্ছে রইলো। রিভিউ লেখার জন্য ধন্যবাদ।
গালিবা ইয়াসমিন
বইটি পড়ুন , ভালো লাগবে , ধন্যবাদ ।
সাখিয়ারা আক্তার তন্নী
ভালো লাগলো,
বুক রিভিউ দেওয়া কিন্তু সহজ কাজ নয়।
আপনি পেরেছেন।
ধন্যবাদ
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ এবং স্বাগতম ।
আকবর হোসেন রবিন
বইটি পড়েছি। ভালো লেগেছে। তবে তার অন্য বইগুলো পড়ে যেমন ভালো লেগেছে , তার তুলনায় ‘কয়েকটি মৃত্যু’র ভালোলাগা কম ছিলো।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।
জিসান শা ইকরাম
কয়েকটি মৃত্যু পড়িনি, পড়তে হবে।
বয়স হয়েছে তাই মৃত্যু পূর্ববর্তী সময়ে আপন জনেরা কেমন করে তা জানার আগ্রহ হচ্ছে।
অনেক দিন পরে আসলে ব্লগে,
নিয়মিত আসবে,
শুভ কামনা।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ ভাইয়া 🙂
ছাইরাছ হেলাল
এত্তদিন আমাদের ফাঁকি দিয়ে যত-শত বই পড়েছেন তার সব গুলোর রিভিউ চাই।
আপনাকে দেখে আনন্দিত হলাম।
বইটি পড়িনি, পড়ার চেষ্টা নেব।
হ্যাঁ, তিনি মরণোত্তর সাহিত্য পুরস্কার পেয়েছিলেন।
গালিবা ইয়াসমিন
সব গুলো বইয়ের রিভিউ দিবো , ইনশাল্লাহ 🙂
বইটি পড়ুন , ভালো লাগবে ।
হালিম নজরুল
সুন্দর রিভিউ।
সুরাইয়া পারভিন
বাহ্ চমৎকার পাঠ রিভিউ
চমৎকার প্রকাশ
আরজু মুক্তা
সুন্দর রিভিউ। বইটি পড়ে নিবো।
চাটিগাঁ থেকে বাহার
পাঠ প্রতিক্রিয়া পড়ে বইটি পড়ার ইচ্ছা জাগলো। কিনে পড়বো ইনশাআল্লাহ।
আপনার লিখায় বর্ণনা সুন্দরভাবে ফুটে উঠেছে।
শামীম চৌধুরী
অবৈধ পন্থায় উপার্জনকারীরা অঢেল টাকা পয়সার মালিক হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবার প্রতিয়োগিতায় নামে। অথচ তারা কি জানে মৃত্যুর পর কি হবে?
সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনা্র লেখায়। তাই ছোট্ট করে ধন্যবাদ।
শিরিন হক
আপনার লেখাটি পড়ে আমারও লিখতে মন চাইছে।
চমৎকার ভাবে উপস্থাপন করলেন।
শামীম চৌধুরী
চমৎকার লেখা।